পরিবহন সংক্রান্ত

বাইক ইন্সুরেন্স রিনিউয়াল অনলাইন।Bike Insurance Renewal After Expiry Online.

13TH APRIL 2023 by J Kamilya
bike insurance online apply

বিনা বাইক ইন্সুরেন্স (Bike insurance)ছাড়া কোন যানবাহন চালানো দণ্ডনীয় অপরাধ। কোন যানবাহন ইন্সুরেন্স ছাড়া যদি চালানো হয় তাহলে আপনাকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। এই জন্য আপনাকে টু হুইলার ইন্সুরেন্স (Two wheeler insurance) বা ফোর হুইলার ইন্সুরেন্স করে নেওয়া দরকার। তাছাড়া যদি আপনার বাইক চুরি হয়ে যায় বা এক্সিডেন্ট হয়ে যায় তাহলেও ইন্সুরেন্স খুব কাজে লাগে। আজকে আমরা এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কি করে বাইক ইন্সুরেন্স (Bike insurance) করতে হয়,কিভাবে বাইক ইন্সুরেন্স এর কপি ডাউনলোড করতে হয়, বা টু হুইলার ইন্স্যুরেন্স চেক অনলাইন কিভাবে করতে হয়।

বাইক ইন্সুরেন্স কি? What Is Bike Insurance?

বাইক ইন্সুরেন্স (Bike insurance) হল এমন একটি প্ল্যান যেটি বাইক মালিক কে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করে। যে কোন ইন্সুরেন্স কোম্পানি বাইক এর যে কোন ক্ষতি জন্য বাইক মালিকের কাছে দায়বদ্ধ থাকে।

টু হুইলার ইন্সুরেন্স অনলাইন। Two wheeler insurance online.

টু হুইলার ইনসিওরেন্স করার জন্য ভারতে অনেক ইন্সুরেন্স কোম্পানি আছে। যার মধ্যে একটি হল HDFC ARGO আমরা আজ দেখে নেব HDFC ARGO ওয়েবসাইটটির মধ্য দিয়ে কিভাবে টু হুইলার ইন্সুরেন্স করতে হয়।HDFC ARGO ওয়েবসাইটটির সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

  1. প্রথমে HDFC ARGO এর অফিসিয়াল ওয়েবসাইট এ ক্লিক করতে হবে। ওয়েবসাইটটি হলো https://www.hdfcergo.com ।
  2. bike insurance online apply step 1
  3. এরপর HDFC ARGO এর একটি পেজ ওপেন হবে। এই পেজ এর মধ্যে বাইক ইন্সুরেন্স নামে একটি অপশন থাকবে এই অপশন টি তে ক্লিক করতে হবে।
  4. bike insurance online apply stepp 2
  5. এরপর বাইক নাম্বার ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে, যেখানে আপনার বাইক নম্বর দিতে হবে। এবং GET A QUOTE এ ক্লিক করতে হবে।
  6. bike insurance online apply stepp 3
  7. এরপর সিলেক্ট প্ল্যান এর একটি পেজ ওপেন হবে। যেখানে Comprehensive এবং Third Party Liability এই দুটি অপশন থাকবে। যেখানেThird Party Liability লাইবিলিটি এই অপশনটির তে ক্লিক করতে হবে।
  8. bike insurance online apply stepp 4
  9. এরপর সিলেট প্ল্যান এর একটি পেজ ওপেন হবে যেখানে প্ল্যান এর ডিটেলস থাকবে। প্ল্যান গুলি হল। এক বছরের বাইক ইন্সুরেন্সের প্রাইস হল ৭১৪ টাকা ও জি এস টি। দুই বছরের টু হুইলার ইন্সুরেন্স এর জন্য প্রাইস ১৪২৮ টাকা ও জি এস টি। তিন বছরের বাইক ইন্সুরেন্সের প্ল্যান এর প্রাইস হল ২১৪২ টাকা ও জিএসটি।
  10. এরপর এই প্ল্যান গুলির মধ্যে যেকোনো একটি প্ল্যান নিতে পারেন। সেই প্ল্যানটি নেবার জন্য সেই প্লানের উপর ক্লিক করতে হবে।
  11. এরপর ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে। এবং কনফার্ম অ্যান্ড প্রসেড বাটনে ক্লিক করতে হবে।
  12. bike insurance online apply stepp 7
  13. এরপর ফিল ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার প্যান নাম্বার আপনার ডেট অফ বার্থ মেইল আইডি মোবাইল নম্বর এড্রেস ফিলাপ করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  14. bike insurance online apply stepp 8
  15. এরপর রেজিস্ট্রেশন ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে যেখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  16. bike insurance online apply stepp 9
  17. এরপর পেমেন্টের জন্য একটি পেজ ওপেন হবে যেখানে আপনাকে সমস্ত তথ্য পূরণ করে পেমেন্ট করতে হবে।

পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার ফোনে একটি এসএমএস চলে যাবে এবং আপনার সমস্ত ডিটেলস মেল আইডিতে চলে যাবে। তাহলেই আপনার বাইক ইন্সুরেন্স সম্পূর্ণ হবে। আপনি যদি অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটিকে ফলো করুন। আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।

বাইক ইন্সুরেন্স বেনিফিট। Bike Insurance Benefits.

  • আপনার গাড়ি চুরি হয়ে গেলে আপনি আর্থিক চাপ থেকে মুক্ত থাকবেন।
  • গাড়ি ক্ষতি হলে আপনি যে কোন কোম্পানি থেকে বাইক ইন্সুরেন্স করেছেন সেই কোম্পানির কাছে ক্লেম করতে পারেন।
  • আপনি যদি বাইক ইন্সুরেন্স করে থাকেন বাইকে কোন ক্ষতি হলে তার সমস্ত টাকা কোম্পানি দিতে দায়বদ্ধ থাকে।

বাইক ইন্সুরেন্স এর বীমা কোম্পানির তালিকা। List Of Bike Insurance Companies.

বাইক ইন্সুরেন্স করার জন্য কিছু শীর্ষ বীমা কোম্পানির নাম দেয়া হলো।

  • এই ডিএফসি আরগো সাধারণ বীমা।
  • বাজাজ এলিয়েন জেনারেল ইন্সুরেন্স।
  • এসবিআই সাধারণ বীমা।
  • টাটা এআইজি জেনারেল ইন্সুরেন্স।
  • আইচিআই লম্বার জেনারেল ইন্সুরেন্স।
  • ন্যাশনাল ইন্সুরেন্স ।

FAQ বাইক ইন্সুরেন্স রিনিউয়াল অনলাইন। Bike Insurance Renewal After Expiry Online.

  1. বাইক ইন্সুরেন্স রিনিউ করতে কত টাকা লাগবে?
  2. A: এক বছরের জন্য বাইক ইন্সুরেন্স রিনিউ করতে ৭১৪ টাকা লাগবে।

  3. বাইক ইন্সুরেন্স কত রকমের হয়?
  4. A:দু রকমের হয়।

  5. বাইক ইন্সুরেন্স অনলাইনে করা সম্ভব?
  6. A: বাইক ইন্সুরেন্স অনলাইনে করা সম্ভব।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra


লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।



Comments

উপরে যান