ড্রাইভিং লাইসেন্স টেস্ট (Driving License Test) এর জন্য একজন চালককে একটি পরীক্ষা দিতে হয়।
এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ড্রাইভিং লাইসেন্স পান। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল।
- ট্রান্সপোর্ট বা বাণিজ্যিক গাড়িকে কিভাবে চিনবেন ?
উ: গাড়ির নম্বর প্লেট দেখে।
- সামনের গাড়ি অতিক্রম করতে পারেন কোন দিকে ?
উ: ওই গাড়ির ডান দিকে।
- উল্টো দিক থেকে এগিয়ে আসা গাড়িকে যেতে দিতে হবে কোন দিকে ?
উ: আপনার ডান দিক দিয়ে।
- যখন একটি গাড়ি প্রহরীর ইন রেলওয় লেভেল ক্রসিং এর দিকে এগোচ্ছে তখন ক্রসিং পার হবার আগে গাড়ি চালকের কি করা উচিত ?
উ: গাড়িটিকে রাস্তার বাঁদিকে দাঁড় করাবেন তারপর গাড়ি থেকে নেমে রেললাইনের কাছে যাবেন এবং নিশ্চিত হবেন রেললাইনের কোন দিক থেকে কোন ট্রেন আসছে না।
- একটি গাড়ির চালক সামনের গাড়িটি কে অতিক্রম করতে পারবেন কখন ?
উ: যখন সামনের গাড়িচালক পিছনের গাড়িটি কে অতিক্রম করার সংকেত দেখাচ্ছেন।
- পিছন থেকে গাড়ি চালিয়ে অতিক্রম করা কি সব ক্ষেত্রে নিষিদ্ধ ?
উ: যখন অতিক্রম করা অন্য যানবাহনের পক্ষে বিপদজনক।
- চলন্ত গাড়িতে ওঠা এবং নামা ?
উ: সকল প্রকার গাড়িতে নিষেধ।
- যখন গাড়িতে জ্বালানির ভরা রয়েছে তখন কি করবেন না ?
উ: ধূমপান করবেন না।
- পথচারীদের রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট স্থান অপেক্ষা করছেন তখন আপনি কি করবেন ?
উ: গাড়ি থামাবেন পথচারীরা রাস্তা পার হয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন এবং তারপর এগিয়ে যান।
- যখন একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে কোন একটি মানুষ আহত হয়েছেন তখন আপনি কি করবেন ?
উ: আহত মানুষটি চিকিৎসার জন্য সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং 24 ঘন্টার মধ্যে সবচেয়ে কাছের থানায় যান।
- কোন গাড়ির ক্ষেত্রে রাস্তা করে দিতে হবে ?
উ: আপৎকালীন সংকেত যুক্ত গাড়ি।
- ট্রাফিক লাইটের লাল লাইট আলো মানে কি ?
উ: গাড়ি চালানো বন্ধ করতে হবে।
- রাস্তার বাকের মুখে এমন সময় পিছন দিক দিয়ে অতিক্রম করা কি ঠিক ?
উ: অনুমোদনযোগ্য নয়।
- মদ্যপান করে গাড়ি চালানো ?
উ: মস্ত গাড়িতে নিষেধ।
- মোবাইল ফোন ব্যবহার করা যাবে না কোন সময় ?
উ: গাড়ি চালানোর সময়।
- গাড়ির চালক হাতের তালু নিচের দিকে ডান হাত বাড়িয়ে তা বেশ কয়েকবার উঠাচ্ছেন এবং নামাচ্ছেন তাহলে আপনি বুঝবেন ?
উ: তিনি গাড়ির গতি কমাচ্ছেন।
- ইউটার্ন নেওয়ার সময় সংকেত কি হবে ?
উ: ডান দিকে ঘোরানো সংকেত।
- গিয়ার ছাড়া মোটরসাইকেল চালানোর লাইসেন্স এর জন্য সর্বনিম্ন বয়স কত ?
উ: 16 বছর ।
- মালবাহী গাড়ির কেবিনে যত সংখ্যক ব্যক্তি কে বহন করা যেতে পারে ?
উ: রেজিষ্ট্রেশন করতে যত সংখ্যক ব্যক্তির সংখ্যা নথিভুক্ত করা আছে।
- হ্যান্ড ব্রেক কখন করবেন ?
উ: গাড়িকে পার্ক করার সময়।
- যখন আপনার গাড়িকে অন্য গাড়ি ওভারটেক করছে তখন আপনি কি করবেন ?
উ: অন্য গাড়িকে ওভারটেক করার সময় বাধা দেবেন না।
- কোন পশুর দার দায়িত্বে থাকা ব্যক্তি যদি এই আশংকা হয় সেই পশু নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে সে ক্ষেত্রে তিনি গাড়ি থামানো অনুরোধ করলে কি করবেন ?
উ: চালক গাড়িটি থামাবেন।
- যখন একটি স্কুল বাস ছাত্র ওঠানো-নামানোর জন্য থেমে আছে তখন আপনি কি করবেন ?
উ: ধীরগতিতে সাবধানতার সঙ্গে এগিয়ে যান।
- সামনের গাড়িটি কে অতিক্রম করছে তখন আপনার কি করা উচিত ?
উ: অন্য গাড়িকে অতিক্রম করা উচিত না।
- পিছন থেকে সামনের গাড়িটি কে অতিক্রম করা নিষেধকোন সময় ?
উ: যখন সামনের রাস্তা স্পষ্ট রূপে দৃশ্যমান নয়।
- আপনি একটি সংকীর্ণ সেতুর দিকে গাড়ি নিয়ে এগোচ্ছেন অন্য একটি গাড়ি উল্টোদিকের সেতু তে ঢোকার মুখে তখন আপনি কি করবেন ?
উ: অন্য গাড়িটি সেতু পার হয়ে আসা অব্দি অপেক্ষা করুন এবং তারপর এগিয়ে যান।
- লার্নার লাইসেন্স এর বৈধতা কত মাস থাকে ?
উ: 6 মাস।
- ফুটপাত না থাকা রাস্তায় পথচারীরা কোনদিকে হাঁটবেন ?
উ: রাস্তার ডান দিকে হাঁটবেন।
- হাসপাতালে প্রবেশ মুখে গাড়ি পার্কিং করা ?
উ: অনুচিত।
- হর্ন বাজানো নিষেধ কোন কোন জায়গায় ?
উ: হাসপাতাল আদালতের কাছে।
- প্রত্যেক গাড়িকে প্রত্যেক ছয় মাস অন্তর ধোয়া পরীক্ষার প্রশংসা পত্র করে নিতে হয় কতদিন পর থেকে ?
উ: রেজিস্ট্রেশনের এক বছর পর থেকে।
- যখন গাড়ি হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে তখন উল্টো দিক থেকে একটি গাড়ি এগিয়ে এলে আপনি কি করবেন ?
উ: গাড়িটি অতিক্রম করে যাওয়া ওবদি অল্প আলোতে হেডলাইট জ্বালিয়ে রাখবেন।
- সামনের গাড়িকে ওভারটেক করার সময় এটা নিশ্চিত হতে হবে ?
উ: সামনের রাস্তায় স্পষ্টভাবে দৃশ্যমান এবং সামনের গাড়ি অতিক্রম করা নিরাপদ হবে।
- কোন হসপিটাল এর কাছে সামনের গাড়ি কে অতিক্রম করতে চাচ্ছেন তখন আপনি কি করবেন ?
উ: হন বাজাবেন না।
- হর্ন বন্ধকৃত গাড়ি প্রকাশ্য স্থানে অবহিত হওয়া ?
উ: বেআইনি।
- বাণিজ্যিক পরিবহন গাড়ি চালানোর জন্য লাইসেন্স সর্বনিম্ন বয়স কত ?
উ: কুড়ি বছর।
- গাড়ি পার্ক করে রাখার ক্ষেত্রে নিষিদ্ধ কোন জায়গা ?
উ: ট্রাফিক বাতিক আছে ।
- সামনের গাড়ি অতিক্রম করার ক্ষেত্রে নিষিদ্ধ কোন জায়গা ?
উ: সংকীর্ণ সেতু।
- অতিরিক্ত বেগে গাড়ি চালানো ?
উ: অপরাধ গাড়ি চালান চালানোর অনুমতি সামরিক বাতিল হতে পারে।
- জনো পরিষেবার গাড়ি চালানোর সময় ধূমপান করলে কি হতে পারে ?
উ: গাড়ি চালানোর লাইসেন্স বাতিল হতে পারে।
- পণ্যবাহী গাড়িতে অতিরিক্ত ভার চাপিয়ে চালালে কি হতে পারে ?
উ: গাড়ি চালানোর লাইসেন্স বাতিল হতে পারে।
- আপনি যখন কোন এমন রাস্তার মোড়ে এলেন যেখানে ট্রাফিক সিগন্যাল বা পুলিশ নেই তখন আপনি কি করবেন ?
উ: ওই মোড়ের দিকে আসছে এই সকল যান বাহন কে আপনার ডান দিকে রাস্তা করে দিন এবং প্রয়োজনীয় সংকেত দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান।
- যেই রাস্তায় একটানা হলুদ দাগ চিহ্নিত করা আছে সেখানে আপনি কি করবেন ?
উ: হলুদ রেখা অতিক্রম করা চলবে না।
- কোন পুলিশ আধিকারিক গাড়িটিকে আটক করতে পারেন কি কারনে ?
উ: যদি গাড়িতে কোন অনুমতি পত্র না থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স না থাকে।
- যখন হাতে সাদা লাঠি নিয়ে এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছেন তখন কি করবেন ?
উ: গাড়ির চালক ওই সাদা লাঠিকে গাড়ি থামানোর জন্য সংকেত হিসেবে বিবেচনা করবেন।
- যখন দুর্ঘটনার ফলে দ্বিতীয় পক্ষের সম্পদ ক্ষতিগ্রস্ত হয় তখন আপনি কি করবেন ?
উ: চালক সবচেয়ে কাছের পুলিশ থানায় 24 ঘন্টার মধ্যে জানাবেন।
- যখন অন্য গাড়ি আমাদের গাড়ি কে অতিক্রম করছে তখন কি করবেন ?
উ: নিজের গাড়ির গতি বেগ বাড়ানো চলবে না।
- প্রস্থান বাজার কোন প্রতিবাদ আন্দোলন প্রতীক যে কোন রাস্তায় ফেলে রেখে ওই স্থানে অন্য অসুবিধা সৃষ্টি করলে কি হবে ?
উ: গাড়ি চালানোর অনুমতি পত্র বাতিল হবে।
- গাড়ি চালানোর ক্ষেত্রে হয় গাড়ি চালানোর মানে কি ?
উ: একটি গাড়ির পিছনের দিকে অত্যন্ত কাছ থেকে বিপজ্জনকভাবে গাড়ি চালানো।
- মদ খেয়ে গাড়ি চালানোর সময় চালক ধরা পড়লে কি শাস্তি হতে পারে ?
উ: জেলার সময়সীমা 6 মাস হতে পারে অথবা দুই হাজার টাকা জরিমানা হতে পারে।
- সমস্ত গাড়ি কার আওতায় আশায় অবশ্যই দরকার ?
উ: তৃতীয় পক্ষ বীমা।
- যখন একটি অ্যাম্বুলেন্স আসছে তখন আপনি কি করবেন ?
উ: চালককে নিজের গাড়ির দিকে রাস্তার পাশে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিতে হবে।
- গাড়ির চালক সাধারণভাবে গাড়ি চালাবেন কোন দিকে ?
উ: রাস্তার মাঝ বরাবর।
- জেব্রারক্রসিং চিত্রে কাজ হল ?
উ: পথচারীদের রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট জায়গা।
- পিছনের দৃশ্যের জন্য আয়না ব্যবহার হয় কি কারনে ?
উ: পিছন থেকে এগিয়ে আসা গাড়ির উপর লক্ষ্য রাখার জন্য।
- ধোঁয়া পরীক্ষা ছাড়পত্র বৈধতা কত মাস ?
উ: মাস ।
- বাঁ দিকে ঘোরানো সময় দু চাকা গাড়ির চালক কি করবেন ?
উ: বাঁ দিকের ঘোরানোর সংকেত তার ডান হাতের দিয়ে দেখাবে ।
- কোন জায়গায় গাড়ি রাখা নিষিদ্ধ ?
উ: ফুটপাতের ওপর।
- যখন আপনি স্কুলের চিহ্ন দেখবেন তখন আপনি কি করবেন ?
উ: গাড়ি আস্তে চালান এবং সাবধানে এগিয়ে যান ।
- দু চাকার গাড়িতে দুজনের বেশি ব্যক্তি বহন করা ?
উ: আইন সম্মত নয়।
- যখন একটি মোটর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় তখন আপনার কি করা উচিত ?
উ: সবচেয়ে কাছের পুলিশ থানায় 24 ঘণ্টার মধ্যে জানাতে হবে।
- প্রকাশ্য স্থানে গাড়ি ফেলে রেখে অন্য গাড়ি অথবা যাত্রীদের অসুবিধা করলে কি হতে পারে ?
উ: গাড়ি চালানোর লাইসেন্স বাতিল বাতিল হতে পারে।
- যাত্রাপথ ছোটএই অজুহাতে ট্যাক্সিচালক যাত্রী প্রত্যাখ্যান করলে কি হতে পারে ?
উ: গাড়ি চালানোর লাইসেন্স বাতিল হতে পারে।
- ডাক্তারের চালক কাদের বহন করবেন না ?
উ: চালক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বহন করবেন না।
- কোন রাস্তায় উল্টো গিয়ার গাড়ি চালানো নিষেধ ?
উ: একমুখী রাস্তায়।
- সমস্ত গাড়ি কার আওতায় আশায় অবশ্যই দরকার ?
উ: তৃতীয় পক্ষ বীমা।
- পিছন থেকে চালিয়ে সামনের গাড়ি কে অতিক্রম করা উচিত নয় কোন সময় ?
উ: যখন খারাপ পাহাড়ি পথে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।
- থামার রেখা বলতে কী বোঝো ?
উ: রাস্তা সংযোগ অথবা পথচারীদের পারাপারের জায়গার কাছে সাদা বা হলুদ রঙের 5 সেমি চওড়া রেখা।
- যে গাড়ির টানছে এবং যে গাড়ি কে চালাচ্ছে তাদের মধ্যে সর্বোচ্চ দূরত্ব কত ?
উ: 5 মিটার।
- ট্রাফিক লাইট এ লাল লাইট জলে মানে কি ?
উ: গাড়ি থামানো এবং নিরাপদ মনে হলে গাড়ি নিয়ে এগিয়ে চলুন।
- 1988 সালের 1120 নম্বর ধারা অনুযায়ী মোটরগাড়ির কি করা চলবে না ?
উ: গাড়ির গতি সীমা ছাড়িয়ে চালানো চলবে না ।
- শাখা রাস্তা থেকে প্রধান রাস্তায় গাড়ি নিয়ে প্রবেশ করার সময় চালক কোন গাড়িকে অগ্রাধিকার দেবেন ?
উ: প্রধান রাস্তায় থাকা গাড়িকে অগ্রাধিকার দেবেন।
- কোন প্রকারের হন অনুমোদিত ?
উ: বৈদ্যুতিক।
- রাস্তার মোড়ে হলুদ বাতি জ্বলে থাকলে ওই দিকে এগিয়ে আসা গাড়ি কি করবেন ?
উ: গাড়ি চালানো বন্ধ করার জন্য গাড়ির গতি কমাবেন।
- যদি রাস্তাটি সাদা রঙের রেখা দ্বারা চিহ্নিত থাকে তখন কি করবেন ?
উ: প্রয়োজন বোধ করলে পথ পরিবর্তন করবেন।
- রক্ষণাত্মক গাড়ি চালানো কি ?
উ: রাস্তার সংকেত লুঙ্গি তো হবে কই আশঙ্কা যখন গাড়ির চালক এবং অন্যরা রাস্তার অন্য ব্যবহারকারীরা করছেন তখন সতর্ক তা ছাড়া গাড়ি চালানো।
- যেকোনো গাড়ির পক্ষে বিপদজনক কি ?
উ: আঁকাবাঁকা ভাবে গাড়ি চালানো।
- আপনার মোটরসাইকেলের লার্নার লাইসেন্স আছে ?
উ: আপনি মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে নির্দেশ পাওয়ার জন্য গাড়ি চালানোর বৈধ লাইসেন্স প্রাপ্ত কোন প্রশিক্ষক ছাড়া অন্য ব্যক্তিকে বহন করতে পারবেন না।
- সামনের গাড়িচালক পিছনের গাড়িকে অতিক্রম করার কোন সংকেত না দিলে কি করবেন ?
উ: আমরা সামনের গাড়ি কে অতিক্রম করবো না ।
- যখন কোন গাড়ি রাতে রাস্তার ধারে রাখা রয়েছে তখন কি করবেন ?
উ: গাড়ি দাঁড়িয়ে থাকা কালিন আলো (পার্কিং লাইট )জ্বালিয়ে রাখতে হবে।
- প্রাইভেট গাড়ির নথি সমূহ কি কি ?
উ: নিবন্ধ শংসাপত্র বীমা শংসাপত্র গাড়ি চালানোর অনুমতি পত্র ধোঁয়া পরীক্ষার ছাড়পত্র।
- পশ্চিমবঙ্গগের গাড়ির ক্ষেত্রে এককালীন কর হলো ?
উ: পাঁচ বছর ।
- যখন পিচ্ছিল রাস্তা সংকেত রাস্তায় দেখা যাবে তখন চালক কি করবেন ?
উ: গাড়ির গিয়ার পরিবর্তন করে গাড়ির গতি কমাতে হবে।
- আপনি যখন একটি রাস্তার মোড়ে যাচ্ছেন যেখানে হলুদ সংকেত বাতি জ্বলছে তখন আপনি কি করবেন ?
উ: গাড়ির গতি কমাতে হবে এবং গাড়ি নিয়ে যাওয়া নিরাপদ হবে এটা নিশ্চিত হলে তখনই গাড়ি নিয়ে এগিয়ে যান।
- প্রাইভেট গাড়িতে যতসংখ্যক যাত্রী বহনের অনুমতি দেওয়া থাকবে ?
উ: নিবন্ধ শংসাপত্র।
- সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত ?
উ: গতি অনুযায়ী নিরাপদ দূরত্ব ।
আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra