সরকারি প্রকল্প সংক্রান্ত

২০২৩-২৪ প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইনে আবেদন করুন ?

28TH SEPTEMBER, 2023 by J Kamilya
awas yojana Photo

ভারতের যে সমস্ত বাসিন্দারা গৃহহীন হয়ে আছেন সেই সমস্ত গৃহহীন বাসিন্দাদের জন্য কেন্দ্রীয় সরকার একটি স্কিম নিয়ে এসেছে। এইচ ক্রিম টির নাম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা(Awas Yojana Scheme)। ২০১৫ সালে ১৫ই জুন এই আবাস যোজনা উদ্বোধন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গৃহহীন বাসিন্দাদের কথা ভেবে এই আবাস যোজনার (Awas Yojana) ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১.৩ লাখ টাকা প্রদান করা হয়েছে শুধুমাত্র যে সমস্ত বাসিন্দাদের বাড়ি নেই সেই সমস্ত বাসিন্দারা এই স্কিমে সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে (Awas Yojana Scheme) সমস্ত গৃহহীন বাসিন্দাদের আর্থিক সুবিধা দেওয়া হয় যাতে তারা বাড়ি তৈরি করতে পারেন। পিএম আবাস যোজনায় (Awas Vikas Yojana) এলিজাবিলিটি হল ১৮ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত সমস্ত ব্যক্তি আবেদন করতে পারবেন। আমরা এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনলাইনে আবেদন (Awas Yojana Online) করতে হয়। আবাস যোজনা আবেদন (PM Awas Yojana Document) করার জন্য কি কি নথি লাগবে ? আবাস যোজনায় আবেদন স্থিতি কিভাবে পরীক্ষা করবেন ? প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাগুলি কি কি ? এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় কি কি ডকুমেন্ট লাগবে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা যোগ্যতার মাপদণ্ড।

প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে (PM Awas Yojana Eligibility) সুবিধা পাবার জন্য কিছু মাপ দন্ড আছে, যা আবেদন কারীদের অবশ্যই পূরণ করতে হবে। এই মাপ দন্ডগুলি বিস্তারিত দেওয়া হল।

  1. আবেদনকারীর নামে কোন পাকা বাড়ির থাকা যাবে না, এবং তার বাড়ির কোন ব্যক্তির নামেও পাকা বাড়ি থাকা যাবে না।
  2. আবেদনকারীর একটি আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
  3. বিপিএল শ্রেণীর ভুক্ত ব্যক্তি বা দরিদ্র সীমার নিচে যে সমস্ত ব্যক্তি রয়েছেন তারা আবেদন করতে পারবেন।
  4. আবেদনকারীর বয়স ১৮ থেকে বেশি হতে হবে এবং 70 বছরের কম হতে হবে।

PMAY এর সুবিধা গুলি কি কি ?

প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা (PM Away Benefit) গুলি বিস্তারিত দেওয়া হল।

  1. PMAY স্কিন এর ৬ লক্ষ টাকা ঋণের ওপর 6.5% ভর্তুকি দেয়া হবে।
  2. যে সমস্ত ব্যক্তি বার্ষিক আয় 12 লক্ষ টাকা সেই সমস্ত ব্যক্তিদের নয় লক্ষ টাকা ঋণ দেয়া হবে। এবং ৪% ভর্তুকি দেয়া হবে।
  3. যে সমস্ত ব্যক্তিদের বার্ষিক হয় ১৮ লক্ষ টাকা সেই সমস্ত ব্যক্তিদের ১২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে এবং 3% সুদে ভর্তুকি দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন ?

আপনি যদি PMAY স্কিম এর জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন(Awas Yojana Apply) । আবেদন করার জন্য সমস্ত পদক্ষেপ নিচে দেওয়া হল।

  1. প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://pmaymis.gov.in/।
  2. awas yojana Image 1
  3. ওয়েবসাইটটিতে লগইন হয়ে যাবার পর হোম পেজের মধ্যে সিটিজেন অ্যাসেসমেন্ট নামে একটি অপশন থাকবে। এর মধ্যে তিনটি অপশন থাকবে যে অপশনটি আপনার বিষয়ে সঠিক আপনাকে সেই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে আপনার আধার কার্ড নম্বর দিতে হবে এবং চেক করতে হবে।
  5. এরপর PMAY অনলাইন অ্যাপ্লাইয়ের একটি পেজ ওপেন হবে।
  6. এই পেজের মধ্যে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন, যেখানে আপনার নাম, ব্যাংক একাউন্ট নম্বর, আই এর বিবরণ ইত্যাদি তথ্য সঠিকভাবে ফোন করতে হবে।
  7. এর পর PMAY অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করতে হবে।

এখন আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্মটি (Awas Yojana online Form)পূরণ করা সম্পূর্ণ হয়েছে। আপনি ফর্মটি ডাউনলোড করে রেখে দেবেন।

কিভাবে আবাস যোজনা আবেদন স্থিতি পরীক্ষা করবেন ?

প্রধানমন্ত্রী আবাস যোজনা এপ্লাই করার পর অনলাইনে আবেদন স্থিতি (Awas Yojana Application status) পরীক্ষা করার বিকল্প রয়েছে। অনলাইনে আবেদন স্থিতি পরীক্ষা করার ধাপ গুলি বিস্তারিত দেওয়া হলো।

  • প্রথমে PMAY অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইটটি হলোhttps://pmaymis.gov.in/
  • এরপর এই পেজের মধ্যে সেটিযেন এসেসমেন্ট বাটন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে লগইন করতে হবে।
  • এরপর একটি পেজ ওপেন হবে যেখানে মোবাইল নম্বর আর আপনার নাম ইত্যাদি বসাতে হবে এবং চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর অ্যাসেসমেন্ট আই ডি পাঠানোর পর সাবমিট বাটনে ক্লিক করুন তাহলে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রয়োজনীয় নথি কি কি ?

    প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana Document) যে সমস্ত নথি প্রয়োজন হবে তা বিস্তারিত দেয়া হলো।

    • আধার কার্ড।
    • ভোটার কার্ড।
    • ইনকাম সার্টিফিকেট।
    • অ্যাড্রেস প্রুফ।
    • কাস্ট সার্টিফিকেট।
    • ব্যাংক পাসবুক।
    • বিপিএল রেশন কার্ড।
    • পাসপোর্ট সাইজ ফটো।
    • সিগনেচার।
    • মোবাইল নম্বর।

    FAQ প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইনে আবেদন।

    1. আমি কি অনলাইনে PMAY আবেদন করতে পারি ?
    2. A:আপনি যদি এলিজাবেল হন তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

    3. প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের লাস্ট ডেট কবে ?
    4. A: প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের লাস্ট ডেট হল ৩১শে ডিসেম্বর ২০২৪।

    5. ২০২৩ সালের জন্য নতুন হোম লোন (Awas Yojana Loan)এর ভর্তু কি কি?
    6. A:হোম লোন এর উপর 2.67 পাওয়া যেতে পারে ৬.৫% হারে কুড়ি বছরের জন্য প্রদান করা হয়।

    আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



    লেখক

    J Kamilya

    আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


    Comments

    উপরে যান