সরকারী প্রকল্প সংক্রান্ত

কিভাবে শস্য বীমা(Shasya Bima)আবেদন করবেন ২০২৪এর নিয়মে?

30TH SEPTEMBER, 2024 by J Kamilya
bangla shasya bima

ক্রমাগত নিম্নচাপ ও অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য পশ্চিমবঙ্গের অনেক অঞ্চল জলমগ্ন অবস্থায় ছিল। দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি(DVC) থেকে জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের অনেক অঞ্চল বন্যাতে প্লাবিত হয়েছে। এলাকা গুলির মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যে সমস্ত এলাকাগুলি হয়েছে সেগুলি মধ্যে কিছু হল হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই বন্যার কারণে চাষীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষীরা। এই বন্যার কারণে প্রায় ২০০ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহযোগিতা করার জন্য কৃষি দপ্তর থেকে শস্য বীমা মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ দেবার ঘোষণা করেছে ।এই প্রতিবেদনটির মাধ্যমে জেনে নেব কিভাবে বাংলা শস্য বীমা ফ্রম ফর্ম ডাউনলোড (Shasya Bima Form Download)করতে হয়? কিভাবে শস্য বীমা ফর্ম ফিলাপ (Shasya Bima Form Fill Up) করতে হয়? কি কি ডকুমেন্ট লাগবে? কারা আবেদন করতে পারবেন?

কিভাবে বাংলা শস্য বীমা (Bangla Shasya Bima) ফর্ম ডাউনলোড করবেন?

বাংলা শস্য বীমা ফর্ম ডাউনলোড (Shasya Bima Application Download)করতে হলে নিচে সমস্ত স্টেপগুলিকে ফলো করুন।

  1. প্রথমে আপনাকে https://banglashasyabima.net/ এই ওয়েবসাইটটিতে যেতে হবে।
  2. bangla shasya bima
  3. এরপর ওয়েবসাইটটি ওপেন হলে ওয়েবসাইটটির উপরের দিকে এপ্লিকেশন ফর্ম অফ খারিফ ২০২৪ নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে।

তাহলে আপনার বাংলা শস্য বীমা ফর্ম পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটিকে প্রিন্ট আউট করে নিতে হবে।

কিভাবে শস্য বীমা (Shasya Bima) আবেদন করবেন?

শস্য বীমা আবেদন (Shasya Bima Application)করার জন্য প্রথমে ফর্মটিকে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট করতে হবে। বাংলা শস্য বীমা ফর্মটিকে (Shasya Bima Form Fill Up)যেভাবে ফিলাপ করতে হবে ২০২৪ এর নিয়মে তার সমস্ত পদ্ধতি দেওয়া হল।

  1. ফর্মটির প্প্রথমে রয়েছে মধ্যস্থতা কারীর বিবরণ এই অপশনটিকে পূরণ করার প্রয়োজন নেই এই অপশনটিকে খালি রাখতে হবে।
  2. bangla shasya bima form
  3. এরপর রয়েছে কৃষকের নাম এখানে কৃষকের নিজের নাম লিখতে হবে।
  4. এরপর পিতা-মাতা স্বামীর নাম এর জায়গায় আপনাদের নিজের অভিভাবকের নাম বসাতে হবে।
  5. এর পর বয়স এর জায়গায় আপনার বয়স বসাতে হবে।
  6. এরপর ভোটার কার্ড নম্বর এর জায়গায় আপনার ভোটার নম্বর বসাতে হবে।
  7. এরপর জাতির জায়গায় আপনার যে জাতি তাতে ঠিক দিতে হবে।
  8. মোবাইল নম্বর এর জায়গায় আপনার যে মোবাইল নম্বরটি সক্রিয় আছে সেই মোবাইল নম্বরটি বসাতে হবে।
  9. এরপর আধার নম্বর এর জায়গায় আপনার আধার নম্বর বসাতে হবে।
  10. এরপর গ্রামের জায়গায় আপনার গ্রামের নাম বসাবেন পঞ্চায়েতের জায়গায় আপনার পঞ্চায়েতের নাম বসাবেন এবং ব্লকের জায়গায় আপনার যে ব্লক সেটিকে লিখতে হবে।
  11. এরপর একটি অপশন থাকবে কেসিসি নামে। কেসিসি হল কিসান ক্রেডিট কার্ড। কিষান ক্রেডিট কার্ড থাকলে হ্যাঁ লিখতে হবে না থাকলে না এতে ঠিক দিতে হবে।
  12. এরপর বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ নামে একটি অপশন থাকবে যেখানে আপনার ব্লকের নাম, গ্রামের নাম, মোবাইল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, এবং বীমার জন্য প্রস্তাবিত এলাকা লিখতে হবে।
  13. এরপর কৃষকের ব্যাংকের বিবরণ নামে একটি অপশন থাকবে যেখানে কৃষকের নাম, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, একাউন্টের ধরন, সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  14. এরপর সাক্ষীর নাম নামে একটি অপশন থাকবে যেখানে আপনাকে আপনার একটি সাক্ষীকে স্বাক্ষর করতে হবে।
  15. এরপর কৃষকের সই বা টিপসই এর জায়গায় আপনার স্বাক্ষর অথবা টিপ স্বাক্ষর করতে হবে।
  16. এরপর প্রাপ্তি স্বীকার নামে একটি ফর্ম থাকবে যেখানে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য দিয়ে ফর্মটিকে পূরণ করতে হবে।
  17. bangla shasya bima form

    তাহলে আপনার শস্য বীমা ফর্মটি পূরণ করা সম্পূর্ণ হবে। এই ফর্মটি পূরণ করা হয়ে গেলে সমস্ত নথি সঙ্গে নিয়ে পঞ্চায়েতে জমা দিতে হবে। এবং প্রাপ্তি স্বীকার নামে যে ফর্মের অংশটি থাকবে সেটি পঞ্চায়েত থেকে আপনাকে দিয়ে দেবে। এই অংশটি কে রেখে দিতে হবে ভবিষ্যতে যদি আপনার টাকা না ঢুকে এই ফর্মটির মাধ্যমে আপনি চেক করতে পারবেন।

শস্য বীমা আবেদন (Shasya Bima Application) করার জন্য কি কি নথি লাগবে ?

শস্য বীমা আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে তার সমস্ত বিবরণ নিচে দেওয়া হল।

  • আধার কার্ড।
  • ভোটার কার্ড।
  • ব্যাংক পাসবুক এর এক কপি জেরক্স।
  • জমির খতিয়ান বা পাট্টা।
  • যে সমস্ত ব্যক্তির নিজের নামে জমি নেই তারা জমি আয়তন পঞ্চায়েতের কাছ থেকে সংসার পত্র নিয়ে জমা করতে হবে।

কারা শস্য বীমার জন্য আবেদন করতে পারবেন ?

সমস্ত ধরনের চাষী শস্য বীমার জন্য আবেদন করতে পারবেন । যে সমস্ত চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আবেদন করতে পারেন এবং ভাগচাশিরাও আবেদন করতে পারেন।

FAQ শস্য বীমা (Shasya Bima) আবেদন।

  1. শস্য বীমার লাশ ডেট কবে ?
  2. A: শস্য বীমার লাস্ট ডেট হলো তিরিশে সেপ্টেম্বর ২০২৪।

  3. কারা শস্য বীমার জন্য আবেদন করতে পারেন ?
  4. A: সমস্ত চাষী অথবা ভাগচাচীরাও শস্য বীমার জন্য আবেদন করতে পারেন।

  5. শস্য বীমার ফ্রম অনলাইনে ডাউনলোড করা সম্ভব ?
  6. A: হ্যাঁ শষ্য বীমা ফ্রম অনলাইনে ডাউনলোড করা সম্ভব।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান