পশ্চিমবঙ্গ সরকার নাগরিকদের সুবিধার জন্য রেশন কার্ডকে অনলাইন (Ration Card Online) করে দিয়েছে । এখন রেশন কার্ড (Ration Card ) তৈরি জন্য নাগরিকদের আর সরকারি অফিসে যেতে হবে না। এখন রেশন কার্ডের (Ration Card ) সমস্ত কাজ অনলাইনে মাধ্যমে করা সম্ভব। আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের(Ration Card Apply) জন্য আবেদন করতে পারেন। আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করেন আপনার যদি রেশন কার্ড না থাকে তাহলে আপনি আমাদের এই পোস্টটি কে ফলো করুন। আমরা এই পোস্টটির মাধ্যমে দেখে নেব কিভাবে অনলাইনের মাধ্যমে রেশন কার্ড (Ration Card Online Apply)তৈরি করতে হয়। এবং রেশন কার্ড (Ration Card ) তৈরি করতে কি কি নথি লাগে। কারা আবেদন করতে পারবেন এবং রেশন কার্ডের (Ration Card Benefits) সুবিধা গুলি কি কি ?
কারা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন?
নতুন রেশন কার্ড (Ration Card )তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার কিছু মাপ দন্ড রেখেছে । এই মাপ দন্ড গুলির সমস্ত বিস্তারিত বিবরণ দেয়া হলো।
- পশ্চিমবঙ্গের রেশন কার্ড তৈরির জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
-
আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে।
-
শুধুমাত্র দরিদ্র সীমান্ত নিচে বসবাস করি পরিবার বিপিএল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন।
-
যদি কোন ব্যক্তি একটি রেশন কার্ড থাকে তাহলে তিনি নতুন রেশন কার্ড করার জন্য আবেদন করতে পারবেন না।
রেশন কার্ড এর যে যে ডকুমেন্ট প্রয়োজন।
পশ্চিমবঙ্গের নতুন রেশন কার্ড তৈরি করার জন্য যে নথি প্রয়োজন হয় তার সমস্ত তথ্য দেওয়া হল।
- ঠিকানার প্রমাণপত্র।
- পরিচয় প্রমাণপত্র।
- আপনার ইনকামের প্রমাণপত্র।
- মোবাইল নম্বর।
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
- ইমেইল এড্রেস।
- আপনার বয়সে প্রমাণপত্র।
পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সুবিধা গুলি কি কি?
পশ্চিমবঙ্গ সরকার নাগরিকদের ভিন্ন ভিন্ন রেশন কার্ড (Ration Card Benefits)প্রদান করে থাকে। দরিদ্র সীমার নিয়ে বসবাসকারী মানুষদের জন্য রেশন কার্ড খুবই মূল্যবান। রেশন কার্ড এর মাধ্যমে সরকার নাগরিকদের অল্প মূল্য রেশন প্রধান করে থাকে।
- কার্ড ছাড়া আপনি সরকার কর্তৃক কোনো অসুবিধা পাওয়া যায় না।
- পশ্চিমবঙ্গ সরকার খুবই অল্প মূল্যে ভালো মানের রেশন ও খাদ্য শস্য উপভোক্তাদের প্রদান করে থাকে।
- রেশন কার্ডটি সরকারি নথি হিসেবে কাজ করে।
- যেসব ছাত্ররা স্কুল থেকে বৃদ্ধি পায় তারা রেশন কার্ড ব্যবহার করে।
- রেশন কার্ড ধারীরা অনেক সরকারি পদে রেশন কার্ড ব্যবহার করে।
- রেশন কার্ড আপনার এই রাজ্যের নাগরিক হবার প্রমাণ।
- এবং গ্যাস সংযোগ পাওয়ার জন্য রেশন কার্ড ব্যবহার করা হয়।
কিভাবে রেশন কার্ডের জন্য আবেদন করবেন ?
নতুন রেশন কার্ড আবেদনের জন্য যে পদক্ষেপগুলি রয়েছে তার সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া হল।
-
প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://food.wb.gov.in/
-
এরপর নিচের দিকে নামলে সিটিজেন হোম নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে apply for new registration card for new member নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
-
ডিজিটাল রেশন কার্ড সার্ভিস নামে একটি পেজ ওপেন হবে এই পেজ এর মধ্যে মোবাইল নম্বর বসানোর পর গেট ওটিপি গঠনে ক্লিক করতে হবে। এবং ওটিপি বসানো হলে মোবাইল ভেরিফিকেশন সম্পূর্ণ হবে।
-
এরপর সিলেট ক্যাটাগরি নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে পি এইচ এইচ নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে সিলেক্ট করতে হবে। এবং রেশন কার্ডের নম্বর বসানোর পর সার্চ গঠনে ক্লিক করতে হবে।
-
এরপর আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি শো করবে।
-
এরপর লগইন বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর সেই মোবাইল নম্বরটি বসানোর পর গেট ওটিপি বাটন টিকে সিলেট করতে হবে।
-
এরপর ওটিপি বসানোর পর প্রসিড বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর ফ্যামিলি মেম্বার ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার ফ্যামিলি মেম্বার এর সব ডিটেলস শো করবে।
-
এরপর নিচের দিকে নামলে এপ্লাই ফর ফরম ৪ নামে একটি অপশন থাকবে যেখানে এপ্লাই নাও বাটনটিতে ক্লিক করতে হবে।
-
এরপর অ্যাড নিউ মেম্বার নামে একটি পেজ ওপেন হবে।
-
এরপর লগইন বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর পেজটিকে নিচের দিকে নামলে দেখা যাবে অ্যাড্রেস পিন কোড পুলিশ স্টেশন নামে কিছু অপশন থাকবে যেখানে আপনার পুলিশ স্টেশন পোস্ট অফিস বসাতে হবে।
-
এরপর ফ্যামিলি মেম্বার নামে একটি কলাম থাকবে যেখানে আপনার জন্য নতুন মেম্বার এড হবে তার ডিটেলস বসাতে হবে।
-
এরপর আধার নম্বর নামে একটি অপশন থাকবে যেখানে আধার নম্বর বসাতে হবে।
-
এরপর রিলেশন নামে একটি অপশন থাকবে যেখানে আপনার সাথে নতুন মেম্বার এর যে সম্পর্ক টা সিলেক্ট করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
-
এরপর নতুন পেজ ওপেন হবে যেখানে নিচের দিকে নাম্বার পর একটি চেকবক্স থাকবে এই চেকবক্স টি কে সিলেক্ট করতে হবে এবং প্রসিড বনে ক্লিক করতে হবে।
-
এরপর ডকুমেন্ট আপলোড করতে হবে।
-
এরপর কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন নামে একটি অপশন থাকবে যেখানে ওটিপি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
তাহলে আপনার রেশন কার্ডের আবেদন সম্পূর্ণ হবে।
FAQ কিভাবে অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করবেন ?
- পশ্চিমবঙ্গে কে একটি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন ?
A:পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন।
- পশ্চিমবঙ্গে কত ধরনের রেশন কার্ড আছে ?
A:পশ্চিমবঙ্গের তিন ধরনের রেশন কার্ড রয়েছে।
- বিবাহিত বাচিন্দারা কি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন ?
A:বিবাহিত দম্পতিরা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
- পশ্চিমবঙ্গের রেশন কার্ডের হেল্প লাইন নম্বর কত ?
A:পশ্চিমবঙ্গের রেশন কার্ডের নম্বর হলো1967,1800-345-5505 ।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra