ration card name delete

রেশন কার্ড (Ration Card) হলো একটি সরকারি নথি।রেশন কার্ড অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে ভর্তুকি হাড়ের সহজ লভ্য রেশন কিনতে সাহায্য করে। রেশন কার্ডে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তারা এই সুবিধা পেতে পারেন। রেশন কার্ড ঠিকানা ও পরিচয় প্রমাণপত্রের একটি নথি হিসেবে গণ্য করা হয়। রেশন কার্ডে পরিবারের সদস্যদের নাম থাকে তাই আবেদনকারী পরিবারের কোন সদস্যের নাম মুছে ফেলতে পারেন (Ration card name delete) ও যোগ দিতে পারে।

এখন পরিবারের একজন সদস্যের নাম মুছে ফেলতে হবে?

রেশন কার্ডের নাম মুছে ফেলার জন্য(Ration card name delete) দুটি কারণ হতে পারে, একটি হল পরিবারের কোন সদস্য বিয়ে হলে। অন্যটি হলো পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে।একটি রেশন কার্ড থেকে অনলাইনের মাধ্যমে নাম মুছে ফেলার (Ration card name delete)সমস্ত তথ্য দেওয়া হল।

  • পরিবারের কোনো সদস্যের বিয়ে হলে:
  • পরিবারের কোন সদস্যের বিয়ে হয়ে গেলে তারা নতুন একটি রেশন কার্ডের জন্য আবেদন(Ration Card Application) করতে পারেন। তারা তাদের একটি নিজস্ব নতুন পরিবার শুরু করে তার কারণে তারা পুরনো রেশন কার্ড থেকে নাম মুছে ফেলে নতুন রেশন কার্ডের নাম নথিভুক্ত(New Ration Card Application) করতে পারেন।

  • পরিবারের সদস্যের মৃত্যু হলে:
  • পরিবারের কোনো সদস্যের যদি কোন কারণে মৃত্যু ঘটে তাহলে পরিবারের সেই সদস্যের রেশন কার্ড থেকে নাম মুছে ফেলতে হবে।(Ration card name delete) সেই ব্যক্তির রেশন কার্ডের কোন সুবিধা পাবে না।

কিভাবে রেশন কার্ড থেকে নাম মুছে ফেলবেন?

    রেশন কার্ড থেকে নাম মুছে ফেলার জন্য(Ration card name delete) দুটি প্রক্রিয়া আছে। অনলাইন ও অফলাইন এর মাধ্যমে রেশন কার্ড থেকে নাম মুছে ফেলতে পারেন। অনলাইন ও অফলাইন এ রেশন কার্ডের নাম মুছে ফেলার সমস্ত তথ্য দেওয়া হল।

    অনলাইন পদ্ধতি:

  1. প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://food.wb.gov.in/
  2. ration card name delete Image 1
  3. এরপর নিচের দিকে নামলে সিটিজেন হোম নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. এরপর পেজটি ওপেন হলে কমেন্ট এপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন থাকবে।এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  5. ration card name delete Image 2
  6. এরপর কমন application form open হবে।
  7. এরপর একটি পেজের মধ্যে ফর অনলাইন কমন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  8. ration card name delete Image 3
  9. এরপর পেজ এর মধ্যে মোবাইল নম্বর বসাতে হবে, এবং গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। ওটিপি বসানোর পর প্রসিড বটনে ক্লিক করতে হবে।
  10. এরপর ফ্যামিলি ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে, এখানে আপনার পরিবারের সমস্ত সদস্যের নামের সমস্ত ডিটেলস দেখাবে।
  11. এরপর পেজটির নিচের দিকে নামলে অ্যাপ্লাই ফর ফ্রম সেভেন নামে একটি অপশন থাকবে এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  12. এরপর একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজ এর মধ্যে আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম শো করবে ।আপনি যে ব্যক্তির নাম মুছে ফেলতে চাইছেন তার নামের পাশে একটি বক্স থাকবে, এই বক্সটিতে সিলেক্ট করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে ।
  13. এরপর একটি পেজ ওপেন হবে। যেখানে আপনার যে ব্যক্তির নাম ডিলিট করতে চান তার কারণ হিসাবে একটি অপশন সিলেক্ট করতে হবে, এবং তার প্রমাণ হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে ক্লিক করতে হবে।
  14. এরপর confirm your application নামে একটি পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে ওটিপি বসাতে হবে এবং সাবমিট বটন টি তে ক্লিক করতে হবে।

তাহলে আপনি যে সদস্যের নাম মুছে ফেলতে চাইছেন তার নাম মুছে যাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

    অফলাইন পদ্ধতি:

    অফলাইন এ রেশন কার্ড থেকে নাম মুছে ফেলার জন্য যে ধাপ গুলি রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেওয়া হল।

  1. রেশন কার্ড থেকে নাম মুছে ফেলার যে ফর্মটি আছে এই ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন অথবা রেশন কার্ড অফিসে গিয়ে ফর্মটি নিয়ে আসতে পারেন।
  2. ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://food.wb.gov.in/
  3. এরপর নিচের দিকে নামলে সিটিজেন হোম নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. ফর্মটি ডাউনলোড হয়ে যাওয়ার পর ফরমটিকে পূরণ করুন অথবা রেশন অফিস থেকে ফর্মটি নিয়ে এসে পূরণ করুন।
  5. এরপর সমস্ত বিবরণ সহ ও সমস্ত ডকুমেন্ট সহ ফর্মটিকে অফিসে জমা দিন।
  6. এরপর ভেরিফিকেশন হয়ে গেলে রেশন কার্ড থেকে নাম ডিলিট হয়ে যাবে।

FAQ কিভাবে অনলাইনে রেশন কার্ড থেকে নাম মুছে দেবেন ?

  1. আমি কি খাদ্য দপ্তর বিভাগ থেকে ফর্ম সংগ্রহ করতে পারি ?
  2. A: হ্যাঁ আপনি খাদ্য দপ্তর থেকে সংগ্রহ করতে পারেন।

  3. আমি কি ভারতের যেকোনো জায়গায় রেশন কার্ড ব্যবহার করতে পারি?
  4. A: হ্যাঁ আপনি ভারতের যেকোন জায়গায় রেশন কার্ড ব্যবহার করতে পারেন।

  5. আমি কি বার্ষিক 10 লাখ টাকা আয় করলে রেশন এর জন্য আবেদন করতে পারি?
  6. A: না আপনি যদি বার্ষিক দশ লাখ টাকা আয় করেন তাহলে আবেদন করতে পারবেন না।

  7. আমি কি রেশন কার্ড বিনামূল্যে ডাউনলোড করতে পারি ?
  8. A: হ্যাঁ আপনি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra



লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।


Comments

উপরে যান