ড্রাইভিং লাইসেন্স টেস্টের জন্য ট্রাফিক সাইন জানাটাও গুরুত্বপূর্ণ বিষয়। ড্রাইভিং টেস্ট এর জন্য আপনাকে জানতে হবে প্রত্যেকটি সিগন্যাল এর ব্যাপারে। আপনি যদি ট্রাফিক সিগনালে ব্যাপারে না জানেন তাহলে আপনার পক্ষে রাস্তায় গাড়ি চালানো অনেক বিপদজনক হয়ে যেতে পারে। রাস্তার পাশে যে সিগনাল গুলি থাকে সেই গুলি আপনি যদি না জানেন বা ট্রাফিক পুলিশ হাত দেখিয়ে কোন দিকে যাওয়ার কথা বলছে বাকি বলছে না বুঝতে পারেন তাহলে আপনাকে ফাইন দিতে হতে পারে। ওয়েস্টবেঙ্গল আরটিও নিয়ম অনুযায়ী একজন লাইসেন্স আত্ম ব্যক্তি কে ট্রাফিক নিয়ম এর পাশাপাশি ট্রাফিক চিহ্ন সম্পর্কেও জানা খুবই জরুরী। আমরা আজ দেখে নেব ট্রাফিক চিহ্ন গুলি কি কি আছে।
-থামুন
-রাস্তা দিন
-ডান দিকে ঘোড়া নিষেধ
-বাঁদিকে ঘোড়া নিষেধ
-ইউটার্ন নিষেধ
-হর্ন বাজানো নিষেধ
-গাড়ি পার্ক করে রাখবেন
-গাড়ি থামানো বা দাঁড় করিয়ে রাখা যাবে না
-গাড়ির গতি বেগ 50 কিমি ঘন্টার বেশী হবেনা
-পূর্বনির্ধারিত গতিবেগের শেষ সীমা
-ডানদিকে বাক
-বাঁদিকে বাক
-ডান দিকে তীক্ষ্ণ রাস্তায় পাক
-ডান দিকে রাস্তার উল্টো বাক
-সামনে সংকীর্ণ রাস্তা
-বাঁ দিকে তীক্ষ্ণ রাস্তার বাঁক
-বাঁ দিকে রাস্তার উল্টো বাক
-কেবলমাত্র বাঁদিকে এগোনো যাবে
-কেবলমাত্র সামনের দিকে এগোনো যাবে
-হর্ন বাজানো বাধ্যতামূলক
-বা বিদ্যালয়
-পথচারী পারাপার
-ইউ ট্রান
-সামনের রাস্তায় পথচারী
-গোল চক্কর
-নদীর তীর
-চেকপোস্ট
-অন্যান্য বিপদ
-বিমানবন্দর
-গতিরোধক
-পিচ্ছিল রাস্তা
-পার্থ রাস্তা ডানে
-অসমতল রাস্তা
-রাস্তায় কাজ চলছে
-ফেরি পারাপার
-পাহাড়ের ঢাল নিচের দিকে
-অরক্ষিত লেভেল ক্রসিং
-পাথর পরার সংকেত
-বিপদজনক গর্
-আঁকাবাঁকা রাস্তা
-বিপদজনক গর্ত
-ট্রাফিক সংকেত
-ডানদিকে ঘোরানোর ইচ্ছা প্রকাশ করছে
-বাঁদিকে ঘোরানোর ইচ্ছা প্রকাশ করছে
-গাড়ির গতি কমানোর ইচ্ছে প্রকাশ করছে
-গাড়ি থামাবার ইচ্ছে প্রকাশ করছে
-চীনের দুদিকেই গাড়ি রাখা যাবে
-ট্যাক্সির জন্য সাময়িক বিশ্রাম স্থল
-স্কুটার এবং মোটরসাইকেলের সাময়িক বিশ্রাম সল
-স্কুটার পার্ক করার জায়গা
-পিছনের গাড়িটিকে থামতে অনুরোধ করা হচ্ছে
-থামুন
-সামনের দিক থেকে আসা গাড়ি কে থামতে অনুরোধ করা হচ্ছে
পাসবুক ডাউনলোড হয়ে গেলে আপনি ওপেন করে সমস্ত তথ্য দেখতে পারেন। আপনি যদি ইপিএফ এর টাকা ক্লেম করতে চান তাহলে অনলাইনে কিভাবে এপ্লাই করতে হয় জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি রেগুলার ফলো করুন। আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।
আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra