পরিবহন সংক্রান্ত

ট্রাফিক সিম্বলের তাৎপর্য সংক্রান্ত প্রশ্ন উত্তর - ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা 2023

13th Feb, 2023 by J Kamilya

ড্রাইভিং লাইসেন্স টেস্টের জন্য ট্রাফিক সাইন জানাটাও গুরুত্বপূর্ণ বিষয়। ড্রাইভিং টেস্ট এর জন্য আপনাকে জানতে হবে প্রত্যেকটি সিগন্যাল এর ব্যাপারে। আপনি যদি ট্রাফিক সিগনালে ব্যাপারে না জানেন তাহলে আপনার পক্ষে রাস্তায় গাড়ি চালানো অনেক বিপদজনক হয়ে যেতে পারে। রাস্তার পাশে যে সিগনাল গুলি থাকে সেই গুলি আপনি যদি না জানেন বা ট্রাফিক পুলিশ হাত দেখিয়ে কোন দিকে যাওয়ার কথা বলছে বাকি বলছে না বুঝতে পারেন তাহলে আপনাকে ফাইন দিতে হতে পারে। ওয়েস্টবেঙ্গল আরটিও নিয়ম অনুযায়ী একজন লাইসেন্স আত্ম ব্যক্তি কে ট্রাফিক নিয়ম এর পাশাপাশি ট্রাফিক চিহ্ন সম্পর্কেও জানা খুবই জরুরী। আমরা আজ দেখে নেব ট্রাফিক চিহ্ন গুলি কি কি আছে।

ট্রাফিক সিম্বলের তাৎপর্য 2023

  1. traffic symbol1

    -থামুন


  2. traffic symbol2

    -রাস্তা দিন


  3. traffic symbol3

    -ডান দিকে ঘোড়া নিষেধ


  4. traffic symbol4

    -বাঁদিকে ঘোড়া নিষেধ


  5. traffic symbol5

    -ইউটার্ন নিষেধ


  6. traffic symbol6

    -হর্ন বাজানো নিষেধ


  7. traffic symbol7

    -গাড়ি পার্ক করে রাখবেন


  8. traffic symbol8

    -গাড়ি থামানো বা দাঁড় করিয়ে রাখা যাবে না


  9. traffic symbol9

    -গাড়ির গতি বেগ 50 কিমি ঘন্টার বেশী হবেনা


  10. traffic symbol10

    -পূর্বনির্ধারিত গতিবেগের শেষ সীমা


  11. traffic symbol11

    -ডানদিকে বাক


  12. traffic symbol12

    -বাঁদিকে বাক


  13. traffic symbol13

    -ডান দিকে তীক্ষ্ণ রাস্তায় পাক


  14. traffic symbol14

    -ডান দিকে রাস্তার উল্টো বাক


  15. traffic symbol15

    -সামনে সংকীর্ণ রাস্তা


  16. traffic symbol16

    -বাঁ দিকে তীক্ষ্ণ রাস্তার বাঁক


  17. traffic symbol17

    -বাঁ দিকে রাস্তার উল্টো বাক


  18. traffic symbol18

    -কেবলমাত্র বাঁদিকে এগোনো যাবে


  19. traffic symbol19

    -কেবলমাত্র সামনের দিকে এগোনো যাবে


  20. traffic symbol20

    -হর্ন বাজানো বাধ্যতামূলক


  21. traffic symbol21

    -বা বিদ্যালয়


  22. traffic symbol22

    -পথচারী পারাপার


  23. traffic symbol23

    -ইউ ট্রান


  24. traffic symbol24

    -সামনের রাস্তায় পথচারী


  25. traffic symbol25

    -গোল চক্কর


  26. traffic symbol26

    -নদীর তীর


  27. traffic symbol27

    -চেকপোস্ট


  28. traffic symbol28

    -অন্যান্য বিপদ


  29. traffic symbol29

    -বিমানবন্দর


  30. traffic symbol30

    -গতিরোধক


  31. traffic symbol31

    -পিচ্ছিল রাস্তা


  32. traffic symbol32

    -পার্থ রাস্তা ডানে


  33. traffic symbol33

    -অসমতল রাস্তা


  34. traffic symbol34

    -রাস্তায় কাজ চলছে


  35. traffic symbol35

    -ফেরি পারাপার


  36. traffic symbol36

    -পাহাড়ের ঢাল নিচের দিকে


  37. traffic symbol37

    -অরক্ষিত লেভেল ক্রসিং


  38. traffic symbol38

    -পাথর পরার সংকেত


  39. traffic symbol39

    -বিপদজনক গর্


  40. traffic symbol40

    -আঁকাবাঁকা রাস্তা


  41. traffic symbol41

    -বিপদজনক গর্ত


  42. traffic symbol42

    -ট্রাফিক সংকেত


  43. traffic symbol43

    -ডানদিকে ঘোরানোর ইচ্ছা প্রকাশ করছে


  44. traffic symbol44

    -বাঁদিকে ঘোরানোর ইচ্ছা প্রকাশ করছে


  45. traffic symbol45

    -গাড়ির গতি কমানোর ইচ্ছে প্রকাশ করছে


  46. traffic symbol46

    -গাড়ি থামাবার ইচ্ছে প্রকাশ করছে


  47. traffic symbol47

    -চীনের দুদিকেই গাড়ি রাখা যাবে


  48. traffic symbol48

    -ট্যাক্সির জন্য সাময়িক বিশ্রাম স্থল


  49. traffic symbol149

    -স্কুটার এবং মোটরসাইকেলের সাময়িক বিশ্রাম সল


  50. traffic symbol50

    -স্কুটার পার্ক করার জায়গা


  51. traffic symbol51

    -পিছনের গাড়িটিকে থামতে অনুরোধ করা হচ্ছে


  52. traffic symbol52

    -থামুন


  53. traffic symbol54

    -সামনের দিক থেকে আসা গাড়ি কে থামতে অনুরোধ করা হচ্ছে


পাসবুক ডাউনলোড হয়ে গেলে আপনি ওপেন করে সমস্ত তথ্য দেখতে পারেন। আপনি যদি ইপিএফ এর টাকা ক্লেম করতে চান তাহলে অনলাইনে কিভাবে এপ্লাই করতে হয় জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি রেগুলার ফলো করুন। আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra




Comments

উপরে যান