ব্যাংকিং সংক্রান্ত

কিভাবে PF একাউন্ট থেকে অনলাইনে টাকা তুলবেন ?

10TH MARCH, 2023 by J Kamilya

কখনো আমাদের জরুরি কাজের জন্য টাকা প্রয়োজন হয়, তখন সেভিংস আমাদের সব থেকে বেশি কাজে আসে। যদি আপনি কোন জায়গায় কাজ করেন এবং প্রতিমাসে আপনার সেলারি থেকে পিএফ রূপে কিছু টাকা কাটা হয়। সেই টাকা আপনার পিএফ অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়ে থাকে। আপনার পিএফ একাউন্ট এ জমা করা টাকা আপনার প্রয়োজন নে আপনার কাজে আসতে পারে। আপনি চাইলে আপনার পিএফ একাউন্ট এর পুরো টাকা তুলে নিতে পারেন। পিএফ একাউন্ট এর পুরো টাকা তুলে নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে।

বিষয় গুলি হল :

  1. যদি আপনি এক এর বেশি কোম্পানিতে কাজ করেছেন এবং আপনার আলাদা আলাদা পিএফ একাউন্ট খোলা হয়ে থাকে, তাহলে সবার প্রথমে আপনাকে সমস্ত পিএফ একাউন্ট এর টাকা Current PF Account এ ট্রানস্ফার করতে হবে। যদি আপনি Old PF Account এর টাকা কারেন্ট পিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার না করে থাকেন।সে ক্ষেত্রে আপনার Old PF Account এর টাকা আটকে যেতে পারে। আপনার পিএফ একাউন্ট এর পুরো টাকা তোলার জন্য এই বিষয় টি কে লক্ষ্য রাখতে হবে।আপনি পিএফ পাসবুক এর মাধ্যমে বিষয়টি চেক করতে পারেন।
  2. পিএফ একাউন্ট এর পুরো টাকা তোলার জন্য সার্ভিস এর মধ্যে যে কোম্পানি গুলিতে আপনি কাজ করেছেন তার Date Of Exit যেন বসানো থাকে। পিএফ একাউন্ট এর পুরো টাকা তোলার জন্য এপ্লাই করতে পারেন যখন আপনি চাকরি ছেড়ে দেবেন এবং দু মাসের বেশি সময় হয়ে যাওয়ার পর।
  3. আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা জরুরি | না হলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে না।
  4. পিএফ একাউন্ট থেকে টাকা তোলার জন্য কেওয়াইসি আপডেট এবং এক্টিভেট থাকা জরুরি।

PF Withdrawal Process online.

চলুন আমরা দেখে নেই কিভাবে অনলাইনে পি এফ এর পুরো টাকা জন্য অ্যাপ্লিকেশন করতে হয় | নিচে সম্পূর্ণ পদ্ধতি দেওয়া হল।

  1. প্রথমে পিএফ এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট টি হল https://www.epfindia.gov.in
  2. epfindia website
  3. PF এর ওয়েবসাইট টি ওপেন হবার পর তার ডান দিকে অনলাইন ক্লাইম মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে।
  4. pf withdrawal process step 2
  5. এরপর পেজটি ওপেন হলে পেজটির ডানদিকে ইউএন নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচার বসাতে হবে এবং সাইন-ইন বাটনে ক্লিক করতে হবে।
  6. pf withdrawal process step 3
  7. এরপর PF Member Portal টি লগ ইন হয়ে যাবে।
  8. pf withdrawal process step 4
  9. টাকা তোলার আগে কেওয়াইসি আপডেট এবং অ্যাপ্রুভ আছে কিনা চেক করতে হবে।
  10. pf withdrawal process step 5
  11. কেওয়াইসি চেক করার জন্য আপনাকে প্রথমে ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে।এরপর কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে।কেওয়াইসি তে ক্লিক করা হলে কেওয়াইসি এর একটি পেজ ওপেন হবে । এই পেজের মধ্যে কারেন্ট অ্যাক্টিভ কেওয়াইসি বলে একটি বক্স থাকবে। তার মধ্যে আপনার আধার প্যান এবং ব্যাংক ডিটেইলস থাকবে। আপনাকে চেক করতে হবে স্ট্যাটাসে জায়গায় যেন অ্যাপ্রুভ থাকে যদি না থাকে তাহলে অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সাধারণত ডকুমেন্ট এড করার 24 ঘণ্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়।
  12. এরপর অনলাইন সার্ভিস অপশনের মধ্যে ক্লেম অপশনটিতে ক্লিক করতে হবে।
  13. pf withdrawal process step 8
  14. অনলাইন একটি পেজ ওপেন হবে এই পেজের মধ্যে মেম্বার ডিটেলস নামে একটি বক্স থাকবে যার মধ্যে আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ মোবাইল নম্বর থাকবে ডিটেলস গুলি চেক করে নেবেন।
  15. pf withdrawal process step 9
  16. এরপর কেওয়াইসি ডিটেলস নামে একটি বক্স থাকবে যার মধ্যে আধার নম্বর প্যান নম্বর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড থাকবে।
  17. pf withdrawal process step 10
  18. এরপর ব্যাংক একাউন্ট এর জায়গায় যে ব্যাংক একাউন্টে আপনি কেওয়াইসি তে ভেরিফিকেশন করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি বসাতে হবে এবং ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে।
  19. এরপর একটি ওয়ার্নিং মেসেজ শো করবে যেখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে।
  20. pf withdrawal process step 12
  21. এরপর নিচের দিকে প্রসেস ফর অনলাইন ক্লেম বাটনে ক্লিক করতে হবে।
  22. pf withdrawal process step 13
  23. এরপর পিএফৌদলের একটি পেজ ওপেন হবে এই পেজটির মধ্যে আপনার মোবাইল নম্বর নম্বর নম্বর ডিটেলস থাকবে এবং আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর অপশন থাকবে আপনি কিসের জন্য এপ্লাই করতে চাইছেন তা দিতে হবে যেখানে পিএফ উইথড্রল অপশনটি সিলেক্ট করতে হবে।
  24. এরপর আপনার সার্ভিস যদি শেষ হয়ে যায় তাহলে অ্যান্ডয়েড থাকবে এবং আই ওয়ান্ট টু অ্যাপ্লাই মধ্যে চারটি অপশন থাকবে আপনার পিএফ এবং পেনশনের পুরো টাকা তোলার জন্য অনলি সিলেক্ট করতে হবে।
  25. এরপর কিছু অপশন চলে আসবে তার মধ্যে আপলোড ফ্রম 15জি নামে একটি অপশন থাকবে ফ্রম 15 জি একটি ডিসক্লেইমার ফ্রম যেটি ব্যবহার হয় যখন আপনার সার্ভিসের পাঁচ বছর এর কম বা আপনার যে এমাউন্ট তুলতে চাইছেন তার 50 হাজারের বেশি হয় তাহলে আপনার এমাউন্টের আপনি যদি আপনার কেওয়াইসি আপডেট না থাকে তাহলে এই টিডিএস 35 শতাংশ পর্যন্ত কাটতে পারে এইটা থেকে বাঁচার জন্য ফরম ফি দিতে হয় ফরম ফিলাপ করার পর আপলোড করতে হয়।
  26. এরপর এমব্রেস নামে একটি ফ্রম থাকবে যার মধ্যে আপনাকে এড্রেস দিয়ে দিতে হবে।
  27. এরপর আপলোড স্ক্যান কঁপি অফ চেক পাসবুক এই অপশন থাকবে যার মধ্যে থেকে 50 এর মধ্যে আপনার ব্যাংকের পাসবুক ছেক এর স্ক্যান কপি আপলোড করতে হবে।
  28. এরপর নিচের দিকে আসতে হবে এবং হাই আই হ্যাভ এ কন্সার্ন ফর নামে একটি অপশন থাকবে চেক বক্সে এরমধ্যে ঠিক করতে হবে এবং গেট আধার ও টি পি তে ক্লিক করতে হবে।
  29. আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ইন্টার ইন্টার নামে একটি বক্স থাকবে যেখানে বসাতে হবে এবং অপশনে ক্লিক করতে হবে তাহলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে | যদি আপনি অ্যাপ্লিকেশন পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে PDF বাটনে ক্লিক করুন।

এপ্লিকেশন সাবমিট হয়ে যাবার সাত দিনের মধ্যে আপনার পি এফ এর টাকা ব্যাংক একাউন্টে চলে আসবে। এই সময়ের মধ্যে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে।স্ট্যাটাস চেক করার জন্য আমাদের ওয়েবসাইট থেকে ফলো করুন ।আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra


লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।



Comments

উপরে যান