ইন্ডেন গ্যাস (indian gas)বিশ্বের বৃহত্তম এলপিজি গ্যাস কোম্পানি গুলির মধ্যে অন্যতম। ইন্ডেন গ্যাস(indian gas) ভারতের লক্ষ লক্ষ গ্রাহকদের পছন্দের কোম্পানি। ইন্ডেন গ্যাস(indian gas) কোম্পানি ভারতে একটি বিশাল ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক তৈরি করেছে। গ্রাহকদের কোনরকম ঝামেলা ছাড়াই গ্রাহকদের বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেবার কাজ করছে। ইন্ডেন গ্যাস(indian gas) কোম্পানি গ্রাহকদের সুবিধার জন্য ভিন্ন ভিন্ন রকমের সিলিন্ডার সাইজ তৈরি করেছে সিলিন্ডার গুলির সাইজ হল পাঁচ কেজি বাড়িতে ব্যবহার এর জন্য, ১৪ কেজি বাণিজ্যিক ও শিল্প ব্যবহারের জন্য, উনিশ কেজি এবং ৪৭.৫ কেজি একটি ইন্ডেন গ্যাস (indian gas) কানেকশন পাওয়া খুব সহজ। একটি নতুন ইন্ডেন গ্যাস সিলিন্ডার কানেকশন(indane gas booking)পাওয়ার জন্য সমস্ত তথ্য এই পোস্টটির মাধ্যমে বিস্তারিত দেওয়া হল।
কিভাবে ইন্ডেন গ্যাস কানেকশন নেবার জন্য আবেদন করবেন ?
নতুন ইন্ডেন গ্যাস নতুন কানেকশন (indane gas new connection) নেবার জন্য আপনি দুই রকম পদ্ধতি অবলম্বন করতে পারেন। ইন্ডেন গ্যাস কানেকশন (indane gas booking) নেবার জন্য যে সমস্ত পদক্ষেপগুলি রয়েছে তা বিস্তারিত সমস্ত তথ্য নিচে দেওয়া হল।
অফলাইন পদ্ধতি ।
- একটি নতুন ইন্ডেন গ্যাস নতুন কানেকশন (indane gas new connection) নেবার জন্য প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউটর খুঁজে বের করতে হবে।
-
ডিস্ট্রিবিউটর খুঁজে বের করার জন্য আপনাকে ইন্ডেন গ্যাস কাস্টমার কেয়ার নাম্বার এ কল করতে হবে, অথবা ইন্ডেন গ্যাসের ওয়েবসাইটে গিয়ে বের করতে হবে।
- আপনার নিকটবর্তী ডিস্ট্রিবিউটার শনাক্ত করার পর গ্রাহককে ডিস্ট্রিবিউটরের কাছে একটি আবেদন পত্র পূরণ করতে হবে। এবং এর সাথে প্রয়োজনীয় নথি দিতে হবে।
-
এরপর আপনি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ইন্ডেন গ্যাস এলপিজি সিলিন্ডার গ্রহণ করতে পারেন।
অনলাইন পদ্ধতি ।
গ্রাহকরা অফলাইন ছাড়াও নতুন অনলাইন কানেকশন (indane gas booking online)এর মাধ্যমে ইন্ডেন গ্যাস কানেকশন বুক করতে পারেন।
- প্রথমে আপনাকে mylpg.in ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইটটি হলো
https://mylpg.in/।
- এরপর একটি পেজ ওপেন হবে এই পেজটির মধ্যে ইন্ডেন গ্যাস এ ক্লিক করতে হবে।
- এরপর mylpg.in একটি পেজ ওপেন হবে। যেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার হয়ে গেলে সাইন ইন বাটনে ক্লিক করুন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন(indane gas login)।
- এরপর একটি পেজ ওপেন হবে যেখানে apply for new connection সাবমিট কেওয়াইসি নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর অনলাইন কেওয়াইসি নামে একটি পেজ ওপেন হবে। যেখানে উজ্জ্বলা স্টিম এবং জেনারেল স্কিম নামে দুটি অপশন থাকবে। এর মধ্যে যে গ্যাস কানেকশন নিতে চাইছেন সেই অপশনটিতে ক্লিক করতে হবে।
উজ্জ্বলা গ্যাস যোজনা এর সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
- এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আধার কার্ড কেওয়াইসি তেক্লিক করতে হবে এবং সাব্বেন্ট বাটনে ক্লিক করতে হবে।
- এরপর একটি পেজ ওপেন হবে যেখানে একটি ফরম থাকবে এই ফর্মটি ফিলাপ করতে হবে। ফরম ফিলাপ হয়ে গেলে সাবমিট গঠনে ক্লিক করতে হবে।
এরপর একটি কনফার্মেশন এর মেসেজ শো করবে।
ইন্ডেন গ্যাস কানেকশন এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- ড্রাইভিং লাইসেন্স ওর পাসপোর্ট।
- আধার কার্ড।
- এসএসএলসি সার্টিফিকেট।
- রেশন কার্ড।
ইন্ডেন গ্যাসের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার কত ?
এলপিজি গ্রাহকদের জন্য কাস্টমার কেয়ার নম্বর(indane gas customer care number) ১৯০৬ এই নম্বরটি সারা ভারতে একই হেল্পলাইন নম্বর। ইন্ডেন গ্যাস এলপিজি গ্রাহকদের জন্য অন্য কাস্টমার কেয়ার নম্বর (indane gas customer care number) হলো 18002333555 ।
FAQ অনলাইন এ ইন্ডেন গ্যাস এর নতুন কানেকশন এর জন্য আবেদন ?
- একজন ব্যক্তি একই নামে ও ঠিকানায় একাধিক গ্যাস ব্যবহার করতে পারেন?
A:একই নাম ও ঠিকানায় একজন ব্যক্তি গ্যাস সংযোগ ব্যবহার করতে পারবেন না।
- আবেদন স্থিতি কে আবেদনকারী চেক করতে পারবেন ?
A:আবেদনকারী ইন্ডেন গ্যাস এর পেজে লগইন করে আবেদনের স্মৃতি পরীক্ষা করতে পারেন।
- ইন্ডেন গ্যাসের টোল ফ্রি নাম্বার কত ?
A:ইন্ডেন গ্যাসের টোল ফ্রি নাম্বার হলো (indane gas customer care number) 18002333555 ।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra