পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) হলো দীর্ঘমেয়াদি একটি স্কিম। কেন্দ্র সরকার অর্থ মন্ত্রক এর দ্বারা ১৯৬৮ সালে এই স্কিম জনসাধারণের সামনে নিয়ে আসেন। পিপিএফ হলো আপনার সঞ্চয়ের উপর করমুক্ত একটি নিরাপদ সুদ অর্জনের পদ্ধতি। আজকে আমরা এই পোস্টটির মাধ্যমে জেনে নেব পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) কি ? পাবলিক প্রভিডেন্ট ফান্ড(Public Provident Fund) এর সুবিধা গুলি কি কি? পিপিএফ(PPF) এর সুদের হার কত ? পিপিএফ একাউন্ট (PPF Account) খোলার জন্য কি কি প্রয়োজনীয় নথি প্রয়োজন ?
পিপিএফ একাউন্ট হলো কম ঝুঁকির একটি দীর্ঘ মেয়াদী সঞ্চয় স্কিম। পিপিএফ হল কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রণালয়ের দ্বারা প্রদত্ত একটি বিনিয়োগ প্রকল্প যা গ্রাহকদের একটি আয়ের পাশাপাশি তাদের সঞ্চয়ের উপর করমুক্ত করে। একজন ব্যক্তি একটি পিপিএফ একাউন্ট খুলতে পারেন। কোন রকম যৌথ একাউন্ট খুলতে পারবেন না । একজন ব্যক্তি অ্যাকাউন্ট এর জন্য একজন নমিনি যোগ করতে পারেন । পিপিএফ অ্যাকাউন্ট এর সময়সীমা হল 15 বছর এবং এই একাউন্টে প্রতি পাঁচ বছর মেয়াদ করে বাড়ানোর সুবিধা আছে।
পিপিএফ একাউন্ট (PPF account) জনপ্রিয় হওয়ার কারণটি হল এটি একটি দীর্ঘ মেয়াদী ট্যাক্স ফ্রি নিরাপদ প্রকল্প। ভারত সরকার আপনার টাকার বিনিয়োগের নিশ্চয়তা প্রদান করে। ভারত সরকার প্রতি মে মাসে পিপিএফ একাউন্ট (PPF account)এর সুদের হার নির্ধারণ করে । পিপিএফ একাউন্ট প্রকল্প অন্যান্য যেকোনো বিনিয়োগ প্রকল্প থেকে বেশি সুবিধা জনক এবং রিস্ক থাকে না। এই প্রকল্প আয়কর এর আইনের ধারা 80C এর অধীনে করমুক্ত থাকে এবং পিপিএফ থেকে পাওয়া সুদের ও কোনরকম কর প্রদান করার প্রয়োজন হয় না।
পিপিএফ একাউন্ট (PPF account) স্কিম সাধারণ জনসাধারণের কাছে খুবই জনপ্রিয় একটি স্কিম।এই প্রকল্পের কেন্দ্র সরকারের দ্বারা প্রদত্ত প্রকল্প হবার জন্য অনেক সুবিধা আছে । পিপিএফ (PPF) স্কিমের সুবিধা গুলি বিস্তারিত দেওয়া হল।
কেন্দ্র সরকারের বাজেট পেশ করার সময় পিপিএফ একাউন্ট এর সুদের পরিমাণ নির্ধারণ করে। কেন্দ্র সরকার কিন্তু বর্তমান সময়ে সুদের হার কমে দাঁড়িয়েছে ৭.১% আপনার টাকার সুদের হার ক্যালকুলেট হয় প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে ।কেন্দ্র সরকারের সুদের হার বারা বা কমার সমস্ত তার নিয়ন্ত্রণ করে।
পিপিএফ আকাউন্ট (PPF account) খোলার জন্য যে প্রয়োজনীয় নথি প্রয়োজন হয় তার সমস্ত বিবরণ দেওয়া হল।
অনুগ্রহ করে মনে রাখতে হবে যে প্রমাণপত্র আপনি জমা দেবেন সেই প্রমাণপত্র গুলিতে আপনার স্বাক্ষর থাকতে হবে এবং অরজিনাল প্রমাণপত্র গুলিকে নিয়ে যেতে হবে।
A: পিপিএফ (PPF) অ্যাকাউন্ট এর ফুল ফর্ম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড।
A: পিপিপিএফ (PPF) এর ঋণের পেতে পারেন তিন থেকে ছয় মাস অ্যাকাউন্ট ধাড়িরা।
A: পিপিএফ (PPF) একাউন্ট এ ন্যূনতম ৫০০ টাকা জমা দেওয়া যায় ।
A: পিপিএফ এর একাউন্ট স্টেটমেন্ট আপনি অনলাইনের মাধ্যমে পেতে পারেন।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra