ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী আধার প্যান লিংক থাকা বাধ্যতামূলক। আমরা অনেকেই জানিনা যে আমাদের আধার এবং প্যান কার্ড এ লিংক আছে কিনা । ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি চেক করে নিতে পারেন আপনার আধার এবং প্যান্ট লিংক আছে কিনা । আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য প্রথমে আধার কার্ডের সাথে আপনার ভ্যালিড একটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে । ভারত সরকারের নতুন ঘোষণা অনুযায়ী প্যান কার্ডের সাথে আধার কার্ড এর লিংক এর সময়সীমা বাড়ানো হয়েছে । নতুন ঘোষণা অনুযায়ী আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করা লাস্ট ডেট টি হলো 30 June 2023। আমরা দেখে নিই অনলাইনে কিভাবে আধার এবং প্যান লিংক চেক করতে হবে(How to check aadhaar and pan card link?) ।
দুই রকম ভাবে আধার প্যান্ লিংক করা সম্ভব ।
- ইনকাম ট্যাক্স এর ওয়েবসাইট এর মাধ্যমে ।
- SMS এর মাধ্যমে ।
How to check aadhaar link with pan card into the income tax websites.
চলুন আমরা দেখে নিই কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক স্ট্যাটাস চেক করতে হয়। নিচে সম্পূর্ণ পদ্ধতি দেওয়া হল ।
- প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইট টি তে যেতে হবে ওয়েবসাইট টি হল ।
https://www.incometax.gov.in/iec/foportal/
-
এরপর লিঙ্ক আধার স্ট্যাটাস নামে একটি পেজ ওপেন হবে ।এই পেজের মধ্যে প্যান নাম্বার এবং আধার নম্বর দেবার বক্স থাকবে যেখানে আপনাকে পেন নাম্বার এবং আধার নম্বর দিতে হবে ।
-
এরপর লিঙ্ক আধার স্ট্যাটাস নামে একটি পেজ ওপেন হবে ।এই পেজের মধ্যে প্যান নাম্বার এবং আধার নম্বর দেবার বক্স থাকবে যেখানে আপনাকে পেন নাম্বার এবং আধার নম্বর দিতে হবে ।
-
এরপর এই পেজ এর নিচের দিকে ভিউ লিংক আধার স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে ।
-
এরপর আপনার স্কিনে একটি মেসেজ চলে আসবে যেখানে লেখা থাকবে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক আছে কিনা ।
Aadhar card pan card Link status Check through SMS
চলুন আমরা দেখে নিই কিভাবে আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করতে হয়। নিচে সম্পূর্ণ পদ্ধতি দেওয়া হল
-
প্রথমে আপনার ফোনের মেসেজ এর মধ্যে যেতে হবে।
-
এরপর মেসেজ বক্সের মধ্যে লিখতে হবে UIDPAN <12 digit Aadhaar number> < 10 digit PAN number>।
-
এরপর মেসেজ সেন্ড করতে হবে‘567678’ or ‘56161’. এই নাম্বারে ।
-
এরপর সরকারি অফিস থেকে মেসেজ পাঠানোর জন্য অপেক্ষা করতে হবে ।
-
এএরপর আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক হয়ে থাকলে গভার্নমেন্ট থেকে আপনার ফোনে একটি মেসেজ পাঠানো হবে যেখানে লেখা থাকবে আধার ইতিমধ্যে আইটিডি ডেটাবেজ প্যান নম্বরের সাথে যুক্ত আমাদের পরিষেবা গুলি ব্যবহার করার জন্য ধন্যবাদ।
-
আর প্যান আধারের সাথে লিংক যদি না থাকে তাহলে গভারমেন্ট থেকে একটি মেসেজ পাঠানো হয় ,যেখানে লেখা থাকে আইটিডি ডাটাবেসে আধার প্যান এর সাথে যুক্ত নয় আমাদের পরিষেবা গুলি ব্যবহার করার জন্য ধন্যবাদ।
এই দুটি নিয়মে আপনি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক স্ট্যাটাস চেক করতে পারেন । আপনি যদি নতুন প্যান কার্ড তৈরি করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra