সরকারি প্রকল্প সংক্রান্ত

কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা 2023 কিভাবে জানবেন ?

4TH MAY, 2023 by J Kamilya
কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা

ভারত কৃষি প্রধান দেশ, তাই ভারতের একটি বড় সংখ্যক মানুষ কৃষি কাজ করেন। পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্প চালু করেছে । কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) মধ্যে সর্বাধিক ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪০০০ টাকা পাবেন। টাকার পরিমান নির্ভর করে কৃষকদের জমির উপর। আমরা মনে করছি আপনি কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) জন্য আবেদন করেছেন। কিন্তু আপনি জানেন না কৃষক বন্ধু টাকা আপনার একাউন্টে ঢুকছে কিনা । এই পোস্ট এর মাধ্যমে আমরা দেখে নেব কৃষক বন্ধু টাকা ঢুকছে কিনা ? কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে? কৃষক বন্ধু আইডি কিভাবে পাবেন ?কৃষক বন্ধু স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status Check) কিভাবে করতে হয়? কৃষক বন্ধু নামের লিস্ট ও কৃষক বন্ধু সুবিধাগুলি কি কি।

কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা কিভাবে বুঝবেন ?

আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন,জানেন না কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা। ভোটার কার্ডের মাধ্যমে কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা চেক করার জন্য পোস্ট টিকে ফলো করুন।

  1. প্রথমে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://krishakbandhu.net । krishak bandhu status step 1
  2. এরপর ওয়েবসাইট ওপেন হলে ওয়েবসাইট এর মধ্যে কিছু অপশন থাকবে এর মধ্যে নথিভুক্ত কৃষকের তথ্য নামে একটি অপশন থাকবে ,সেই অপশনটিতে ক্লিক করতে হবে।
  3. krishak bandhu status check step 2
  4. এরপর একটি নতুন পেজ ওপেন হবে।
  5. এরপর আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে এবং আই এম নট রোবট অপশনটিতে ক্লিক করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  6. krishak bandhu status 2023 step 3
  7. এরপর আপনার ডিটেলস শো করবে। যদি ট্রানজেকশন সাকসেসফুল দেখায় তাহলে আপনার একাউন্টে টাকা চলে এসেছে আপনাকে ব্যাংক একাউন্ট চেক করতে হবে।

আপনি এইভাবে কৃষক (Krishak Bandhu) বন্ধু টাকা ঢুকেছে কিনা তা চেক করতে পারেন।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে ?

কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) কৃষকরা দুটি কিস্তিতে টাকা পায়। প্রধানত খরিপ শস্য ও রবি শস্য চাষের সময় চাষীদের চাষের সুবিধার জন্য এই টাকা দেওয়া হয়। এক একর জমির জন্য বর্ষাকালীন চাষ করার জন্য দু হাজার টাকা এবং শীতকালীন চাষ করার জন্য দু হাজার টাকা, মোট চার হাজার টাকা দেওয়া হয়। যদি জমির পরিমাণ বেশি হয় তাহলে পাঁচ হাজার করে বর্ষাকালীন চাষ এবং শীতকালীন চাষ এর জন্য দেওয়া হয়। মোট ১০ হাজার টাকা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Payment Date) দেওয়ার তারিখ হল জুন মাস এবং দ্বিতীয় কিস্তি দেওয়ার তারিখ হল নভেম্বর মাস।

কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্পগুলির মধ্যে হলো আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card)এবং আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট(Ayushman Bharat Health Account)। আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে চাইলে এই লিংকে ক্লিক করুন। 2023 আয়ুষ্মান ভারত কার্ড (ABHA) অনলাইনে আবেদন করুন। 2023 Ayushman Bharat Card Apply Online.

কৃষক বন্ধু আইডি কিভাবে পাবেন ?

আপনি যদি কৃষক বন্ধু আবেদন করে থাকেন তাহলে আপনার কাছে একটি আইডি নম্বর থাকবে। আপনি যদি আইডি নম্বরটি ভুলে যান বা হারিয়ে গিয়ে থাকে তাহলে তাহলে আপনি কৃষক বন্ধু (Krishak Bandhu) ওয়েব সাইটে গিয়ে আইডি নম্বরটি পেতে পারেন। কিভাবে কৃষক বন্ধু আইডি পাবেন তার সমস্ত তথ্য দেওয়া হল।

  1. আপনাকে প্রথমে মাটির কথা এই ওয়েবসাইটটিতে যেতে হবে।
  2. krishak bandhu status online step 1
  3. ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর কৃষক বন্ধু নামে একটি অপশন থাকবে। সেই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. krishak bandhu status online step 2
  5. এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনাকে নথিভূক্ত কৃষকের তথ্য নামে একটি অপশন থাকবে সেই অপশনটিতে ক্লিক করতে হবে।
  6. এরপর একটি নতুন পেজ ওপেন হবে,যেখানে আপনার ভোটার আইডি দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  7. এরপর আপনার ডিটেলস করবে যেখানে আপনার কৃষক বন্ধুর আইডি নম্বর দেখাবে।

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা গুলি কি?

কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) সুবিধা গুলি বিস্তারিত সমস্ত তথ্য দেওয়া হল।

  • এই প্রকল্পে কৃষক বন্ধুদের বছরে 10000 এবং ন্যূনতম বছরে 4000 টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়।
  • কৃষক বন্ধু (Krishak Bandhu) অধীনে ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোন ব্যক্তির মৃত্যু হলে সেই ব্যক্তির পরিবার কৃষক বন্ধু ডেথ বেনিফিট পাবেন।
  • কোন কৃষক বন্ধু (Krishak Bandhu Death Benefit) মৃত্যু হলে তার পরিবার দু লক্ষ টাকা পাবেন।
  • কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ভোগী ব্যক্তিদের জন্য শস্য বীমা প্রিমিয়াম দেওয়া হবে।
  • কোন ব্যক্তির মৃত্যুর পর ১৫ দিন পর্যন্ত বীমা ক্রেডিট দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সমস্ত মানুষ যাতে চিকিৎসার সুযোগ পান তার জন্য চালু করেছেন স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card)। স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) এর স্ট্যাটাস চেক করার জন্য এই লিংকে ক্লিক করুন। স্বাস্থ্য সাথী কার্ড চেক 2023। Swasthya Sathi Card check online 2023।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক কিভাবে করবেন ?

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status Check) করার সমস্ত তথ্য দেওয়া হল।

  1. প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে।ওয়েবসাইটটি হলো https://krishakbandhu.net
  2. krishak bandhu death benefit step 1
  3. এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার লগইন আইডি পাসওয়ার্ড দিতে হবে এবং লগইন বাটনে ক্লিক করতে হবে।
  4. krishak bandhu login step 2
  5. এরপর একটি নতুন পেজ ওপেন হবে।যেখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফ্রম এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  6. এরপর আপনার সামনে কৃষক বন্ধু স্ট্যাটাস (Krishak Bandhu Status) শো করবে।

FAQ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করবেন? এবং স্ট্যাটাস চেক কিভাবে করবেন ?

  1. কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন লাইন নম্বর কি?
  2. A:কৃষক বন্ধু প্রকল্পের হেল্প লাইন নম্বর হল 8597974989 / 6291720406 Time: 10am - 6pm।

  3. কৃষক বন্ধু নামের লিস্ট কিভাবে পাবো?
  4. A:কৃষক বন্ধু নামের লিস্ট পেতে হলে প্রথমে আপনাকে কৃষক বন্ধু অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং তারপর আপনাকে কৃষক বন্ধুর নামের লিস্ট ডাউনলোড করতে হবে।

  5. কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে?
  6. A:কৃষক বন্ধু প্রকল্পের টাকার প্রথম কিস্তি জুন মাসে এবং দ্বিতীয় কিস্তি নভেম্বর মাসে দেওয়া হয়।

  7. কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটটি কি?
  8. A:কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট টি হল https://krishakbandhu.net

  9. কৃষক বন্ধু প্রকল্পের হেল্প লাইন মেইল এড্রেসটি কি?
  10. A:কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন মেইল এড্রেস টি হল krishak.bandhu@ingreens.in

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান