রান্নার গ্যাস সংক্রান্ত

২০২৩-২৪ সালের নিয়মে ভারত গ্যাস এর নতুন কানেকশনের জন্য আবেদন।

8TH OCTOBER, 2023 by J Kamilya
bharat gas connection

এলপিজি বা পেট্রোলিয়াম ভারতের গৃহস্থ্য বাড়ির একটি প্রধান জ্বালানি হয়ে উঠেছে। এলপিজি গ্যাস থেকে বেশি রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এলপিজি গ্যাস কোম্পানির গুলির মধ্যে একটি প্রধান কোম্পানি হল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ।ভারত গ্যাস(Bharat Gas) গ্রাহকদের সুবিধার জন্য দেশে বৃহত্তম ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক তৈরি করেছে। ভারত গ্যাস (Bharat Gas)কোম্পানি গৃহস্থ্য পরিবার ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রে এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করে। ভারত গ্যাস গ্রাহকদের সুবিধা ও দ্রুত গ্যাস সিলিন্ডার সরবরাহের জন্য ভারত গ্যাস অনলাইন পরিষেবা শুরু করেছে। ভারত গ্যাস(Bharat Gas online) অনলাইন পরিষেবার মধ্যে গ্রাহকরা তাদের এলপিজি আবেদন করতে পারবেন এবং এলপিজি সিলিন্ডার ট্যাগ করতে পারবেন। আমরা এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কিভাবে ভারত গ্যাস একটি নতুন কানেকশনের জন্য আবেদন করতে হয়। ভারত গ্যাস আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে।

ভারত গ্যাস এর নতুন কানেকশন এর জন্য আবেদন।

যে সমস্ত গ্রাহক প্রথমবার ভারত গ্যাস কানেকশন (Bharat Gas new connection)নেবার জন্য আবেদন করতে চান, সেই সমস্ত গ্রাহক ভারত গ্যাস অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে আবেদন করতে পারেন। ভারত গ্যাস অনলাইন (Bharat Gas online)ও অফলাইন উভয় ক্ষেত্রে দ্রুত পরিষেবা সরবরাহ করে। ভারত গ্যাস নতুন কানেকশন এর অনলাইন ও অফলাইন আবেদন এর জন্য সমস্ত তথ্য দেওয়া হল।

ভারত গ্যাসের অফলাইন আবেদন।

ভারত গ্যাসের (Bharat Gas)নতুন কানেকশন অফলাইন আবেদন করার জন্য সমস্ত পদক্ষেপ গুলি বিস্তারিত দেওয়া হল।

  1. প্রথমে আপনাকে আপনার বাড়ির কাছাকাছি ডিলারদের অফিসে যেতে হবে এবং একটি আবেদন পত্র সংগ্রহ করতে হবে।
  2. এরপর আবেদন পত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি ডিলারদের অফিসে জমা দিতে হবে।
  3. এরপর আবেদন পত্র দেবার পর আপনার আবেদন নিশ্চিত করার জন্য একটি কল আপনার কাছে আসবে, এবং চার থেকে পাঁচ দিন এর মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভারত গ্যাস এর নতুন কানেকশনের জন্য অনলাইন আবেদন।

ভারত গ্যাস (Bharat Gas)নতুন কানেকশন নেবার অনলাইন আবেদনের সমস্ত পদক্ষেপগুলি বিস্তারিত দেওয়া হল।

  1. প্রথমে আপনাকে ভারত গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটি হলো https://ebharatgas.com/ebharat/forHome/home.html ।
  2. bharat gas Image 1
  3. এরপর পেজটি ওপেন হলে গেট নিউ কানেকশন নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. এরপর রেজিস্টার ফর এলপিজি কানেকশন নামে একটি পেজ ওপেন হবে যেখানে স্টেট এবং ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  5. bharat gas Image 2
  6. এরপর request for new connection নামে একটি পেজ ওপেন হবে।
  7. bharat gas Image 3
  8. এই পেজের মধ্যে প্রেসেন্ট ডিটেলস নামে একটি কলম থাকবে এই কলাম এ আপনার সমস্ত ডিটেলস বসাতে হবে।
  9. এরপর অ্যাড্রেস ফর এলপিজি কানেকশন নামে একটি থাকবে, এর মধ্যে অ্যাড্রেস প্রুফ এর সমস্ত ডিটেলস ফিলাপ করতে হবে।
  10. এরপর আধার রিলিভেন্ট ডিটেইলস নামে একটি কলম থাকবে, যেখানে আপনার পরিচয় প্রমাণপত্র ফিলাপ করতে হবে।
  11. এরপর details রিলেটেড টু ক্যাশ ট্রান্সফার নামে একটি কলম থাকবে, যেখানে আপনার ব্যাংক এর ডিটেলস ফিল আপ করতে হবে।
  12. এরপর ডকুমেন্ট সাবমিশন নামে একটি অপশন থাকবে যেখানে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে।
  13. এরপর ক্যাপচার কোড এবং ওটিপি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  14. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আপনার রিকোয়েস্ট আইডি শো করবে। রিকোয়েস্ট আইডিটি কে নোট ডাউন করতে হবে।
  15. এরপর ক্লিক হেয়ার টু আপলোড ডকুমেন্ট নামে একটি অপশন শো করবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  16. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ফিনিশ বাটন টিতে ক্লিক করতে হবে।

তাহলে ভারত গ্যাস এর নতুন কানেকশান অনলাইনে আবেদন পূরণ হবে।

ভারত গ্যাস কানেকশন নেবার জন্য কি কি ডকুমেন্ট লাগবে।

ভারত গ্যাসের (Bharat Gas)নতুন কানেকশন নেবার জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগবে তার সমস্ত তথ্য দেওয়া হল।

  • প্রুফ অফ আইডেন্টিটি( পরিচয় প্রমাণপত্র।)
  • প্রুফ অফ এড্রেস।(ঠিকানার প্রমাণপত্র)
  • ফটোগ্রাফস।

পরিচয় প্রমাণপত্র।

ভারত গ্যাসের নতুন কানেকশন নেওয়ার জন্য পরিচয় প্রমাণ পত্রের যে সমস্ত নথি প্রয়োজন হয় তা দেওয়া হল।

  • পাসপোর্ট।
  • আধার কার্ড।
  • ভোটার কার্ড।
  • ড্রাইভিং লাইসেন্স।
  • প্যান কার্ড।

ঠিকানার নথি প্রমাণপত্র।

ভারত গ্যাসের নতুন কানেকশন নেবার সময় যে সমস্ত ঠিকানার নথি প্রয়োজন হয় তার সমস্ত বিবরণ দেওয়া হল।

  • ড্রাইভিং লাইসেন্স।
  • ভোটার কার্ড।
  • পাসপোর্ট।
  • রেশন কার্ড।
  • হাউস রেন্ট ডকুমেন্ট।
  • ব্যাঙ্ক স্টেটমেন্ট।

ভারত গ্যাস এর নতুন কানেকশন এর জন্য আবেদন।

  1. আমি কি দুটি ভারত গ্যাস কানেকশন নিতে পারি ?
  2. A:না আপনি দুটি ভারত গ্যাস কানেকশন নিতে পারেন না।

  3. ভারত গ্যাস নতুন কানেকশন নেবার জন্য ঠিকানা প্রমাণপত্র দেওয়া কি বাধ্যতামূলক ?
  4. A:হ্যাঁ ভারত গ্যাস নতুন কানেকশন নেবার জন্য ঠিকানা প্রমাণপত্র দেওয়া বাধ্যতামূলক।

  5. এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে কি করা উচিত ?
  6. A:এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে টোল ফ্রি নম্বর ১৯০৬তে ফোন করা উচিত।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান