পরিবহন সংক্রান্ত

অনলাইনে একটি লার্নার ড্রাইভিং লাইসেন্স এর আবেদন স্থিতি কিভাবে পরীক্ষা করবেন 2023 সালের নতুন নিয়মে?

19th Dec, 2022 by J Kamilya

ভারতে একটি ড্রাইভিং লাইসেন্স থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের লাইসেন্স প্রদানের দায়িত্ব থাকে ভারতের প্রতিটি জেলার আরটিও অফিস। একজন আবেদনকারী ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়ায় উত্তীর্ণ হয় তখন আরটিও অফিস আবেদনকারীর কাছে লাইসেন্স প্রদান করে দুই সপ্তাহের মধ্যে এবং আবেদনকারীর দেওয়া ঠিকানায় ড্রাইভিং লাইসেন্স পৌঁছাতে প্রায় 30 দিন সময় লাগে। আপনি যদি একটি নতুন লার্নার লাইসেন্স এর জন্য আবেদন করে থাকেন ,তাহলে আপনি অনলাইনে আপনার লার্নার লাইসেন্স এর আবেদন স্থিতি পরীক্ষা করতে পারেন । কিভাবে আপনি অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদন স্থিতি পরীক্ষা করবেন তার সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

Online Larner License Application form

  1. প্রথমে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন। ওয়েবসাইটটি হল www.parivahan.gov.in
  2. এরপর শীর্ষে অপশন গুলির মধ্যে অনলাইন সার্ভিস এর অধীনে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস অপশনে ক্লিক করুন।
  3. driving learning licence online apply
  4. এরপর একটি পেজ ওপেন হবে সেখানে নিজের রাজ্যের নাম সিলেক্ট করুন।
  5. learner license apply
  6. এরপর উপরের ডানদিকে "অ্যাপ্লিকেশন স্ট্যাটাস" ট্যাবে ক্লিক করুন।
  7. Learner license west bengal
  8. এরপর প্রয়োজনীয় বিবরণ লিখুন যেমন, "আবেদন নম্বর", "জন্ম তারিখ", সাবমিট বাটনে ক্লিক করুন।
  9. Learner license west bengal
  10. পরের পৃষ্ঠায় আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদনের সমস্ত তথ্য এবং অবস্থা দেখতে পাবেন।

চাইলে আপনি পৃষ্ঠা প্রিন্ট আউট করতে পারেন অথবা কোন ভুল থাকলে সংশোধন করতে পারেন। আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra


লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।



Comments

উপরে যান