ভারত কৃষি প্রধান দেশ, তাই ভারতের একটি বড় সংখ্যক মানুষ কৃষি কাজ করেন। পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্প চালু করেছে । কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) মধ্যে সর্বাধিক ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪০০০ টাকা পাবেন। টাকার পরিমান নির্ভর করে কৃষকদের জমির উপর। আমরা মনে করছি আপনি কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) জন্য আবেদন করেছেন। কিন্তু আপনি জানেন না কৃষক বন্ধু টাকা আপনার একাউন্টে ঢুকছে কিনা । এই পোস্ট এর মাধ্যমে আমরা দেখে নেব কৃষক বন্ধু টাকা ঢুকছে কিনা ? কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে? কৃষক বন্ধু আইডি কিভাবে পাবেন ?কৃষক বন্ধু স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status Check) কিভাবে করতে হয়? কৃষক বন্ধু নামের লিস্ট ও কৃষক বন্ধু সুবিধাগুলি কি কি।
আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন,জানেন না কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা। ভোটার কার্ডের মাধ্যমে কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা চেক করার জন্য পোস্ট টিকে ফলো করুন।
আপনি এইভাবে কৃষক (Krishak Bandhu) বন্ধু টাকা ঢুকেছে কিনা তা চেক করতে পারেন।
কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) কৃষকরা দুটি কিস্তিতে টাকা পায়। প্রধানত খরিপ শস্য ও রবি শস্য চাষের সময় চাষীদের চাষের সুবিধার জন্য এই টাকা দেওয়া হয়। এক একর জমির জন্য বর্ষাকালীন চাষ করার জন্য দু হাজার টাকা এবং শীতকালীন চাষ করার জন্য দু হাজার টাকা, মোট চার হাজার টাকা দেওয়া হয়। যদি জমির পরিমাণ বেশি হয় তাহলে পাঁচ হাজার করে বর্ষাকালীন চাষ এবং শীতকালীন চাষ এর জন্য দেওয়া হয়। মোট ১০ হাজার টাকা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Payment Date) দেওয়ার তারিখ হল জুন মাস এবং দ্বিতীয় কিস্তি দেওয়ার তারিখ হল নভেম্বর মাস।
কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্পগুলির মধ্যে হলো আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card)এবং আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট(Ayushman Bharat Health Account)। আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে চাইলে এই লিংকে ক্লিক করুন। 2023 আয়ুষ্মান ভারত কার্ড (ABHA) অনলাইনে আবেদন করুন। 2023 Ayushman Bharat Card Apply Online.
আপনি যদি কৃষক বন্ধু আবেদন করে থাকেন তাহলে আপনার কাছে একটি আইডি নম্বর থাকবে। আপনি যদি আইডি নম্বরটি ভুলে যান বা হারিয়ে গিয়ে থাকে তাহলে তাহলে আপনি কৃষক বন্ধু (Krishak Bandhu) ওয়েব সাইটে গিয়ে আইডি নম্বরটি পেতে পারেন। কিভাবে কৃষক বন্ধু আইডি পাবেন তার সমস্ত তথ্য দেওয়া হল।
কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) সুবিধা গুলি বিস্তারিত সমস্ত তথ্য দেওয়া হল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সমস্ত মানুষ যাতে চিকিৎসার সুযোগ পান তার জন্য চালু করেছেন স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card)। স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) এর স্ট্যাটাস চেক করার জন্য এই লিংকে ক্লিক করুন। স্বাস্থ্য সাথী কার্ড চেক 2023। Swasthya Sathi Card check online 2023।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status Check) করার সমস্ত তথ্য দেওয়া হল।
A:কৃষক বন্ধু প্রকল্পের হেল্প লাইন নম্বর হল 8597974989 / 6291720406 Time: 10am - 6pm।
A:কৃষক বন্ধু নামের লিস্ট পেতে হলে প্রথমে আপনাকে কৃষক বন্ধু অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং তারপর আপনাকে কৃষক বন্ধুর নামের লিস্ট ডাউনলোড করতে হবে।
A:কৃষক বন্ধু প্রকল্পের টাকার প্রথম কিস্তি জুন মাসে এবং দ্বিতীয় কিস্তি নভেম্বর মাসে দেওয়া হয়।
A:কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট টি হল https://krishakbandhu.net
A:কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন মেইল এড্রেস টি হল krishak.bandhu@ingreens.in
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra