সরকারি প্রকল্প সংক্রান্ত

2023 এর নিয়মে কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড চেক করবেন?

27TH APRIL, 2023 by J Kamilya

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সমস্ত মানুষ যাতে চিকিৎসার সুযোগ পান তার জন্য চালু করেছেন স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card)। এই স্বাস্থ্য সাথী স্কিম এর একজন পরিবারকে ৫ লক্ষ টাকা চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে এবং অনেক কঠিন রোগের চিকিৎসা হয় এই স্বাস্থ্য সাথী কার্ড(Swasthya Sathi Card) এর মাধ্যমে। আজকে আমরা এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) এর স্ট্যাটাস চেক করতে হয়, কারা স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) এর এপ্লাই করতে পারবেন, স্বাস্থ্য সাথী কার্ডের (Swasthya Sathi Card) সুবিধা কি, স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) এর কি কি ডকুমেন্ট লাগবে, এবং স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) কিভাবে ডাউনলোড করবেন তার সমস্ত তথ্য দেওয়া হলো।

স্বাস্থ্য সাথী কার্ড কি? What Is a Swasthya Sathi Card ?

পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) । পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী কার্ড পরিষেবার সাধারণ মানুষকে আর্থিক স্বস্তি দিতে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এসেছে । স্বাস্থ্য সাথী স্ক্রিন হল টাকা ছাড়া হাসপাতালে ভর্তি করা সম্ভব। পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত ২.৪ কোটি পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে এনেছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে ২২ হাজারটি বেশি হাসপাতালকে তালিকাভুক্ত করেছে। হাসপাতাল ভর্তি সময় বা হাসপাতালে ভর্তি ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতামূলক। স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) এর মধ্যে সাধারণ মানুষকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে।রাজ্য সরকারের পাশাপাশি ভারত সরকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটি স্কিম নিয়ে এসেছে সেটি হল আয়ুষ্মান ভারত কার্ড আয়ুষ্মান ভারত কার্ড সম্পর্কে জানার জন্য এই লিংকে ক্লিক করুন। 2023 আয়ুষ্মান ভারত কার্ড (ABHA) অনলাইনে আবেদন করুন। 2023 Ayushman Bharat Card Apply Online.

স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা কি কি? Swasthya Sathi Card Benefits?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথা ভেবে বিনামূল্যে চিকিৎসা সুযোগ করে দিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড। এর মাধ্যমে সাধারণ মানুষ অনেক সুবিধা পেতে পারেন এবং এই কার্ডের মধ্যে অনেক বেশি জটিল রোগ ভালো করার সুযোগ পাবেন।স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা গুলি বিস্তারিত দেওয়া হল।

  • প্রতি পরিবার প্রতিবছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সুযোগ পেতে পারেন।
  • এই প্রকল্পের মাধ্যমে বাড়ির সমস্ত সদস্য চিকিৎসা করাতে পারেন।
  • স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় ক্যান্সার কার্ডিওলজি মতো অনেক রোগের চিকিৎসা হয়।
  • এই স্কিমের আওতায় গর্ব ভর্তি মহিলার অসুবিধা পাবেন।

স্বাস্থ্য সাথী কার্ড কারা এপ্লাই করতে পারবেন? Who Can Apply For A Swasthya Sathi Card?

স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এপ্লাই করতে পারবেন। শুধুমাত্র যে সকল ব্যক্তি ESI এর অন্তর্ভুক্ত আছেন সেই সমস্ত ব্যক্তি স্বাস্থ্য সাথী স্কিম এর আওতার বাইরে থাকবেন, এবং রাজ্যের ও কেন্দ্রীয় সরকারের কর্মীরা স্বাস্থ্য সাথী কার্ড কিমের আওতায় বাইরে থাকবেন।

স্বাস্থ্য সাথী কার্ড এ কি কি ডকুমেন্ট লাগবে? What Documents Are Required For Swasthya Sathi Card ?

স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক করার জন্য কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হয় সেগুলি হল -

  • মোবাইল নাম্বার।
  • ডিসটিক নেম।
  • ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম।
  • ওয়ার্ড নাম্বার বা ভিলেজ নেম।
  • আধার নাম্বার।
  • খাদ্য সাথী কার্ড নাম্বার।
  • স্বাস্থ্য সাথী ইউ আর এন নাম্বার।

স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক। Swasthya Sathi Card Status Check।

পশ্চিমবঙ্গের অনেক মানুষ স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করেছেন কিন্তু জানেন না কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড এর স্ট্যাটাস চেক (Swasthya Sathi Card Status Check) করতে হয়। এই পোস্টটির মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে মোবাইল নাম্বার বা ইউ আর এর নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক (Swasthya Sathi Card Status Check) করতে হয়। তার সমস্ত তথ্য নিচে দেওয়া হল -

  1. স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://swasthyasathi.gov.in।
  2. Swasthya Sathi Card step 1
  3. এরপর স্বাস্থ্য সাথী পোটাল টি ওপেন হবে ।এই পোস্টাল এর মধ্যে Find Your Name অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. Swasthya Sathi Card step 2
  5. এরপর আপনার মোবাইল নম্বর করতে হবে।
  6. Swasthya Sathi Card step 3
  7. এরপর আপনার নাম সিলেক্ট করতে হবে।
  8. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে স্টেট নেম করতে হবে।
  9. Swasthya Sathi Card step 4
  10. দু রকম ভাবে স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক করা যায়। একটি হলো আধার নম্বর দিয়ে অন্যটি হলো এরপর আপনার আধার নম্বর বা খাদ্য সাথী নাম্বার বসানোর পর সাবমিট গঠনে ক্লিক করলে স্বাস্থ্য সাথী কার্ড এর স্ট্যাটাস করবে।

স্বাস্থ্য সাথী কার্ড ডাউনলোড ।Swasthya Sathi Card Download।

স্বাস্থ্য সাথী কার্ড ডাউনলোড (Swasthya Sathi Card Download) করা যায় না। স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) এর নাম স্বাস্থ্য সাথী কার্ড এর অন্তর্ভুক্ত ফ্যামিলির নাম এর আধার কার্ডের সাথে স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card)এর লিংক আছে কিনা সেই সমস্ত তথ্য জানতে পারেন।

FAQ স্বাস্থ্য সাথী কার্ড চেক 2023।Swasthya Sathi Card check online 2023।

  1. কে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করতে পারবেন? Who Can Apply For A Swasthya Sathi Card?
  2. A: পশ্চিমবঙ্গের সব মানুষ এপ্লাই করতে পারেন।

  3. স্বাস্থ্য সাথী কার্ড পেতে কত সময় লাগে? How long Does It Take To Get Swasthya Sathi Card?
  4. A: স্বাস্থ্য সাথী কার্ড পেতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে।

  5. অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ড ডাউনলোড করা সম্ভব? It Is Possible To Download Swasthya Sathi Card?
  6. A: স্বাস্থ্য সাথী কার্ড অনলাইনে ডাউনলোড করা সম্ভব না।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান