NMMS-scholarship

ন্যাশনাল মেরিট স্কলারশিপ হল অর্থনৈতিকভাবে যেসব ছাত্রদের পরিবার পিছিয়ে আছে সেই সমস্ত ছাত্রদের উচ্চ শিক্ষা চালিয়ে যাবার জন্য ভারত সরকার প্রদত্ত একটি স্কলারশিপ। যে সমস্ত ছাত্ররা অষ্টম শ্রেণীতে ৫৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল তারা ন্যাশনাল মেরিট স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারেন। ভারত সরকার ন্যাশনাল মেরিট স্কলারশিপ প্রদত্ত ছাত্রদের প্রতি বছর বারো হাজার টাকা প্রদান করে থাকে( প্রতি মাসে এক হাজার টাকা) ।নয় শ্রেণী থেকে বারো শ্রেণীর ছাত্রদের প্রতি বছর পুরস্কৃত করা হয়। NMMS Scholarship বৃত্তি সাধারণত প্রতিবছর জুলাই আগস্ট মাসে ঘোষণা করা হয় এবং এর সময়সীমা অক্টোবর মাসে পরে। এই স্কলারশিপ এর সময়কাল এক বছর পর্যন্ত হয়। আপনি যদি NMMS Scholarship এর জন্য আবেদন করতে চান তাহলে আমাদের এই প্রতিবেদনটিকে ফলো করুন।

কি কি ডকুমেন্ট লাগবে NMMS Scholarship এর জন্য ?

NMMS স্কলার্শিপ আবেদন করার জন্য সমস্ত নথির একটি করে কপি করে লাগবে। আবেদন করার জন্য যে সমস্ত নথি প্রয়োজন তা দেওয়া হল।

  1. সরকারি স্কুল থেকে পাওয়া ক্লাস সেভেন থেকে এইটে ওঠার মার্কশিটের জেরক্স।
  2. জাতির শংসাপত্র।
  3. পিতা-মাতার আয়ের শংসাপত্র( বাধ্যতামূলক)।
  4. অক্ষমতা শংসাপত্র।
  5. ঠিকানা শংসাপত্র।

    NMMS Scholarship যোগ্যতার মাপদণ্ড।

    ভিত্তি প্রদানের জন্য শিক্ষার্থীদের যোগ্যতার মাপদণ্ড ভারত সরকারের MRRD সংস্থা নির্ধারণ করে। যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার মাপদণ্ড পূরণ করতে পারে তারাই আবেদন করতে পারবেন। যোগ্যতার মাপ দন্ডের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। ন্যাশনাল মেরিট স্কলারশিপ পরীক্ষা দেবার জন্য যে সমস্ত মাপদণ্ড রয়েছে তার সমস্ত বিস্তারিত দেওয়া হল।

  1. সপ্তম শ্রেণী থেকে ৫৫ শতাংশ নম্বর পেয়ে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
  2. অষ্টম শ্রেণীতে নিয়মিত অধ্যানরত হতে হবে।
  3. আবেদনকারী কে অবশ্যই সরকারি স্কুল অথবা সরকারি সহায়তা প্রাপ্ত স্কুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
  4. উচ্চমাধ্যমিক বিদ্যালয় ভিত্তি চালিয়ে যাবার জন্য প্রার্থীকে ট্রেন ক্লাসে বোর্ডের পরীক্ষায় ষাট শতাংশ নম্বর পেতে হবে।
  5. বারো ক্লাসে বৃত্তি চালিয়ে যাবার জন্য বৃত্তি প্রার্থীকে ক্লাস ইলেভেনে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
  6. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লাখের বেশি হওয়া চলবে না।
  7. প্রাইভেট স্কুল বা সৈনিক স্কুল থেকে পড়াশোনা করা ছাত্ররা বৃত্তির জন্য আবেদন করার যোগ্য নয়।

    NMMS Scholarship অনলাইন অ্যাপ্লাই 2023-24 ?

    NMMS Scholarship বৃত্তি পাওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই NMMS Scholarship এর ফরম পূরণ করতে হবে। ন্যাশনাল মেরিট স্কলারশিপ অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই আবেদন করা সম্ভব। প্রার্থীদের অবশ্যই শেষ তারিখের আগে আবেদন করতে হবে। আবেদন করার সমস্ত পদ্ধতি দেওয়া হলো।

    অনলাইন পদ্ধতি:

  1. প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যেতে হবে। ওয়েবসাইট টি হল https://scholarships.gov.in/
  2. NMMS scholarship Image 1
  3. এরপর একটি পেজ ওপেন হবে, এই পেজের মধ্যে এপ্লিকেশন কর্নার নামে একটি ট্যাব থাকবে এই ট্যাব এর মধ্যে নিউ রেজিস্ট্রেশন নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. এরপর একটি পেজ ওপেন হবে, এই পেজটি ওপেন হবার পর নিচের দিকে আসলে দুটি বক্স থাকবে এই বক্স দুটিকে ক্লিক করতে হবে। এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
  5. NMMS scholarship Image 2
  6. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আধার কার্ড সিলেক্ট করতে হবে এবং মোবাইল নম্বরে ওটিপি আসবে এই ওটিপি বসানোর পর ভেরিফিকেশন বাটনে ক্লিক করতে হবে।
  7. NMMS scholarship Image 3
  8. এরপর আধার কার্ডে যে ডিটেলস থাকবে সেই ডিটেলসটি শো করবে।
  9. এরপর নিচের দিকে আসার পর একটি ফর্ম ওপেন হবে। যেখানে আপনার ডিটেলস ফিলাপ করতে হবে। এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।
  10. এরপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে একটি রেজিস্ট্রেশন নম্বর শো করবে। এই নম্বরটি নোট করে রাখতে হবে।
  11. এরপর click hair to login and file application form নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  12. এরপর লগইন এর একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে লগইন করতে হবে।
  13. এরপর লগইন সম্পূর্ণ হলে একটি পেজ ওপেন হবে যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  14. এরপর একটি ফর্ম ওপেন হবে এই ফর্মটিকে পূরণ করতে হবে। ফর্মটি পূরণ হলে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
  15. এরপর স্কিম ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে। যেখানে ন্যাশনাল মেন্স কাম মেরিট অপশনটিতে সিলেক্ট করতে হবে।
  16. এরপর একটি সার্টিফিকেট শো করবে। এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে।
  17. এরপর সার্টিফিকেট ফিলাপ করে আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  18. অফলাইন পদ্ধতি:

    আবেদনকারী যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুল থেকে আবেদন ফর্মটি নিয়ে পূরণ করে সমস্ত ডকুমেন্ট নিয়ে স্কুলে জমা দিতে হবে।

তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হবে। আবেদন সম্পূর্ণ হলে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে আপনার স্কুলে জমা দিতে হবে ।এরপর ভেরিফিকেশন শুরু হয়ে যাবে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আপনার ব্যাংক একাউন্টে বৃত্তির রাশি চলে আসবে।

FAQ ন্যাশনাল মেরিট স্কলারশিপ (NMMS Scholarship) 2023-24।

  1. আমাকে কি আমার NMMS Scholarship নতুন করে করতে হবে ?
  2. A: প্রতি বছর শিক্ষার্থীদের NSP এর মাধ্যমে বৃত্তি পূরণের জন্য নতুন করে আবেদন করতে হয়।

  3. কারা NMMS আবেদনপত্র পূরণ করার যোগ্য ?
  4. A: অষ্টম ক্লাস এর ছাত্ররা অনলাইন ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।

  5. ওপেন স্কুলের প্রার্থীরা কি আবেদন করতে পারেন ?
  6. A: ওপেন স্কুলের ছাত্ররা আবেদন করতে পারবে না।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান