Provident Fund এটি একটি একাউন্ট, যেখানে আপনার বেতনের কিছু টাকা কেটে অটোমেটিক আপনার একাউন্টে চলে যায় । পিএফ একাউন্ট লং টাইম এর জন্য ব্যবহার হয় যাতে বয়স কালে আপনি এই টাকা ব্যবহার করতে পারেন।
ভারত সরকার এই একাউন্ট এর গ্যারান্টি নিয়ে থাকে। এই একাউন্ট রিস্ক ফ্রি হয়ে থাকে পিএফ একাউন্ট দুই প্রকারের হয় EPF এবং PPF।
- EPF (Employees Provident Fund) - যেসব ব্যক্তি চাকরি করেন তাদের জন্য EPF Account।
- 2.PPF (Public Provident Fund) - যেসব ব্যক্তি ব্যবসা বা সাধারণ যেকোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।
EPF Account এর Passbook কিভাবে চেক করতে হয় তা আমরা দেখে নেবো।
Provident Fund Balance Check
- Employe Provident Fund এর অফিসিয়াল ওয়েবসাইট টিকে ওপেন করতে হবে | ওয়েবসাইটটি হল
https://www.epfindia.gov.in
-
Employees Provident Fund এর ওয়েবসাইট টি ওপেন হবার পর ডানদিকে e-passbook একটি অপশন থাকবে ই পাসবুক অপশনে ক্লিক করতে হবে ।
-
এরপর EPF Passbook Login পেজ ওপেন হবে এই লগইন পেজে ইউএন নম্বর বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বসাতে হবে এবং পাসওয়ার্ড ও ক্যাপচা কোড বসানোর পর Login বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর মেম্বার পাসবুক এর একটি পেজ ওপেন হবে,যেখানে সিলেট মেম্বার আইডি একটি অপশন থাকবে ড্রপডাউন বাটনে ক্লিক করতে হবে।
ড্রপডাউন বাটনে ক্লিক করলে আপনার আইডি দেখা যাবে। যে মেম্বার আইডি পাসবুক আপনি দেখতে চাইছেন সেই
মেম্বার আইডি কে সিলেক্ট করতে হবে এবং Passbook বাটনে ক্লিক করতে হবে।
-
Apply For Learner Licence অপশনে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এখানে আপনাকে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার সমস্ত নির্দেশাবলী দেখানো হবে।
-
এরপর পাসবুক ওপেন হয়ে যাবে যেখানে আপনার পাসবুক এর সমস্ত ডিটেলস দেখতে পাবেন।
Passbook Download
যদি পাস বুক ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড পাসবুক বাটনে ক্লিক করুন তাহলে পাস বুক ডাউনলোড হয়ে যাবে। পাসবুক টি পিডিএফ আকারে ডাউনলোড হবে।
পাসবুক ডাউনলোড হয়ে গেলে আপনি ওপেন করে সমস্ত তথ্য দেখতে পারেন।
আপনি যদি ইপিএফ এর টাকা ক্লেম করতে চান তাহলে অনলাইনে কিভাবে এপ্লাই করতে হয় জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি রেগুলার ফলো করুন।
আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra