রান্নার গ্যাস সংক্রান্ত

২০২৩ - ২০২৪ নতুন এলপিজি গ্যাস (Lpg Gas) কানেকশন।

24TH SEPTEMBER, 2023 by J Kamilya
LPG Gas Connection Photo

বর্তমান দৈনন্দিন জীবনে এলপিজি গ্যাস(Lpg Gas) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু । ভারত সরকার এলপিজি গ্যাস এর উপর ভর্তুকি দিয়ে থাকে । ভারতের সমস্ত পরিবার এলপিজি গ্যাস (Lpg Gas)ব্যবহার করতে পারেন। আপনি যদি একটি নতুন এলপিজি গ্যাস (Lpg Gas)কানেকশন নেবার কথা ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না কোন কোম্পানির এলপিজি গ্যাস (Lpg Gas) কানেকশন নেওয়া আপনার জন্য ভালো তাহলে এই পোস্টটি ফলো করুন । এই পোস্টটির মাধ্যমে দেখে নেব প্রধান এলপিজি গ্যাস (Lpg Gas) প্রোভাইডার কি কি আছে । এলপিজি গ্যাস (Lpg Gas) ব্যবহার করার সুবিধা কি ? নিউ রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে ?

ভারতে প্রধান এলপিজি কোম্পানিগুলি কি কি ?

ভারতে যে সমস্ত প্রধান এলপিজি (Lpg Gas) কোম্পানি আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি হলো 1.ইন্ডিয়ান গ্যাস । 2.এইচপি গ্যাস । 3. ভারত গ্যাস । 4. রিলায়েন্স গ্যাস ।

  • ইন্ডিয়ান গ্যাস (Indian Gas) :
  • ইন্ডিয়ান গ্যাস (Indian Gas) হল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানির মধ্যে অন্যতম একটি কোম্পানি । ইন্ডিয়ান গ্যাস ভারতের সমস্ত মানুষদের জন্য উপলব্ধ ইন্ডিয়ান গ্যাস তাদের গ্রাহকদের জন্য ভর্তুকি যুক্ত গ্যাস সংযোগ প্রদান করে বিভিন্ন সরকারি প্রকল্পে ছাড় এই কোম্পানির মাধ্যমে পাওয়া যায়, গ্রাহকদের মোবাইলের মধ্যে এবং এপ্লিকেশন নাম্বার এর মাধ্যমে ইন্ডিয়ান গ্যাস বুক করা যায় । আপনি কোন সমস্যা ছাড়াই গ্যাস বুক করতে পারেন, তার জন্য এই লিংকে ক্লিক করে সমস্ত তথ্য জেনে নিন ।

  • এইচপি গ্যাস (HP Gas) :
  • এইচপি বা হিন্দুস্তান পেট্রোলিয়াম(Hindustan Petroleum) ভারতের সংস্থাগুলির মধ্যে একটি অন্যতম গ্যাস সংস্থা । এই সংস্থা ভারতের সমস্ত লোকেদের গ্যাস প্রদান করে এইচপি গ্যাস সংস্থা ভারত সরকারের প্রদত্ত সমস্ত রকম ভর্তুকি প্রদান করে এই কোম্পানি ভারতের যেকোন স্থানে তাদের গ্যাস সার্ভিস প্রদান করে । এইচপি গ্যাস সিলিন্ডার দেশের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারেন । এইচপি গ্যাস বুকিং করার সমস্ত তথ্য জানার জন্য এই লিংকে ক্লিক করুন।

  • ভারত গ্যাস (Bhrat Gas) :
  • ভারত গ্যাস (Bhrat Gas) হল গ্যাস কোম্পানি গুলির মধ্যে একটি অন্যতম কম্পানি । এই কোম্পানি ভারতের সমস্ত জায়গায় গ্যাস প্রদান করে ভারত গ্যাস তাদের গ্রাহকদের সুবিধার জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে এবং এর সাথে অফলাইন পরিষেবা প্রদান করে । ভারত গ্যাসের নতুন সংযোগ করার জন্য অল্প কিছু নথির প্রয়োজন হয় গ্যাস দেশের যেকোনো স্থানে স্থানান্তরিত করা সম্ভব । ভারত গ্যাস বুকিং এর সমস্ত তথ্য জানার জন্য এই লিংকে ক্লিক করুন ।

  • রিলায়েন্স গ্যাস (Reliance Gas) :
  • গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান এর মতো শহরে তাদের পরিষেবা প্রদান করে । রিলায়েন্স গ্যাস এর নতুন কানেকশন নেবার জন্য অনলাইনে আবেদন করতে পারেন । রিলায়েন্স গ্যাস এর নতুন কানেকশন নেবার সমস্ত তথ্য জানার জন্য এই লিংকে ক্লিক করুন।

এলপিজি এর সুবিধা গুলি কি কি ?

অন্যান্য যে সমস্ত জ্বালানি আছে তাদের মধ্যে এলপিজি (Lpg Gas) এর সুবিধা অনেক। এই সুবিধা গুলি নিচে উল্লেখ করা হলো।

  1. অন্যান্য জ্বালানির তুলনায় এলপিজি গ্যাসের ক্লিন এর কোন ঝামেলা থাকে না।
  2. এলপিজি সমস্ত রকম জ্বালানিতে ব্যবহার করা যায়।
  3. এলপিজি পরিবেশের জন্য অত্যন্ত অনুকূল।
  4. অন্যান্য জ্বালানির তুলনায় রক্ষণাবেক্ষণ কম।
  5. এলপিজ গ্যাস স্টোর করা অত্যন্ত সহজ।

নতুন এলপিজি কানেকশন নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?

একটি নতুন এলপিজি গ্যাস (Lpg Gas) সংযোগ করার জন্য গ্রাহকদের নথি প্রয়োজন হয় আবেদনপত্রের সাথে যে সমস্ত নথি প্রয়োজন হয় তা দেওয়া হল।

পরিচয় প্রমাণপত্র :

নতুন গ্যাস (Gas) কানেকশন নেওয়ার জন্য পরিচয় প্রমাণপত্র হিসেবে নিম্নলিখিত নদীগুলি মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে পারেন।

  • আধার কার্ড।
  • প্যান কার্ড।
  • পাসপোর্ট।
  • ড্রাইভিং লাইসেন্স।
  • ভোটার কার্ড।

অ্যাড্রেস প্রমাণপত্র :

নতুন গ্যাস (Gas)কানেকশন নেবার জন্য গ্রাহকদের যে নথীর প্রয়োজন হয় আবেদনপত্রের সাথে যে সমস্ত নথি প্রয়োজন হয় তা দেওয়া হল।

  • ড্রাইভিং লাইসেন্স।
  • পাসপোর্ট।
  • আধার কার্ড।
  • ইলেকট্রিক বিল।
  • ব্যাংক পাসবুক।

FAQ নতুন এলপিজি গ্যাস (Lpg Gas) কানেকশন।

  1. অনলাইন এ নতুন গ্যাস কানেকশন এর বুকিং স্ট্যাটাস চেক করার পদ্ধতি কি কি ?
  2. A: বুকিং স্ট্যাটাস চেক করার জন্য কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে।

  3. অনলাইনে গ্যাস রিফিল করার জন্য বুকিং করা সম্ভব ?
  4. A: হ্যাঁ সম্ভব সম্ভব আপনি অনলাইনে গ্যাস রিফিল করার জন্য বুক করতে পারেন।

  5. গ্যাস সিলিন্ডারে সাথে প্রদান করা ফি এর মধ্যে ডেলিভারি চার্জ অন্তর্ভুক্ত থাকে কি ?
  6. A: না গ্যাস সিলিন্ডার ডেলিভারির টাকা অন্তর্ভুক্ত থাকে না।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান