ration card Download

রেশন কার্ড হলো একটি নথি ,যা পরিচয় এবং ঠিকানা যাচাই করার জন্য ব্যবহার করা হয়। রেশন কার্ড পশ্চিমবঙ্গের সমস্ত পরিবার ভর্তুকি যুক্ত সরকারি প্রকল্পের লাভ পেতে ব্যবহার করেন। পশ্চিমবঙ্গে সাধারন রেশন কার্ড থেকে ডিজিটাল রেশন কার্ডের পরিবর্তন করা হয়েছে। এখন থেকে পশ্চিমবঙ্গে মানুষজনকে একটি নতুন রেশন কার্ড প্রদান করা হয়েছে। আমরা এই প্রতিবেদনটির মাধ্যমে দেখে নেব কিভাবে রেশন কার্ড ডাউনলোড (Ration Card Download) করতে হয়? কিভাবে রেশন কার্ডে নামের লিস্ট চেক করতে হয়? কিভাবে নতুন রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে হয়?

কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন ?

পশ্চিমবঙ্গে অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের সমস্ত রকম কাজ করা সম্ভব। অনলাইন এর মাধ্যমে রেশন কার্ড ডাউনলোড (Ration Card pdf Download)করার সমস্ত পদক্ষেপ বিস্তারিত দেওয়া হল।

  1. প্রথমে ওয়েস্ট বেঙ্গল খাদ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://food.wb.gov.in/
  2. ration card download Image 1
  3. এরপর নতুন একটি পেজ ওপেন হবে এই পেজের মধ্যে নিচের দিকে আসতে হবে।
  4. এরপর ই রেশন কার্ড নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  5. ration card download Image 2
  6. এরপর একটি নতুন পেজ ওপেন হবে এখানে নিচের দিকে কল করতে হবে।
  7. এরপর ক্লিক টু ডাউনলোড এই রেশন কার্ড নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  8. এরপর একটি পেজ ওপেন হবে, যেখানে রেশন কার্ড নম্বর দিতে হবে এবং ক্যাপচার কোড বসানোর পর সার্চ বাটনে ক্লিক করতে হবে।
  9. এরপর আপনার রেশন কার্ডটি পিডিএফ আকারে শো করবে। পিডিএফ টি কে ডাউনলোড করতে হবে।

    কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন ?

    আপনি যদি অনলাইনে একটি রেশন কার্ড এর জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনার রেশন কার্ড এর স্ট্যাটাস জানা সম্ভব। অনলাইন এর মাধ্যমে রেশন কার্ড এর স্ট্যাটাস জানার সমস্ত পদক্ষেপ দেওয়া হল।

  1. প্রথমে ওয়েস্ট বেঙ্গল খাদ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://food.wb.gov.in/
  2. এরপর নতুন একটি পেজ ওপেন হবে এই পেজের মধ্যে নিচের দিকে আসতে হবে।
  3. এরপর চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. এরপর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে একটি পেজ ওপেন হবে।
  5. এরপর সিলেক্ট অফ টাইপ এর মধ্যে ফ্রম টাইপ সিলেক্ট করতে হবে এবং মোবাইল নম্বর বসানোর পর ক্যাপচা কোড বসাতে হবে, ও সার্চ বাটনে ক্লিক করতে হবে।
  6. এরপর আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করবে।

    কিভাবে রেশন কার্ড এ নামের লিস্ট চেক করবেন ?

    পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ডের সমস্ত সরকারি কাজ অনলাইনের মাধ্যমে করা সম্ভব। আপনি ঘরে বসেই দেখে নিতে পারেন আপনার পরিবারের কত জনের নাম রেশন কার্ডে রয়েছে। রেশন কার্ডের নাম চেক করার সমস্ত পদক্ষেপ গুলি দেওয়া হল।

  1. প্রথমে ওয়েস্ট বেঙ্গল খাদ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://food.wb.gov.in/
  2. ration card download Image 1
  3. এরপর নতুন একটি পেজ ওপেন হবে এই পেজের মধ্যে নিচের দিকে আসতে হবে।
  4. এরপর পি এস ডি খাদ্য সাথী বেনিফিশিয়ারি নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  5. ration card download Image 2
  6. এরপর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে ফর এক্সিটিং এপ্লিকেন্ট নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  7. এরপর ডিজিটাল রেশন কার্ড নামে একটি পেজ ওপেন হবে।
  8. এরপর পেজ এর মধ্যে আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং গেট ওটিপি তে ক্লিক করতে হবে।
  9. এরপর ওটিপি বসাতে হবে এবং ক্লিক করতে হবে তাহলে।
  10. এরপর ফ্যামিলি মেম্বার ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে। যেখানে আপনার ফ্যামিলি মেম্বারদের নাম শো করবে।

FAQ কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন ?

  1. রেশন কার্ড নম্বর কি ?
  2. A: রাজ্যের খাদ্য সরবরাহ বিষয়ক বিভাগ দ্বারা রেশন কার্ড ধারী প্রতি ব্যক্তিকে ১০ সংখ্যার একটি নম্বর প্রদান করা হয় যা ব্যক্তিকে চিহ্নিত করতে সাহায্য করে।

  3. তিন ধরনের রেশন কার্ড কি কি ?
  4. A: তিন ধরনের রেশন কার্ড হলো দরিদ্র সীমার নিচে কার্ড দরিদ্র সীমার উপরের কার্ড আরেকটি হলো অন্তর্দয় কার্ড।

  5. PHH কোন বিভাগ ?
  6. A: PHH হল পাওলিটি হাউস হোল্ডার অর্থাৎ যে সমস্ত পরিবার মাসে ৫ কেজি খাদ্য শস্য সরকারের কাছ থেকে পেয়ে থাকে।

  7. আমি কি রেশন কার্ড বিনামূল্যে ডাউনলোড করতে পারি ?
  8. A: হ্যাঁ আপনি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান