পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কৃষকদের আর্থিক সহায়তা দেবার জন্য একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের নাম হল কৃষক বন্ধু।
পশ্চিমবঙ্গে এটি একটি জনপ্রিয় প্রকল্প যেখানে কৃষকরা আর্থিক সহযোগিতা পান। এই প্রকল্পের অন্তর্ভুক্ত একজন কৃষক 60 বছরের আগে
মৃত্যু হলে সরকার তার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় ,এছাড়া নিজের নামে জমি না থাকলেও এই স্কিমে মধ্যে আপনি বছরে চার
হাজার থেকে 10 হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
2023 এর নিয়মে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন পত্র
কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফরমটি আপনারা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পেতে পারেন অথবা আমরা আমাদের পেজ এ
ফরমটি দিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পত্র কিভাবে পূরণ করবেন তা আমরা বিস্তারিতভাবে দিলাম।
ব্যক্তিগত তথ্য :
- নাম - নাম এর জায়গায় ইংরেজিতে বড় হাতের আবেদনকারীর নাম লিখতে হবে।
- নাম - এই নামের জায়গায় আবেদনকারীর পর্যায় যে নাম আছে তার লিখতে হবে।
- বাসস্থান বা ঠিকানা - আবেদনকারীর গ্রামের নাম এখানে লিখতে হবে।
- গ্রাম পঞ্চায়েত - আবেদনকারীর গ্রাম পঞ্চায়েতের অধীনে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে।
- পোস্ট অফিস - আবেদনকারী যে পোস্ট অফিস এর অধীনে বসবাস করেন সেই পোস্ট অফিসের নাম এখানে লিখতে হবে।
- ব্লক - আবেদনকারী যে ব্লকের অধীনে বসবাস করেন সেই ব্লকের নাম লিখতে হবে।
- থানা - আবেদনকারী যে থানার অধীনে বসবাস করেন সেই থানার নাম দিতে হবে।
- জেলা - আবেদনকারী যে জেলার অধীনে বসবাস করেন সেই জেলার নাম দিতে হবে।
- পিন কোড - আবেদনকারী বাসস্থানের পিনকোড এখানে লিখতে হবে।
- পিতা বা স্বামীর নাম - আবেদনকারীর পিতা বা স্বামী নাম এখানে দিতে হবে।
- জন্মতারিখ - আবেদনকারীর জন্ম তারিখ এখনে বসাতে হবে।
- বয়স - 1/1/2023 এরমধ্যে আবেদনকারীর কত বয়স হবে তা এখনে বসাতে হবে।
- লিঙ্গ - আবেদনকারী পুরুষ এবং মহিলা হলে মহিলা অন্যান্য হলে অন্যান্য বক্সের মধ্যে ঠিক করতে হবে।
- শ্রেণী - আবেদনকারী যদি জেনারেল কাস্ট হন তাহলে সাধারণে টিক মার্ক দেবেন যদি তপশিলী উপজাতি হন তাহলে উপজাতির মধ্যে টিকমার্ক দেবেন।
- কৃষকের ধরন - আবেদনকারী যদি মালিক হন তাহলে মালিককে টিক মার্ক দেবেন যদি বর্গাকার হন তাহলে বর্গাকার ঠিকদেবেন যদি পাট্টাদার হন তাহলে পাট্টাদার এ দেবেন।
- মোবাইল নম্বর - ব্যাংক একাউন্ট ও আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটি এখানে লিখতে হবে।
- বিকল্প মোবাইল নম্বর - আপনার কাছে যদি বিকল্প কোনো মোবাইল নম্বর থাকে তাহলে সেটি এখানে লিখতে হবে।
- আধার কার্ডের নম্বর - আপনার আধার কার্ডের নম্বর টি এখনে বসাতে হবে (এটি বাধ্যতামূলক)।
- ভোটার কার্ডের নম্বর - আপনার ভোটার কার্ডের নম্বরটি এখনে বসাতে হবে( এটি বাধ্যতামূলক)।
কৃষি জমির তথ্য :
কৃষি তথ্য বক্সের মধ্যে আপনার যে জমি রয়েছে সেই জমি দাগ অনুযায়ী লিখতে হবে
- ক্রমিক নম্বর - ক্রমিক নম্বর এর জায়গায় আপনার এক দিতে হবে।
- জেলা - আপনার জেলার মধ্যে অন্তর্ভুক্ত সেখানে তার নাম দিতে হবে।
- ব্লক - আপনার জমিটি যে ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত সেই ব্লকের নাম দিতে হবে।
- মৌজা - আপনার জমিটি যে মৌজা অন্তর্ভুক্ত সে মৌজার নাম দিতে হবে।
- জে এল নম্বর - আপনার জমিটি যে জেল নম্বর আছে সেটি লিখতে হবে।
- খতিয়ান নম্বর - আমরা জমির খতিয়ান নম্বর টি এখানে লিখতে হবে।
- চাষযোগ্য জমির পরিমাণ - আপনার যার জমি রয়েছে তার মধ্যে কতটা আপনি চাষ করেন সেই জমির পরিমাণ এখানে দিতে হবে।
ব্যাংকের তথ্য :
- ব্যাংক একাউন্ট অনুযায়ী নাম - আপনার ব্যাংকে যে নামে ব্যাংক একাউন্ট খোলা রয়েছে সেই নামটি এখানে লিখতে হবে।
- অ্যাকাউন্ট নম্বর - আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এখানে লিখতে হবে।
- আইএফএসসি - আপনার ব্যাংকে যে আইএফএসসি কোড আছে সেই আইএফএসসি কোড এখানে লিখতে হবে।
- ব্যাংকের নাম - যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে লিখতে হবে।
- ব্রাঞ্চের নাম - আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে।
- একাউন্টের ধরন - সাধারণত সেভিংস একাউন্ট হয় যদি আপনার সেভিংস একাউন্ট হয়ে থাকে তাহলে সেভিংস একাউন্ট বক্সে টিক মার্ক দিন।
- ব্যাংক এর সংযুক্ত নথি - ব্যাঙ্ক ডকুমেন্ট হিসাবে যেই নথি দিতে চাইছেন সেই নদীর উপর টিক দিন ব্যাংকের পাস বই হলে পাস বই বক্সে টিক মার্ক দিন।
মনোনীত ব্যাক্তির তথ্য :
- নমিনির নাম - আপনার অবর্তমানে আপনি যাকে নমিনি করতে চাইছেন তার নাম এখানে লিখতে হবে।
- আবেদনকারীর সাথে সম্পর্ক - যিনি আবেদন করছেন তার সাথে যাকে নমিনি করছেন তার সম্পর্ক এখানে লিখতে হবে।
- নমিনির পিতা বা স্বামী নাম - আবেদনকারী যাকে নমিনি করছেন তার পিতার নাম বা স্বামীর নাম এখানে লিখতে হবে।
- জন্মতারিখ - নমিনির জন্ম তারিখ এখানে লিখতে হবে।
- বয়স - এখানে নমিনির বয়স লিখতে হবে।
- নমিনির অভিভাবকের নাম - নমিনির বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে এখানে নমিনির গার্জেন বা অভিভাবক যিনি রয়েছেন তার নাম লিখতে হবে।
এরপর আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে যেখানে বলা থাকবে আমি এতদ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোন জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্প নথিভূক্ত জন্য আবেদন করিনি
- উপরোক্ত কৃষিজমি আমি - এখানে আপনি যার কাছ থেকে জমি পেয়েছেন তার নাম দিতে , যদি উত্তরাধিকারসূত্রে পেয়ে থাকেন তাহলে আপনার বাবা-মা ঠাকুরদার নাম দিতে হবে।
- উত্তরাধিকার ক্রয় উপহার দান অন্যান্য - আপনি কীভাবে এই জমিটির পেয়েছেন সেটি এখানে লিখতে হবে উপহার হলে উপহারে লিখতে হবে ক্রয় করে থাকলে ক্রয় লিখতে হবে দান হিসেবে পেয়ে থাকলে দান লিখতে হবে। উত্তরাধিকারসূত্রে পেয়ে থাকলে উত্তরাধিকার লিখতে হবে।
- তার বিবরণ যদি থাকে - যদি এর আগে আপনি কৃষক বন্ধু আবেদন করে থাকেন তার কেবি আইডি এখানে লিখতে হবে।
- ভোটার কার্ড নম্বর - আপনার ভোটার কার্ডের নম্বর এখানে লিখতে হবে।
- আধার নম্বর - আপনাকে আপনার আধার কার্ড নম্বর এখানে লিখতে হবে।
- তারিখ - এখানে যে ডেটে আপনি ফরম ফিলাপ করেছেন সেই ডেটের তারিখ দিতে হবে।
- আবেদনকারীর স্বাক্ষর - যিনি আবেদন করছেন তার স্বাক্ষর এখানে করতে হবে।
প্রাপ্তি স্বীকার :
এখানে আপনাদের কিছু ফিলাপ করতে হবে না ,আপনি যখন দুয়ারে সরকার এ ফরমটি ফিলাপ করে জমা দিতে যাবেন সেখানে যে
অফিসাররা থাকবে তিনি এই জায়গাটি ফিলাপ করে আপনাদেরকে কেটে ফেরত দিয়ে দেবে।
আপনারা অবশ্যই এই পার্টিকে যত্ন করে রেখে দেবেন ভবিষ্যতের আপনার ফরমটি কে স্ট্যাটাস জানতে কাজে লাগবে।
যদি আপনার নিজের জমি হয় তাহলে আপনাকে আর পরের Annexure -IB ফরমটি ফিলাপ করার প্রয়োজন
নেই এই ফরমের সাথে ডকুমেন্ট নিয়ে দুয়ারে সরকার অফিসারের কাছে ফরম জমা দিয়ে দিন।
Annexure -IB :
যে আবেদনকারীদের নিজের নামে জমি নেই তাদেরকে এই ফরমটি ফিলাপ করতে হবে।
যদি নিজের নামে জমি থাকে তাহলে এই ফরমটি ফিলাপ করার প্রয়োজন নেই। যেসব ব্যক্তির পর্চা বা রেকর্ড হয়নি তাদের এই ফরমটি ফিলাপ
করতে হবে। তথ্যমিত্র আপনাদেরকে সাহায্য করে এই ফরমটি ফিলাপ করতে | চলুন আপনারা দেখে নিই কীভাবে ফরমটি ফিলাপ করতে হয়।
- আমি - এখানে আবেদনকারীর নাম বড় হাতের ইংরেজিতে লিখতে হবে।
- পিতা বা স্বামী - আবেদনকারীর পিতা বা স্বামীর নাম এখানে লিখতে হবে।
- গ্রাম - আপনি যে গ্রামে বসবাস করছেন সেই গ্রামের নাম লিখতে হবে।
- পঞ্চায়েত - আপনি যেই গ্রাম পঞ্চায়েতের অধীনে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে।
- ব্লক - যে ব্লকের অধীনে আপনি বসবাস করছেন সেই ব্লকের নাম লিখতে হবে।
- থানা - যে থানার অধীনে আপনি বসবাস করেন থানার নাম লিখতে হবে।
- জেলা - যে জেলার অধীনে বসবাস করেন সে জেলার নাম লিখতে হবে।
এরপর আবেদনকারীকে তার জমির তথ্য নথিভুক্তকরণ হবে আবেদনকারী যদি মালিক হন তাহলে মালিকের জায়গায় টিক দিতে হবে যদি
বর্গাদার উত্তরাধিকারসূত্রে পান তাহলে সেই জায়গায় টিক দিতে হবে এবং একর এ জমির পরিমাণ লিখতে হবে।
- ক্রমিক সংখ্যা - এখানে লিখবেন।
- ব্লক - ব্লক জমি আছে সেই ব্লকের নাম লিখতে হবে।
- মৌজা - যে মৌজার অধীনে আপনার জমি আছে সে মৌজার নাম লিখতে হবে।
- জে এল নম্বর - জমির জে এল নম্বর সেটি এখানে লিখতে হবে।
- খতিয়ান নং - আপনার জমির খতিয়ান নম্বর এখানে লিখতে হবে।
- দাগ নম্বর - আপনার জমির দাগ নম্বর এখানে লিখতে হবে।
- চাষযোগ্য জমির - আপনি যতটা জমি চাষ করছেন সেই জমির পরিমাণ এখানে লিখতে হবে।
এরপর আবার একটা ডিক্লেয়ারেশন আছে সেখানে বলা হচ্ছে আমি এতদ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্প সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি।
এই ফর্মে যেই যেই ডকুমেন্টগুলি জমা দেবেন সেই বক্স গুলিতে টিক মার্ক দিন।
- প্রথম বক্সে পর্যায়ের নথিভূক্ত ব্যক্তির নাম অর্থাৎ আপনি যদি উত্তরাধিকারসূত্রে জমিটি পেয়ে থাকেন তাহলে আপনার বাবার নাম লিখতে হবে
এবং সম্পর্ক আপনার সাথে আপনার বাবার সম্পর্ক এখানে লিখতে হবে।
- দ্বিতীয় বক্সে বর্গা রেকর্ড নথিভূক্ত ব্যক্তির নাম এখানে লিখতে হবে খতিয়ান নম্বর এর জায়গায় আপনার খতিয়ান নম্বর লিখতে হবে।
- তৃতীয় বক্সে রেকর্ড পর্চা না হয়ে থাকলে দলিল নম্বর দিয়ে যদি আপনার আবেদন করেন তাহলে এখানে দলিল নম্বর লিখতে হবে।
- চতুর্থ ঘরে মিউটেশন সার্টিফিকেট যদি আপনি ফরমের সাথে মিউটেশন সার্টিফিকেট দেন তাহলে এই বক্সে ক্লিক করবেন।
- পঞ্চম বক্সে মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদন পত্রের রশিদ যদি আপনাদের থাকে তাহলে এই বক্সে টিক মার্ক দিতে হবে।
- ষষ্ঠ বক্সে জমির পাট্টা যদি থেকে থাকে তাহলে এই বক্সে লিঙ্ক দিতে হবে। এইভাবে আপনাদের আবেদনপত্রের সাথে যে
ডকুমেন্টটি আপনি দেবেন সেই বক্স এ টিক দিয়ে দিন।
এরপর একটি ডিক্লেয়ারেশন থাকবে যেখানে বলা আছে আবেদনকারী যদি কোন ভুল তথ্য দেন তাহলে আইন
অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং যদি কোন টাকা পেয়ে থাকেন সেই টাকাও ফেরত দিতে হবে।
এই ডিক্লারেশনের নিচে
- স্থান - এর জায়গায় আপনি যেখানে বসবাস করেন তার জায়গার নাম দিতে হবে।
- তারিখ - যেই তারিখে আপনি ফরম জমা দিচ্ছেন সেই তারিখটি দিতে হবে।
- স্বাক্ষর - আবেদনকারীর স্বাক্ষর এখানে করতে হবে।
তাহলে ফরমটি পূরণ হয়ে যাবে এবং এ ফরমটি দুয়ারে সরকার যে ক্যাম্প হয় সেখানে গিয়ে জমা দিতে হবে।
যেসব ব্যক্তিদের নিজের নামে জমি আছে তাদের প্রথম পেজ টি ফিলাপ করে ডকুমেন্ট নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। যেসব ব্যক্তিদের নিজের নামে জমি নেই
পর্চা হয়নি বা রেকর্ড হয়নি তাদের Annexure -IB ওয়ান ফরমটি ফিলাপ করতে হবে দুটো ফরম ফিলাপ করে এর সাথে ডকুমেন্ট নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে।
কি কি ডকুমেন্ট লাগবে?
2023 সালের নতুন নিয়মে কৃষক বন্ধু প্রকল্পের যেসব ডকুমেন্টগুলি দিতে হবে সেগুলো আমরা জেনে নেব।
- সম্প্রতি চাষ জমির পর্চা।
- বৈধ ভোটার কার্ড।
- বৈদ্য আধার কার্ড
- ব্যাংক একাউন্ট বা বাতিল চেক।
- পাসপোর্ট সাইজের সাম্প্রতিক একটি ছবি।
- চালু একটি মোবাইল নম্বর।
কৃষক বন্ধু ফর্ম টির সাথে এই ডকুমেন্টগুলি জেরক্স করে জেরক্স আবেদনকারীর স্বাক্ষর করে কমিটির সাথে এটাচ করে দুয়ারে সরকারি অফিসার থাকবেন তার
কাছে জমা দিতে হবে। কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ওয়েবসাইটটিকে রেগুলার ফলো করুন।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra