ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (wbsedcl) এখন নতুন কানেকশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।এখন থেকে আপনাকে আর ইলেকট্রিক অফিসে গিয়ে লাইন দিতে হবে না, নতুন কানেকশনের জন্য আপনি ঘরে বসেই আবেদন করতে পারেন।
Wbsedcl নিউ ইউজার রেজিস্ট্রেশন।
Wbsedcl এ ওয়েবসাইটে কোন কাজ করার জন্য একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকা খুবই জরুরী। ইউজার আইডি পাসওয়ার্ড না থাকলে আপনি কোন রকম কাজ করতে পারবেন না। কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হয় তার সমস্ত তথ্য দেওয়া হল।
- প্রথমে আপনাকে wbsedcl এর অফিসিয়াল ওয়েবসাইট টিতে যেতে হবে। ওয়েবসাইটটি হলো
https://www.wbsedcl.in/
-
এরপর wbsedcl এর ওয়েবসাইটটি ওপেন হবে, যেখানে আপনাকে কাস্টমার লগইন অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে নিউ ইউজার নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে নেম এবং মোবাইল নাম্বার বসাতে হবে এবং গেট ওটিপি তে ক্লিক করতে হবে। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি প্রোভাইড ওটিপি অপশনে বসাতে হবে এবং ভ্যালিডেড বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর ইমেল আইডি জায়গাতে আপনাকে আপনার ইমেল আইডি বসাতে হবে এবং গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। আপনার মেইল আইডিতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে প্রোভাইড ওটিপি জায়গায় বসাতে হবে এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড জায়গায় আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর আপনার স্কিনে একটি মেসেজ শো করবে যেখানে লেখা থাকবে ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউর আইডি উইল বি ইউর মোবাইল নাম্বার ইউর লগ ইন ক্রোডেনশিয়াল হ্যাজ বিন সেন্ড টু মেল আইডি।
তাহলেই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে।
Wbsedcl নতুন কানেকশন এর জন্য এপ্লাই অনলাইন।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (wbsedcl) এখন নতুন কানেকশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এখনই আপনি wbsedcl এর ওয়েবসাইট থেকে অনলাইন এর মাধ্যমে নতুন বৈদ্যুতিক মিটার কানেকশন এর জন্য অনলাইনে আবেদন করতে পারেন।অনলাইনে নতুন ইলেকট্রিক কানেকশন আবেদন করার সমস্ত পদ্ধতি নিচে দেওয়া হল।
- প্রথমে wbsedcl এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইটটি হলো
https://www.wbsedcl.in/
-
এরপর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (wbsedcl) এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে।
-
এরপর এই পেজ এর মধ্যে এপ্লাই নিউ কানেকশন নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর একটি নতুন পেজ ওপেন হবে এই পেজের মধ্যে অনেকগুলি অপশন থাকবে তার মধ্যে থেকে এলটি আদার্স এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে ইউজার নাম এবং পাসওয়ার্ডের দেবার জায়গা থাকবে। আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে এবং লগইন বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে কানেকশন এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর রিজওয়ান কাস্টমার কেয়ার সিলেকশন নামে একটি বক্স চলে আসবে যেখানে আপনার ডিস্ট্রিক্ট নেম কাস্টমার কেয়ার সেন্টার অর্থাৎ আপনার ইলেকট্রিক অফিস নেইম এবং কাস্টমার টাইপ সিলেট করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর জেনারেল ইনফরমেশন নামে একটি বক্স চলে আসবে, যেখানে কানেকশন টাইপ এর জায়গায় নরমাল ইন্ডিভিজুয়াল আদার,পারপাস অফ সাপ্লাই এর জায়গায় ডোমেস্টিক ফাস্ট টাইম এর জায়গায় আপনার নাম লাস্ট নেম এর জায়গায় আপনার লাস্ট নাম বসাতে হবে এরপর আধার নাম্বার এর জায়গায় আধার নাম্বার প্যান নাম্বারের জায়গায় প্যান নাম্বার বসাতে হবে।
-
এরপর সার্ভিস কানেকশন অ্যাড্রেস নামে একটি বক্স ওপেন হবে যেখানে আপনার এড্রেস ডিস্ট্রিক পিনকোড বসাতে হবে।
-
এরপর কমিউনিকেশন এড্রেস নামে একটি পেজ ওপেন হবে যেখানে সার্ভিস লোকেশন এড্রেস সিলেক্ট করতে হবে।
-
এরপর টেকনিক্যাল ইনফরমেশন নামে একটি বক্স ওপেন হবে যেখানে নেয়ারেস্ট পুল নাম্বার লোড অ্যাপ্লিকেশন ওয়ার্ড ক্যাটাগরি অফ কানেকশন ইত্যাদি অপশনগুলি সিলেক্ট করতে হবে। এবং এরপর ভ্যালিডেড বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর লোড ইনফরমেশন নামে একটি পেজ ওপেন হবে যেখানে ইন্টার ইওর টোটাল লোড এর জায়গায় আপনার বাড়ির কত লোড হবে তা বসাতে হবে এবং ক্লিক করতে হবে।
-
এরপর ডকুমেন্ট আপলোড এর কিছু অপশন চলে আসবে যেখানে পাসপোর্ট সাইজ ফটো এর জায়গায় আপনাকে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে প্রুফ অফ আইডেন্টিটি এর জায়গায় আধার কার্ড আপলোড করতে হবে। প্রুফ অফ ওনারশিপ এর জায়গায় ট্যাক্স রিসিভ করতে হবে। এবং ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর সাবমিট আপলোড ডকুমেন্ট বাটনে ক্লিক করতে হবে।
-
ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট অল ডিটেলস বাটনে ক্লিক করতে হবে।
তাহলেই আপনার নতুন ইলেকট্রিক কানেকশন এর অ্যাপ্লিকেশনটি পূরণ হয়ে যাবে এপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনাকে এপ্লিকেশনের একটি ডাউনলোড কপি নিজের কাছে রাখতে হবে। ডাউনলোড করার জন্য স্টার্ট ডাউনলোড এ ক্লিক করতে হবে। তাহলে প্রথমটি ডাউনলোড হয়ে যাবে এবং এর একটি প্রিন্ট কপি আপনার কাছে রেখে দেবেন। ইলেকট্রিক অফিস থেকে আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য আসবে তখন এই ফর্মটি আপনাকে দেখাতে হবে।
Quotation Letter Download
-
হোম পেজ এর মধ্যে ডাউনলোড Quotation Letter নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
Quotation Letter Download নামে একটি বক্স ওপেন হবে যেখানে জেনারেল কানেকশন অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর Download Quotation Letter অপশনটিতে ক্লিক করতে হবে তাহলেই Quotation Letter Download হয়ে যাবে।
এরপর Quotation এ জন্য অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটি পে করতে হবে।
ইলেকট্রিক বিল পেমেন্ট অনলাইনে করতে চান? এই পোস্টে আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য সহজ পদ্ধতিগুলি জানতে পারবেন। এই লিংকে ক্লিক করে সমস্ত তথ্য জেনে নিন।
WBSEDCL বিল পেমেন্ট অনলাইনে করার সহজ উপায়।
Quotation ই পেমেন্ট ইউসিং পোর্টাল।
- টোটাল থেকে পেমেন্ট করার জন্য প্রথমে আপনাকে নিউ কানেকশন ই পে অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর নিউ কানেকশন পেমেন্ট নামে একটি বক্স ওপেন হবে।
-
এরপর আপনাকে নেক্সট বটনের ক্লিক করতে হবে।
-
এরপর আপনার ডিটেলস শো করবে কত টাকা আপনার একাউন্ট থেকে কাটবে, সেই অ্যামাউন্টটি দেওয়া থাকবে সব চেক করে নেওয়ার পর পেয়ে নাও বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর বিল ডেস্ক এই অপশনটিতে সিলেক্ট করতে হবে এবং এই অপশনটিতে সিলেক্ট করতে হবে এবং কনফার্ম বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর প্রসেড টু পে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর পেমেন্টের একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন।
পেমেন্ট পেমেন্ট সম্পূর্ণ হলে পেমেন্ট রিসিভ ডাউনলোড করতে হবে।
ইলেকট্রিক কানেকশন পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড।
- পেমেন্ট রিসিভ ডাউনলোড করার জন্য হোম পেজে চলে আসতে হবে এবং ডাউনলোড পেমেন্ট রিসিট এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর পেমেন্ট হিস্ট্রি নামে একটি বক্স ওপেন হবে যেখানে সিলেক্ট টাইপের জায়গায় একাউন্ট নাম্বার সিলেক্ট করতে হবে।
-
এরপর প্রোভাইড এপ্লিকেশন নাম্বার এর জায়গায় আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বসাতে হবে।
-
এরপর ক্যাপচার কোড বসানোর পর প্রসিড বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর ভিউ সাকসেস ফুল পেমেন্ট হিস্টরি নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর পেমেন্ট হিস্টরি চলে আসবে পিডিএফ আকারে আপনি এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন।
পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার অ্যাপ্লিকেশন এর কাজটি সম্পন্ন হবে। কিছুদিন পর ইলেকট্রিক অফিস থেকে ইনফেকশন এর জন্য আপনার বাড়িতে লোক আসবে ইনফেকশন হয়ে যাবার পর আপনার বাড়িতে ইলেকট্রিক মিটার বসানোর জন্য লোক আসবে।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra