পশ্চিমবঙ্গের নাগরিকদের একটি জন্ম সংসাপত্র (Birth Certificate) থাকা বাধ্যতামূলক । জন্মসংসাপত্র পশ্চিমবঙ্গ সরকার জারি করে থাকে। অনলাইনের মাধ্যমে আপনি একটি জন্ম সংসাপত্র আবেদন করতে পারেন। জন্ম সংসাপত্র (Birth Certificate) গুলি ফিজিক্যালি কে এম সি তে গিয়ে সংগ্রহ করতে পারেন। হাসপাতাল ও নার্সিংহোম গুলি লগইন করে একটি শিশুর জন্মের রেকর্ড নথিভূক্ত করতে পারেন। জন্ম সংসাপত্র টি পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে আবেদন করতে হবে। আগে জন্মসংসাপত্র তৈরি করার জন্য নাগরিক সংস্থার অফিসে যেতে হতো। এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আপনি জন্মসংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। অনলাইনে জন্ম সংস্থাপত্র আবেদন (Birth Certificate online apply)করার সমস্ত তথ্য ও পদক্ষেপ জানার জন্য আমাদের প্রতিবেদনটিকে ফলো করুন।
কেন একটি জন্মসংসাপত্র প্রয়োজন ?
পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের জন্ম সংসাপত্র অবশ্যই আবেদন (Birth Certificate online apply) করতে হবে। এই জন্ম সংসাপত্র স্কুলে ভর্তি ভোটার, আইডি কার্ড তৈরির, জন্য ড্রাইভিং লাইসেন্স তৈরি, ইত্যাদি বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয়।
জন্ম সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য কি নথি লাগবে ?
জন্ম সার্টিফিকেট এপ্লাই (Birth Certificate apply)করার জন্য কিছু প্রয়োজনীয় নথির আপনার কাছে থাকা দরকার। যে নথি গুলি জমা দিতে হবে সেই নথি গুলি বিস্তারিত দেওয়া হল।
-
যে চিকিৎসা প্রতিষ্ঠানের আপনার সন্তান জন্মগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠান থেকে সন্তান জন্মগ্রহণ করার প্রমাণ জমা দিতে হবে।
-
সন্তানের বাবা ও মায়ের প্রমাণপত্র।
-
পিতা মাতার পরিচয় পত্র।
-
পিতা-মাতার বিবাহের শংসাপত্র।
জন্ম সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন ?
জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন (Birth Certificate online apply) করার সমস্ত পদক্ষেপ গুলি বিস্তারিত দেওয়া হল।
-
প্রথমে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://janma-mrityutathya.wb.gov.in/
-
এরপর ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর ওয়েবসাইটটি ওপেন হবে।
-
এই ওয়েবসাইটটির মধ্যে সিটিজেন সার্ভিস নামে একটি অপশন থাকবে, এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর এপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর এন্টার মোবাইল নম্বর নামে একটি স্কিন আসবে যেখানে আপনার মোবাইল নম্বর বসাতে হবে এবং গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর আপনার মোবাইল নম্বর এ একটি ওটিপি আসবে। এই ওটিপি বসাতে হবে এবং সাবমিট বটন এ ক্লিক করতে হবে।
-
এরপর বার্থ রেজিস্ট্রেশন নামে একটি পেজ ওপেন হবে।
-
এরপর অনলাইন গত তথ্য নামে একটি অপশন থাকবে এই অনলাইন গত তথ্যের মধ্যে শিশুর তথ্য নামে একটি ফর্ম থাকবে। এই ফর্মের মধ্যে জন্মতারিখ, লিঙ্গ, প্রথম নাম, নামের অর্ধাংশ, নামের শেষ অংশ, এই তথ্যগুলি পূরণ করতে হবে।
-
এরপর জন্মের স্থান নামে একটি ফর্ম থাকবে এই ফর্ম এর মধ্যে জন্মের স্থান, রাজ্য, জেলা, ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।
-
এরপর ফরমটির নিচের দিকে আসতে হবে। যেখানে পিতা তথ্য নামে একটি অপশন থাকবে। এখানে পিতার সমস্ত তথ্য পূরণ করতে হবে।
-
এরপর মাতার তথ্য নামে একটি অপশন থাকবে। এই অপশনের মধ্যে মাতার সমস্ত তথ্যের বিবরণ পূরণ করতে হবে।
-
এরপর শিশুর জন্মের সময় মাথার ঠিকানা নামে একটি অপশন থাকবে। এখানে মাথার ঠিকানার সমস্ত তথ্য পূরণ করতে হবে।
-
এরপর মাতার স্থায়ী ঠিকানা নামে একটি অপশন থাকবে যেখানে মাতার স্থায়ী ঠিকানার সমস্ত তথ্য পূরণ করতে হবে।
-
এরপর সংবাদ দাতার তথ্য নামে একটি অপশন থাকবে আবেদনকারী যদি আশা কর্মী হন তাহলে আশা কর্মীর সমস্ত তথ্য পূরণ করতে হবে। আর যদি আশা কর্মী না হন তাহলে আপনার সমস্ত তথ্য পূরণ করতে হবে।
-
এরপর অন্য তথ্য নামে একটি অপশন থাকবে ।এর মধ্যে প্রথমে বিবাহের সময় মাথার বয়স বাচ্চা জন্মের সময় মাথার বয়স সন্তান সহ মাতাল জীবিত প্রসূত সন্তান সংখ্যা ইত্যাদি প্রশ্ন বলি থাকবে। এই প্রশ্নাবলী গুলিকে পূরণ করতে হবে।
-
এরপর ডকুমেন্ট আপলোড নামে একটি অপশন থাকবে। যেখানে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।
-
এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
সাবমিট সম্পূর্ণ হলে আপনার সামনে একটি একনলেজমেন্ট নাম্বার শো করবে। এটিকে নোট করতে হবে আপনার মোবাইল নম্বরে এই এক নলেজমেন্ট নাম্বারটি চলে যাবে। এই একনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি জন্ম সার্টিফিকেট এর স্ট্যাটাস (Birth Certificate status check)দেখতে পারেন। জন্ম সার্টিফিকেট ডাউনলোড (Birth Certificate download)করতে পারবেন।
FAQ ২০২৪ এর নিয়মে জন্ম সার্টিফিকেট জন্য অনলাইনে আবেদন ?
- জন্ম সার্টিফিকেট কি খুবই গুরুত্বপূর্ণ ?
A: হ্যাঁ জন্ম সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ জন্ম সার্টিফিকেট একটি নবজাতক শিশুর জন্মের প্রমাণ করে।
- আমি কিভাবে জন্মসংসাপত্র পেতে পারি ?
A: পশ্চিমবঙ্গে জন্মসাপত্র পাওয়ার জন্য আপনাকে ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদন করতে হবে। আবেদন সম্পূর্ণ হলে আপনি একটি জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra