wbsedcl

WBSEDCL বিল পেমেন্ট অনলাইনে করার সহজ উপায়।

6TH APRIL, 2023 by J Kamilya

আজকে আমরা এই পোস্টের মাধ্যমে দেখে নেব ঘরে বসে ইলেকট্রিক বিল চেক কিভাবে করতে হয় ,এবং কোন এক্সট্রা চার্জ ছাড়া কিভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট অনলাইনের মাধ্যমে করতে হয়। wbsedcl এর ওয়েবসাইট টির মাধ্যমে অতি সহজেই এই সব কাজ গুলি করা সম্ভব। কিভাবে অনলাইন এর মধ্যে wbsedcl এর ওয়েবসাইট এর মধ্যে বিল পেমেন্ট করতে হয় তার সমস্ত বিবরণ নিচে দেওয়া হল।

2023 এর নিয়মে ইলেকট্রিক বিল চেক। WBSEDCL Bill View In 2023 Rules.

আপনি যদি ইলেকট্রিক বিল ভিউ করতে চান তাহলে wbsedcl এর ওয়েবসাইটে যেতে হবে wbsedcl এর বিল বিয়োগ করার জন্য সমস্ত তথ্য দেওয়া হল।

  1. প্রথমে wbsedcl (West Bengal State Electricity Distribution Company Limited) অফিসিয়াল ওয়েবসাইট টিতে যেতে হবে। wbsedcl এর ওয়েবসাইট টি হল www.wbsedcl.in ।
  2. এরপর ভিউ বিল নামে একটি অপশন থাকবে সেই অপশনটিতে ক্লিক করতে হবে।
  3. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে কাস্টমার আই ডি ইনস্টলেশন নাম্বার ক্যাপচার কোড বসানোর পর ভেরিফাই পটনে ক্লিক করতে হবে।
  4. এরপর একটি পেজ ওপেন হবে যেখানে আপনার বিল শো করবে।

ইলেকট্রিক বিল পেমেন্ট অনলাইন। Electric Bill Payment Online.

  1. প্রথমে wbsedcl (West Bengal State Electricity Distribution Company Limited) অফিসিয়াল ওয়েবসাইট টিতে যেতে হবে। wbsedcl এর ওয়েবসাইট টি হল www.wbsedcl.in ।
  2. wbsedcl step 1
  3. এরপর wbsedcl এর ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটটির ডানদিকে অনলাইন পেমেন্ট নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. wbsedcl step 2
  5. এরপর অনলাইন পেমেন্ট এর একটি পেজ ওপেন হবে। এই পেজ এর মধ্যে কুইক পেমেন্ট নামে একটি অপশন থাকবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  6. wbsedcl step 3
  7. এরপর প্রোভাইড কনজিউমার ডিটেলস নামে একটি বক্স ওপেন হবে। এই বক্সের মধ্যে কাস্টমার আইডি এবং ক্যাপচা কোড বসাতে হবে। এবং প্রসিড বাটনে ক্লিক করতে হবে।
  8. wbsedcl step 4
  9. এরপর নিচের দিকে ডিটেলস শো করবে। যেখানে কাস্টমার নেম মেল আইডি এন্টার মোবাইল নাম্বার বসাতে হবে। এবং ভিউ আপডেট বিল এই অপশনটিতে ক্লিক করতে হবে।
  10. wbsedcl step 5
  11. এরপর পেয়ে বিল অনলাইন নামে একটি বক্স ওপেন হবে যেখানে আপনার যে বিলগুলি পেমেন্ট করতে বাকি আছে।সেই বিল গুলিকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
  12. wbsedcl step 6
  13. এরপর প্লিজ প্রোভাইড পেমেন্ট গেটওয়ে নামে একটি অপশন আসবে,যেখানে আপনি কিভাবে পেমেন্ট করতে চান তা সিলেক্ট করতে হবে। বিল ডেস্ক অপশন টিকে সিলেক্ট করতে হবে।
  14. এরপর ট্রানজেকশন চার্জ এপ্লিকেবল এই অপশনটি আসবে যেখানে আই এগ্রি উইথ এই অপশনটি কে সিলেক্ট করতে হবে, এবং কনফার্ম বাটনে ক্লিক করতে হবে।
  15. এরপর নেক্সট ব্যাংকিং এর একটি পেজ চলে আসবে যেখানে আপনি যেভাবে পেমেন্ট করতে চান তা সিলেক্ট করতে হবে।
  16. এরপর মেক পেমেন্ট এ ক্লিক করতে হবে।
  17. এরপর আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে অনলাইন বিল পেমেন্ট ডিটেলস নামে একটি পেজ ওপেন হবে, যেখানে ট্রানজেকশন স্ট্যাটাস সাকসেস লেখা থাকবে।
  18. এরপর পেমেন্ট রিসিপ্ট পাবার জন্য রিসিভ অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার রিসিভ কপি শো করবে। রিসিভ কপিটি আপনি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন তাহলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হবে।

2023 WBSEDCL অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করার সুবিধা।

অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করার সুবিধাগুলি নিচে দেয়া হল।

  • অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করলে এক পারসেন্ট ছাড় পাবেন বিল পেমেন্ট এর উপর।
  • অনলাইনে বিল পেমেন্ট করলে আপনি আপনার টাইম মতো বিল পেমেন্ট করতে পারেন।আপনাকে এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে হবে না।

আপনি যদি বিদ্যুৎ বিল ডাউনলোড, নতুন মিটার কানেকশন, ইলেকট্রিক বিল কমানোর উপায়,বিদ্যুৎ বিল চেক,ইলেকট্রিক বিল রেসিপি, ইত্যাদি তথ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট টি ফলো করুন। আমরা প্রতিনিয়ত জরুরী ভিত্তিক তথ্য ও সাধারন মানুষের নখদর্পণে এনে সাধারণ মানুষের জীবন সহজ করার জন্য চেষ্টা করি।

আমাদের টেলিগ্রাম কমিউনিটি : https://t.me/tothyamitra


লেখক

J Kamilya

আমার সম্পূর্ণ নাম জয়জিৎ কামিল্যা। আমি ২০১২ সালে স্নাতকোত্তর হয়েছি। আমি একটি কোম্পানিতে ফুল টাইম চাকরি রত। আমি একজন আইটি ইঞ্জিনিয়ার আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি যার নাম তথ্য মিত্র।



Comments

উপরে যান