সরকারী প্রকল্প সংক্রান্ত

২০২৪ এর নিয়মে কিভাবে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন ?

19TH DECEMBER, 2023 by J Kamilya
birth certificate download

পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষদের জন্য জন্ম সার্টিফিকেট (Birth Certificate) একটি গুরুত্বপূর্ণ নথি। পশ্চিমবঙ্গের মানুষদের জন্য জন্মসংসাপত্র থাকা বাধ্যতামূলক। আপনার যদি জন্ম সার্টিফিকেট না থেকে থাকে তাহলে অবশ্যই একটি জন্ম সার্টিফিকেট এর জন্য আবেদন করা দরকার। এখন অনলাইন এর মাধ্যমে জন্ম সার্টিফিকেট ঘরে বসেই আবেদন করতে পারেন। আপনি যদি একটি জন্ম সার্টিফিকেট এর জন্য আবেদন করে থাকেন তাহলে কিভাবে জন্ম সার্টিফিকেট ডাউনলোড (Download Birth Certificate)করবেন ? এবং জন্ম সার্টিফিকেট আবেদন করার পর যে একনলেজমেন্ট নাম্বারটি দেওয়া হয় সেটি যদি কোন কারণে হারিয়ে ফেলেন সেই একনলেজমেন্ট নাম্বারটি কিভাবে পেতে পারেন তার সমস্ত বিস্তারিত পদক্ষেপগুলি বিস্তারিত দেওয়া হল।

অনলাইনে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার পদক্ষেপ ?

জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অ্যাকনলেজমেন্ট নাম্বারটি প্রয়োজন। একনলেজমেন্ট নাম্বারটি আপনার মোবাইলে এসএমএস আকারে এসে থাকবে। জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য যে পদক্ষেপগুলি রয়েছে সেই পদক্ষেপ গুলি বিস্তারিত দেওয়া হল।

    জন্ম সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন ?

    জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন (Birth Certificate online apply) করার সমস্ত পদক্ষেপ গুলি বিস্তারিত দেওয়া হল।

  1. প্রথমে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://janma-mrityutathya.wb.gov.in
  2. birth certificate download Image 1
  3. এরপর ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর ওয়েবসাইটটি ওপেন হবে।
  4. এই ওয়েবসাইটটির মধ্যে সিটিজেন সার্ভিস নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  5. birth certificate download Image 2
  6. এরপর ডাউনলোড সার্টিফিকেট নামে একটি অপশন থাকবে, এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  7. এরপর আপনার সামনে এন্টার একনলেজমেন্ট নাম্বার নামে একটি পেজ শো করবে। এখানে একনলেজমেন্ট নাম্বারটি বসাতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  8. এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপিটি কে বসাতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  9. এরপর সাবমিট হয়ে গেলে ডাউনলোড বটন দেখতে পাবেন আপনার ডাউনলোড বাটনে ক্লিক করে জন্ম সার্টিফিকেট টিকে ডাউনলোড করে নিতে হবে। জন্ম সার্টিফিকেটটি pdf আকারে ডাউনলোড হবে।

জন্ম সার্টিফিকেট একনলেজমেন্ট নাম্বার কিভাবে পাবেন ?

আপনি একটি জন্ম সার্টিফিকেট এর জন্য আবেদন করেছেন? কিন্তু আপনার কাছে জন্ম সার্টিফিকেট আবেদন করার পর যে একনলেজমেন্ট নাম্বারটি শো করে সেই একনলেজমেন্ট নাম্বারটি ভুলে গেছেন, অথবা এস এম এস টি ডিলিট করে ফেলেছেন, সেই জন্য আপনি জন্ম সার্টিফিকেট এর কোন রকম কাজ করতে পারছেন না। জন্ম সার্টিফিকেট এর অ্যাকনোলেজেমেন্ট নাম্বার পাবার জন্য যে পদক্ষেপগুলি রয়েছে তা সমস্ত বিস্তারিত পদক্ষেপ গুলি দেওয়া হলো।

  1. প্রথমে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলোhttps://janma-mrityutathya.wb.gov.in
  2. birth certificate download Image 1
  3. এরপর ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর ওয়েবসাইটটি ওপেন হবে।
  4. এই ওয়েবসাইটটির মধ্যে সিটিজেন সার্ভিস নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  5. birth certificate download Image 3
  6. এরপর নো ইওর অ্যাটনোলেজেমেন্ট নাম্বার নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  7. এরপর একটি পেজ ওপেন হবে। যেখানে ইয়ার অফ বার্থ এবং মান্থ অফ বার্থ বেবি নেম মাদারস ফাস্ট নেম ফাদার্স ফাস্ট নেম মোবাইল নম্বর বসাতে হবে। এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে।
  8. এরপর আপনার সামনে সমস্ত ডিটেলস শো করবে। এখানে আপনার বেবির নাম, এন্ট্রি ডেট, মায়ের নাম, বাবার নাম, একনলেজমেন্ট নাম্বার, ইত্যাদি তথ্য সো করবে আপনাকে একনলেজমেন্ট নাম্বারটি নোট করে নিতে হবে।

FAQ ২০২৪ এর নিয়মে কিভাবে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন ?

  1. পশ্চিমবঙ্গে কিভাবে জন্মসংশা পত্র ডাউনলোড করতে পারি ?
  2. A: পশ্চিমবঙ্গে জন্মসংসাপত্র ডাউনলোড করার জন্য অনলাইনে ।https://janma-mrityutathya.wb.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারেন।

  3. আমি কি পশ্চিমবঙ্গে জন্মসংসাপত্র পেতে পারি ?
  4. A: পশ্চিমবঙ্গে উন্নয়নের মাধ্যমে জন্মসংসাপত্র আবেদন করতে পারেন।

  5. কে জন্মসংসাপত্র জারি করেন ?
  6. A: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জারি করেন জন্মসংসাপত্র।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান