ভারতবর্ষের রাস্তায় যে কোন ধরনের মোটরযান চালানোর জন্য চালকের লাইসেন্স একটি অপরিহার্য নথি। চালকের লাইসেন্স একটি গুরুত্বপূর্ণ নথি। চালকের লাইসেন্স না থাকলে পাবলিক এলাকায় গাড়ি চালানো নিষেধ। আঞ্চলিক পরিবহন অফিস (RTO) বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদান করে। এক জন আবেদনকারীর প্রথমে একটি লার্নার লাইসেন্স প্রয়োজন। একজন আবেদনকারীর কিভাবে Online Larner License আবেদন করবেন সেই বিষয়ের সম্পূর্ণ প্রয়োজনীয় তথ্য দেওয়া হল |
অ্যাপ্লিকেশন ফর্ম পুরণ হয়েগেলে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে । ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাকে ‘Age Proof’ এবং ‘Address Proof’ এর ডকুমেন্ট নিজের কাছে রাখতে হবে। ‘Age Proof’ হিসাবে আপনি ভোটার কার্ড দিতে পারেন এবং ‘Address Proof’ হিসাবে আধার কার্ড এর একটি পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল নিজের কাছে রেখে দিন । তারপর ডকুমেন্টস আপলোড প্রসেস শুরু করুন। ডকুমেন্ট আপলোড প্রসেস শুরু করার জন্য সমস্ত তথ্য দেওয়া হল।
ওয়েস্টবেঙ্গল এ অনলাইন লার্নার লাইসেন্স এর অ্যাপ্লিকেশন খরচ240 টাকা । এই পেমেন্টে আপনি অনলাইনে করতে পারেন। অনলাইনে পেমেন্ট করার জন্য সমস্ত তথ্য দেওয়া হল।
পেমেন্ট সম্পন্ন হলে আপনাকে স্লট বুকিং করতে হবে।স্লট বুকিং এর জন্য আপনি যেই ডেটে পরীক্ষা দিতে চান সেই ডেট এবং টাইম অনুযায়ী স্লট বুকিং করবেন।স্লট বুকিং করার জন্য সমস্ত তথ্য দেওয়া হল।
পেমেন্ট এবং টেস্ট স্লট বুকিং সম্পূর্ণ হলে, যেই ডেটে আপনি টেস্ট স্লট বুকিং করবে সেই ডেটে আপনাকে এক্সাম দিতে যেতে হবে । এক্সাম দেওয়ার পর আপনি এক সপ্তার মধ্যে আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন । এই লার্নার লাইসেন্স এর ভ্যালিডিটি ছয় মাস থাকবে । আপনার লাইসেন্সটি পাওয়ার 30 দিনের মধ্যে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য এপ্লাই করতে হবে। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স অনলাইনে কিভাবে এপ্লাই করতে হয় জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি রেগুলার ফলো করুন। আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra