কেন্দ্র সরকার দরিদ্র ও শ্রমিকদের জন্য অনেক প্রকল্প চালু করেছেন। কেন্দ্র সরকার দরিদ্র মানুষদেরকে আর্থিক সুবিধা দেবার জন্য ই শ্রম কার্ড (E Shram Card) প্রকল্প চালু করেছে। ই শ্রম (E Shram Card) কাঠ প্রকল্প দরিদ্র ও শ্রমজীবী মানুষ রেজিস্ট্রেশন করতে পারেন। ই শ্রম কার্ড (E Shram Card) প্রকল্পে শ্রমিক মানুষের সংখ্যা ২৮ কোটি ছাড়িয়ে গেছে । আজকে আমরা এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কিভাবে ই শ্রম (E Shram Card Self Registration online) কার্ড রেজিস্ট্রেশন করতে হয়।
কিভাবে ইসলাম কার্ড ব্যালেন্স চেক (E Shram Card Balance Check) করতে হয়। কিভাবে ই শ্রম কার্ড স্ট্যাটাস চেক(E Shram Card Status Check) করতে হয়, কিভাবে ই শ্রম কার্ড (E Shram Card Download ) ডাউনলোড করতে হয়,ই শ্রম কার্ড (E Shram Card) এর ব্যালেন্স কিভাবে চেক করতে হয় ও ই শ্রম কার্ড (E Shram Card) এর সুবিধা গুলি কি কি।
ই শ্রম কার্ডের সুবিধা কি ?
ভারত সরকার শ্রমজীবী মানুষদের কিছুটা আর্থিক সুবিধা দেওয়ার জন্য ইশরুম কার্ড নিয়ে এসেছে । ই শ্রম কার্ড (E Shram Card Benefits) এর অনেক সুবিধা আছে। ই শ্রম কার্ড প্রকল্প সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া হল।
- ৬০ বছর বয়সের পর পেনশন পাবেন যারা ই শ্রম কার্ড (E Shram Card) এর নাম নথিভুক্ত করেছেন।
- ই শ্রম কার্ড হোল্ডাররা যদি শারীরিকভাবে অক্ষম হন তাহলে এই কার্ড এর সুবিধা পাবেন।
- ই শ্রম কার্ড হোল্ডাররা যদি মারা যান তাহলে এককালীন কিছু টাকা পাবেন।
- ই শ্রম কার্ড এর নথিভুক্ত মানুষ যদি শারীরিকভাবে অক্ষম হন তাহলে এক লাখ টাকা পাবেন।
- নথিভুক্ত মানুষ যদি মারা যান তাহলে ২ লাখ টাকা পাবেন।
কিভাবে ই শ্রম কার্ড এপ্লাই করবেন ?
আপনি যদি কেন্দ্র সরকারের ই শ্রম কার্ড (E Shram Card)যোজনার এর সুবিধা নিতে চান তাহলে আপনাকে প্রথমে ইসলাম কার্ড এর জন্য আবেদন( E Shram Card Apply) করতে হবে। আবেদন করার সমস্ত তথ্য নিচে দেওয়া হল।
- প্রথমে ইসলাম কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো
https://eshram.gov.in/ ।
-
এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে রেজিস্ট্রেশন অন ই শ্রম নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর সেলফ রেজিস্ট্রেশন এর একটি পেজ ওপেন হবে যেখানে আধার নম্বর এবং ক্যাপচা কোড বসানোর পর সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে।
-
এরপর আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বর লিঙ্ক আছে তাতে একটি ওটিপি আসবে।
-
এরপর ওটিপিটি বসাতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর আপনার সামনে ফর্ম আপনার কাছে খুলবে।
-
এরপর এই ফর্মটি মধ্যে থাকা নিজের সম্পর্কে সমস্ত তথ্য ফিলাপ করতে হবে।
-
এরপর আপনাকে আপনার পেশা সম্পর্কে তথ্য দিতে হবে।
-
এরপর আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে।
-
এরপর আপনাকে যে ডকুমেন্টটি আপলোড করার জন্য বলা হবে সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে।
-
এরপর সমস্ত তথ্য ফিলাপ হয়ে গেলে ফর্মটি সাবমিট করতে হবে এবং ডাউনলোড করতে হবে। ফর্মটি ডাউনলোড করলে ই শ্রম কার্ড এর ইউ এন নাম্বার পেয়ে যাবেন।
ই শ্রম কার্ডের কি কি ডকুমেন্ট লাগবে ?
ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন (E Shram Card Self Registration Document) এর জন্য যে সমস্ত ডকুমেন্ট গুলি লাগবে তার সমস্ত তথ্য দেওয়া হল।
- আধার কার্ড।
- ব্যাংক পাসবুক।
- ইলেকট্রিসিটি বিল।
- মোবাইল নম্বর যেটা আধার কার্ডের সাথে লিংক আছে ।
কিভাবে ই শ্রম কার্ড এর টাকা চেক করবেন ?
ই শ্রম কার্ড এর টাকা চেক (E Shram Card Balance Check) করার জন্য দুটি পদ্ধতি আছে।
- প্রথম পদ্ধতি
আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট চেক করলে আপনি জানতে পারবেন আপনার অ্যামাউন্ট কত আছে।
- দ্বিতীয় পদ্ধতি
ই শ্রম কার্ডের ব্যালেন্স চেক (E Shram Card Balance Check) করার দ্বিতীয় পদ্ধতি নিচে দেওয়া হল।
- প্রথমে UMANG এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইট টি হল।
https://web.umang.gov.in/landing/।
- এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে এই পেজের মধ্যে লগইন এর রেজিস্ট্রেশন নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর একটি পেজ ওপেন হবে যেখানে মোবাইল নম্বর এবং ওটিপি বসানোর পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।
- এরপর লগইন বটন এ ক্লিক করতে হবে।
- এরপর আপনার PFMS অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে ব্যাংক একাউন্ট সহ সমস্ত তথ্য পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার সমস্ত ডিটেলস শো করবে।
FAQ ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন।
- ই শ্রম কার্ড কারা করতে পারবেন ?
A: আপনি যদি একজন শ্রমিক হন তাহলে ইসলাম কার্ড করতে পারবেন।
- এইসব কার্ড তৈরি করার জন্য কোন মাপ দন্ড আছে কি ?
A:সোলো থেকে ৫৯ বছরের মধ্যে যে কোন ব্যক্তি এই ইস কার্ড যোজনা সুবিধা পেতে পারেন।
- ই শ্রম কার্ড এ মহিলারা আবেদন করতে পারে কি ?
A:হ্যাঁ মহিলারা আবেদন করতে পারেন।
- ই শ্রম কার্ড করতে কোন ফি লাগে কি ?
A:এসসি এসটিদের জন্য কোন ফ্রি লাগে না ।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra