পরিবহন সংক্রান্ত

কিভাবে পশ্চিমবঙ্গে অনলাইন ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালএর জন্য আবেদন করবেন?

7th Jan, 2023 by J Kamilya
online driving license renewal

ভারতে চালকের লাইসেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি ।ভারতে গাড়ি চালানোর জন্য একটি বৈধ লাইসেন্স এর প্রয়োজন। লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কোন গাড়ি চালাতে পারবেন না। আপনি যদি লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা মেয়াদ শেষ হয়ে যাওয়া লাইসেন্স নিয়ে গাড়ি চালান তাহলে জরিমানা দিতে হতে পারে। চলুন আপনারা দেখেনি কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হয়।

  1. প্রথমে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন। ওয়েবসাইটটি হল । www.parivahan.gov.in ।
  2. এরপর শীর্ষে অপশন গুলির মধ্যে অনলাইন সার্ভিস এর অধীনে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস অপশনে ক্লিক করুন।
  3. online driving license renewal step 1
  4. এরপর একটি পেজ ওপেন হবে সেখানে নিজের রাজ্যের নাম সিলেক্ট করুন। আপনি যদি ওয়েস্টবেঙ্গল রাজ্যে বসবাস করেন তাহলে ওয়েস্টবেঙ্গল টি সিলেক্ট করুন।
  5. online driving license renewal step 2
  6. এরপর শীর্ষে অপশন গুলির মধ্যে ড্রাইভিং লাইসেন্স এর অধীনে সার্ভিস অন্ড ডি এল অপশনে ক্লিক করুন।
  7. online driving license renewal step 3
  8. এরপর এরপর একটি পেজ ওপেন হবে নীচে স্ক্রোল করুন।
  9. online driving license renewal step 4
  10. আপনি যদি ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল জন্য আবেদন করেন এবং আপনার বয়স যদি 40 বছরের বেশি হয়, তাহলে অনুগ্রহ করে একজন অনুমোদিত এমবিবিএস ডাক্তার দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত ফর্ম 1-A সহ প্রস্তুত থাকুন৷ এবং আপনি যদি ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল জন্য আবেদন করেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্সে যানবাহনের পরিবহন বিভাগ রয়েছে, তাহলে অনুগ্রহ করে একজন অনুমোদিত নিবন্ধিত এমবিবিএস ডাক্তার দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত ফর্ম 1-A সহ প্রস্তুত থাকুন৷
  11. online driving license renewal step 5
  12. এরপর নীচে স্ক্রোল করুন এবং "Continue" ট্যাবে ক্লিক করুন।
  13. online driving license renewal step 6
  14. পরবর্তী পৃষ্ঠায়, আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য, জন্ম তারিখ এবং "ক্যাপচা" বসানোর পর 'Get GL Details' বাটনে ক্লিক করুন।
  15. online driving license renewal step 7
  16. পরবর্তী পেজে আপনার ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দেখতে পাবেন লাইসেন্স টির মধ্যে কি কি গাড়ি অ্যাড আছে এছাড়া কোন ভেহিকেল কতদিন ভ্যালিডিটি আছে সব কিছু দেখতে পারবেন।
  17. এরপর নিচের দিকে আসতে হবে স্ট্রেট অপশন নিজস্ব স্টেট সেটিকে সিলেক্ট করতে হবে এবং RTO অপশন থেকে নিজের RTO নাম সেটিকে সিলেক্ট করতে হবে এবং "Continue" বাটনে ক্লিক করতে হবে।
  18. এরপর নিচের দিকে পার্মানেন্ট এড্রেস নামে একটি ফ্রম থাকবে এই ফর্মটা ফিলাপ করে নিতে হবে যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট এড্রেস একই হয় তাহলে সেম আজ পার্মানেন্ট এড্রেস সিলেক্ট করতে হবে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
  19. এরপর রিনুয়াল অফ ডি এল এই অপশনটি সিলেক্ট করতে হবে এবং প্রসিড বাটনে ক্লিক করতে হবে।
  20. এরপর বাঁদিকে আই হেয়ার বাই এই অপশনটি সিলেক্ট করতে হবে এবং ক্যাপচার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  21. এরপর একটি একনলেজমেন্ট স্লিপ ওপেন হবে এই একনলেজমেন্ট স্লিপ অবশ্যই প্রিন্ট আউট করে নিতে হবে ।
  22. এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  23. পরবর্তী পেজ আসার পর আপলোড ডকুমেন্ট সিলেক্ট করতে হবে এবং প্রসিড বাটনে ক্লিক করতে হবে
  24. পরবর্তী পেজ আসার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  25. আমাদের পরবর্তী পেজ আসার পর ওকে বাটনে ক্লিক করতে হবে ।
  26. এরপর রিকোয়ার্ড ডকুমেন্ট নামে একটি পেজ ওপেন হবে এই পেজ এর অ্যাড্রেস proof মেডিক্যাল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স আপলোড সম্পূর্ণ হলে নেক্সট বাটন এ ক্লিক করতে হবে ।

ফিজ পেমেন্ট

অ্যাপ্লিকেশন ফর্ম পুরণ হয়েগেলে পেমেন্ট অপশন আসবে। অনলাইন ড্রাইভিং লাইসেন্স এর রিনুয়াল এর খরচ 200 টাকা ।এই পেমেন্ট আপনি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারেন। কিভাবে পেমেন্ট করবেন তার সমস্ত তথ্য দেওয়া হল ।

  • পেমেন্ট করার জন্য প্রসিড বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর একটি নতুন পেজ ওপেন হবে ওই পেজের মধ্যে ফ্রি এমাউন্ট দেওয়া থাকবে।
  • এরপর পেমেন্ট অপশন আসবে ব্যাংক গেটওয়ে এবং ক্যাপচার কোড বসানোর পর Pay Now অপশন এ ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে আই এগ্রি টু দা টার্ম এন্ড কন্ডিশন সিলেক্ট করতে হবে প্রসেস ফর পেয়ে বাটনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে ট্রানজেকশন ডিটেলস থাকবে এর পর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে।
  • একটি নতুন পেজ ওপেন হবে সেখানে ক্যাপচা কোড বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর পেমেন্ট এর জন্য একটি এসবিআইয়ের পেজ ওপেন হবে ডিটেলস পূরণ করে Pay Now অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনার পেমেন্ট প্রসেস সম্পন্ন হবে।

প্রেমেন্ট সম্পন্ন হওয়ার পর লাইসেন্স বাড়িতে পৌঁছাতে এক সপ্তাহের সময় লাগে। ড্রাইভিং লাইসেন্স পোস্ট এর মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই সময়ের মধ্যে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে।স্ট্যাটাস চেক করার জন্য আমাদের ওয়েবসাইট থেকে ফলো করুন। আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra


লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।



Comments

উপরে যান