পাসপোর্ট (passport) হলো একটি ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট। আপনি যদি দেশের বাইরে ভ্রমণ করেন বা চাকরি সূত্রে বা পড়াশোনা সূত্রে দেশের বাইরে যেতে চান তাহলে পাসপোর্ট(passport) একটি গুরুত্বপূর্ণ নথি, পাসপোর্ট (passport)না থাকলে আপনি দেশের বাইরে যেতে পারবেন না। এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কিভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট এপ্লিকেশন (Passport Application) করতে হয়,এবং কিভাবে পাসপোর্ট সেবা (Passport Seva) পটালে পাসপোর্ট লগইন করতে হয়। পাসপোর্ট ফটো সাইজ কত?
পাসপোর্ট সেবা ফোটালে পাসপোর্ট লগ ইন (Passport login) কিভাবে করবেন?
-
পাসপোর্ট এপ্লিকেশন(Passport Application) করার জন্য প্রথমে পাসপোর্ট সেবা (Passport Seva)অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পাসপোর্ট লগইন (Passport Login) করতে হবে।পাসপোর্ট লগইন (Passport Login) করার জন্য ওয়েবসাইট টি হল
www.passportindia.gov.in/
-
আপনি যদি প্রথমবার আবেদন করছেন তাহলে আপনাকে প্রথমে লগইন আইডি তৈরি করতে হবে। পাসপোর্ট লগইন(Passport Online) আইডি তৈরি করার জন্য নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
-
নিউ ইউজার রেজিস্ট্রেশন নামে একটি নতুন পেজ খুলে যাবে। এই পেজের মধ্যে একটি ফর্ম থাকবে যেখানে আপনার কাছাকাছি যে পাসপোর্ট অফিস আছে তার নাম সিলেক্ট করতে হবে এবং নাম,
ডেট অফ বার্থ, মেইল নাম্বার, এবং পাসওয়ার্ড ও অন্যান্য অপশনগুলি পূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশনসম্পূর্ণ হবে।
-
নিউ রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার মেইল আইডিতে একটি ভেরিফিকেশনের জন্য একটি লিংক পাঠানো হবে আপনাকে এই লিংক এ ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার ইউজার আইডি বসাতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার পাসপোর্ট লগইন(passport Login) রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।
অনলাইনের মাধ্যমে পাসপোর্ট এপ্লিকেশন।
- পাসপোর্ট এপ্লিকেশন (Passport Application) করার জন্য প্রথমে পাসপোর্ট সেবা (passport Seva) অফিসিয়াল ওয়েবসাইট টিতে যেতে হবে। ওয়েবসাইটটি হল
www.passportindia.gov.in/
-
এরপর পাসপোর্ট সেবা (passport Seva) পেজটি ওপেন হবে যেখানে একজাস্টিং ইউজার লগইন অপশন এ ক্লিক করতে হবে।
-
এরপর লগইন আইডি বসানোর পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
-
তারপর পাসওয়ার্ড ও ক্যাপচার কোড বসানোর পর লগইন বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর এপ্লিকেশন হোম নামে একটি পেজ ওপেন হবে।
-
এরপর এপ্লাই ফর ফেস পাসপোর্ট রি ইসু অফ পাসপোর্ট এই অপশনে ক্লিক করতে হবে।
-
এরপর এপ্লাই ফর পাসপোর্ট নামে একটি পেজ ওপেন হবে। অনলাইন এ পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য ক্লিক হেয়ার টু ফিল দা অ্যাপ্লিকেশন ফর অনলাইন এই অপশনে ক্লিক করতে হবে।
-
এরপর আরপিও সিলেকশন নামে একটি পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আপনার স্টেট এবং ডিসট্রিক্ট সিলেক্ট করতে হবে।
-
এরপর পাসপোর্ট টাইপ নামে একটি পেজ ওপেন হবে যেখানে কিছু অপশন থাকবে প্রেস পাসপোর্ট করার জন্য ফেস পাসপোর্ট অপশনে ক্লিক করতে হবে।
টাইপ অফ অ্যাপ্লিকেশনে নরমাল সিলেক্ট করতে হবে এবং টাইপ অফ পাসবুক ৩৬ পেজ সিলেক্ট করতে হবে। এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর অ্যাপ্লিকেশন ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে যেখানে একটি ফরম থাকবে এই ফর্মের মধ্যে আপনার নিজস্ব তথ্য পূরণ করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর ফ্যামিলি ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে যেখানে বাবার নাম, মায়ের নাম, এবং লিগ্যাল গার্ডেন নাম বসাতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর প্রেজেন্ট রেসিডেন্ট এড্রেস নামে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার বাড়ির অ্যাড্রেস, পিন কোড, মোবাইল নাম্বার, মেইল আইডি বসাতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর ইমার্জেন্সি কন্টাক নামে একটি পেজ ওপেন হবে যেখানে নাম এড্রেস মোবাইল নাম্বার মেইল আইডি বসাতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর আইডেন্টিটি সার্টিফিকেসন পাসপোর্ট ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে এখানে নতুন পাসপোর্ট এর জন্য এপ্লাই করতে সব অপশনগুলি নো করে দিতে হবে। এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর আধার ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে যেখানে কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলি আনসার ইয়েস অথবা নো অপশন সিলেক্ট করে দিতে হবে। এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর পাসপোর্ট ডিটেলস ভেরিফিকেশন নামে একটি পেজ ওপেন হবে এই পেজ এর মধ্যে সম্পূর্ণ ডিটেলস থাকবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর সেলফ ডিক্লারেশন নামে একটি পেজ ওপেন হবে যেখানে প্রুফ অফ বার্থ এবং প্রুফ অফ রেসিডেন্ট এই অপশন গুলি সিলেক্ট করতে হবে প্লেস এবং ডেট বসাতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে, এরপর আপনাকে পেমেন্ট করতে হবে।
-
পেমেন্ট করার জন্য পে এন্ড সিডিউল অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করতে হবে।
-
এরপর নামে চুজ পেমেন্ট মোড নামে একটি পেজ ওপেন হবে যেখানে পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
পেমেন্ট সম্পূর্ণ হলে schedule appportment নামে একটি পেজ ওপেন হবে এখানে নেক্সট বাটন এ ক্লিক করতে হবে।
-
এরপর লোকেশন সিলেক্ট করতে হবে এবং ক্যাপচা কোড বসাতে হবে ও নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর পেএন্ড বুক এপয়েন্টমেন্ট নামে একটি পেজ ওপেন হবে এখানে ডেট বুক করার জন্য 1500 টাকা দিতে হবে এবং ডেট সিলেক্ট করতে হবে পে এন্ড বুক টি তে ক্লিক করতে হবে। পেমেন্ট করার পর একটি একনলেজমেন্ট স্লিপ শো করবে এই স্লিপটি ডাউনলোড করে নেবেন তাহলেই যে ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তা বুক হয়ে যাবে।
যে ডেটে আপনি এপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডেটে পাসপোর্ট অফিসে যেতে হবে এবং প্রুফ হিসাবে যে ডেট অফ বার্থ এড্রেস প্রুফ অরজিনাল নিয়ে যেতে হবে। পাসপোর্ট অফিস এর সমস্ত ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেলে একটি স্লিপ আপনাকে দেয়া হবে।
এরপর পুলিশ ভেরিফিকেশন হবে।পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হলে কিছুদিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পাসপোর্ট চলে আসবে। ভারতের একটি পাসপোর্টের বৈধতা 10 বছর। পাসপোর্ট এক্সপার হয়ে যাবার আগে অবশ্যই আপনাকে পাসপোর্টটি রিনিউ করতে হবে।
আপনি যদি রিনিউ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।
FAQ 2023 এ অনলাইনে কি করে পাসপোর্ট এপ্লিকেশন করবেন?
- পাসপোর্ট ফটো সাইজ কত?
A:পাসপোর্ট সেবা ফটো সাইজ হলো 4.5 x 3.5 cm
- পাসপোর্ট তৈরির জন্য ওয়েবসাইটটি কি?
A:পাসপোর্ট সেবা অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://www.passportindia.gov.in/
- পাসপোর্ট তৈরি করতে কত টাকা লাগবে?
A:পাসপোর্ট সেবা থেকে পাসপোর্ট তৈরি করতে 36 পেজের জন্য 1500 টাকা লাগবে 60 পেজের জন্য 2000 টাকা লাগবে।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra